ETV Bharat / city

কোরোনার নমুনা পরীক্ষা শুরু হল বর্ধমান মেডিকেলে - কোরোনার নমুনা পরীক্ষা শুরু বর্ধমানে

বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে শুরু হল কোরোনার নমুনা পরীক্ষা। স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা মেনেই শুরু হয়েছে COVID-19 পরীক্ষার কাজ।

Corona sample testing started in Bardhaman
বর্ধমান
author img

By

Published : May 5, 2020, 11:31 PM IST

বর্ধমান, 5 মে: বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে শুরু হল কোরোনার নমুনা পরীক্ষা। স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা মেনে আপাতত CB-NAT যন্ত্রের সাহায্যে COVID-19 পরীক্ষা করা হচ্ছে জেলা হাসপাতালে।

বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আজ থেকেই আরও বেশি পরিমাণে COVID-19 পরীক্ষার পরিকল্পনা নিয়েছিল জেলা স্বাস্থ্য দপ্তর। মেডিকেল কলেজেই যে CDST ল্যাবটি রয়েছে যেখানে TB পরীক্ষা করা হয়, সেখানেই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে পাওয়া RT-PCR মেশিনটি বসানো হয়েছে। এই মেশিনের মাধ্যমে কোরোনা পরীক্ষা করার কথা রয়েছে। তবে তার আগে নমুনা পরীক্ষার জন্য ICMR-এর অনুমোদন প্রয়োজন।

এখনও পর্যন্ত যে অনুমোদন পাওয়া যায়নি। ICMR অনুমোদন না দেওয়ায় আপাতত স্বাস্থ্য দপ্তরের নিয়ম মেনে CB-NAT যন্ত্রের সাহায্যেই কোরোনা পরীক্ষার কাজ শুরু করা হয়েছে। অন্যদিকে সংক্রমণ এড়াতে কিয়স্কের মাধ্যমে নমুনা সংগ্রহ করা হচ্ছে।

এদিকে, পূর্ব বর্ধমান জেলার সুভাষপল্লী এলাকায় এক মহিলার কোরোনা পজিটিভ পাওয়া গিয়েছিল গতকাল।জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালেই তাঁর সোয়াবের নমুনা পরীক্ষা হয়। যা পজিটিভ ধরা পড়ায় নিশ্চিত হতে ICMR-এ পাঠানো হয়েছিল। তারাও রিপোর্ট নিশ্চিত করায় ওই মহিলাকে দুর্গাপুরের কোরোনা চিকিৎসাকেন্দ্রে পাঠানো হয়েছে।

বর্ধমান, 5 মে: বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে শুরু হল কোরোনার নমুনা পরীক্ষা। স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা মেনে আপাতত CB-NAT যন্ত্রের সাহায্যে COVID-19 পরীক্ষা করা হচ্ছে জেলা হাসপাতালে।

বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আজ থেকেই আরও বেশি পরিমাণে COVID-19 পরীক্ষার পরিকল্পনা নিয়েছিল জেলা স্বাস্থ্য দপ্তর। মেডিকেল কলেজেই যে CDST ল্যাবটি রয়েছে যেখানে TB পরীক্ষা করা হয়, সেখানেই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে পাওয়া RT-PCR মেশিনটি বসানো হয়েছে। এই মেশিনের মাধ্যমে কোরোনা পরীক্ষা করার কথা রয়েছে। তবে তার আগে নমুনা পরীক্ষার জন্য ICMR-এর অনুমোদন প্রয়োজন।

এখনও পর্যন্ত যে অনুমোদন পাওয়া যায়নি। ICMR অনুমোদন না দেওয়ায় আপাতত স্বাস্থ্য দপ্তরের নিয়ম মেনে CB-NAT যন্ত্রের সাহায্যেই কোরোনা পরীক্ষার কাজ শুরু করা হয়েছে। অন্যদিকে সংক্রমণ এড়াতে কিয়স্কের মাধ্যমে নমুনা সংগ্রহ করা হচ্ছে।

এদিকে, পূর্ব বর্ধমান জেলার সুভাষপল্লী এলাকায় এক মহিলার কোরোনা পজিটিভ পাওয়া গিয়েছিল গতকাল।জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালেই তাঁর সোয়াবের নমুনা পরীক্ষা হয়। যা পজিটিভ ধরা পড়ায় নিশ্চিত হতে ICMR-এ পাঠানো হয়েছিল। তারাও রিপোর্ট নিশ্চিত করায় ওই মহিলাকে দুর্গাপুরের কোরোনা চিকিৎসাকেন্দ্রে পাঠানো হয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.