বর্ধমান, 25 এপ্রিল : কেন্দ্রীয় সরকার লকডাউনে দোকান খোলার ক্ষেত্রে কিছুটা ছাড়পত্র দিলেও বর্ধমান শহরে খুলল না কোনও দোকানপাট। ফাঁকা রাস্তাঘাট। তবে স্টেশন বাজার, চৌধুরি বাজার , বিবেকানন্দ কলেজ মোড় সংলগ্ন বেশ কিছু এলাকায় দু একটা দোকান খুলেছিল। তবে কোন দোকান খোলা হবে আর কোনটা হবে না তা নিয়ে বিভ্রান্তি রয়েছে ব্যবসায়ীদেরও।
চলতি সপ্তাহে বর্ধমানে পাইকারি সবজির বাজার বন্ধ রাখার পরিকল্পনা করেছিল চেম্বার অফ ট্রেডার্স। পরে প্রশাসনের সঙ্গে বৈঠকের পরে তারা সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসে। ফলে সবজির বাজারে নতুন করে ভিড় জমতে শুরু করেছে। অন্যান্য দিনের মতো খোলা ছিল মুদিখানা ও মিষ্টির দোকানও। ফলে অন্যান্য দিনের চেয়ে রাস্তায় মানুষের ভিড় বেড়েছে।
এদিকে জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, লকডাউনে ছাড়পত্র সংক্রান্ত কোন নির্দেশিকা তাদের কাছে আসেনি। ফলে লকডাউন মেনে চলার জন্য জেলা প্রশাসনের পক্ষে নির্দেশ দেওয়া হয়েছে।
লকডাউনে কেন্দ্রের ছাড়পত্র নিয়ে বিভ্রান্তি, বর্ধমানে বন্ধ রইল দোকান - চৌধুরি বাজার
লকডাউনে দোকান খোলার ক্ষেত্রে কিছুটা ছাড়পত্র দিলেও বর্ধমান শহরে খুলল না কোনও দোকানপাট। ফাঁকা রইল রাস্তাঘাট। তবে স্টেশন বাজার, চৌধুরি বাজার , বিবেকানন্দ কলেজ মোড় সংলগ্ন বেশ কিছু এলাকায় দু একটা দোকান খুলেছিল।
![লকডাউনে কেন্দ্রের ছাড়পত্র নিয়ে বিভ্রান্তি, বর্ধমানে বন্ধ রইল দোকান confused traders](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6941400-839-6941400-1587828096058.jpg?imwidth=3840)
বর্ধমান, 25 এপ্রিল : কেন্দ্রীয় সরকার লকডাউনে দোকান খোলার ক্ষেত্রে কিছুটা ছাড়পত্র দিলেও বর্ধমান শহরে খুলল না কোনও দোকানপাট। ফাঁকা রাস্তাঘাট। তবে স্টেশন বাজার, চৌধুরি বাজার , বিবেকানন্দ কলেজ মোড় সংলগ্ন বেশ কিছু এলাকায় দু একটা দোকান খুলেছিল। তবে কোন দোকান খোলা হবে আর কোনটা হবে না তা নিয়ে বিভ্রান্তি রয়েছে ব্যবসায়ীদেরও।
চলতি সপ্তাহে বর্ধমানে পাইকারি সবজির বাজার বন্ধ রাখার পরিকল্পনা করেছিল চেম্বার অফ ট্রেডার্স। পরে প্রশাসনের সঙ্গে বৈঠকের পরে তারা সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসে। ফলে সবজির বাজারে নতুন করে ভিড় জমতে শুরু করেছে। অন্যান্য দিনের মতো খোলা ছিল মুদিখানা ও মিষ্টির দোকানও। ফলে অন্যান্য দিনের চেয়ে রাস্তায় মানুষের ভিড় বেড়েছে।
এদিকে জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, লকডাউনে ছাড়পত্র সংক্রান্ত কোন নির্দেশিকা তাদের কাছে আসেনি। ফলে লকডাউন মেনে চলার জন্য জেলা প্রশাসনের পক্ষে নির্দেশ দেওয়া হয়েছে।