বর্ধমান, 27 জুন : সোমবার পূর্ব বর্ধমান সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee visits Burdwan)। বর্ধমানের গোদার মাঠ থেকে রাজ্যের 89 লক্ষ কৃষকের অ্যাকাউন্টে টাকা পাঠাবেন মুখ্যমন্ত্রী ৷ বাংলায় কৃষিভিত্তিক প্রকল্প 'কৃষকবন্ধু'-র আওতায় থাকা কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা পাঠাবেন মুখ্য়মন্ত্রী (CM Mamata Banerjee to start three day Burdwan tour today) ৷
সোমবার থেকে বুধবার দুই বর্ধমান জেলায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন (Chif Minister Mamata Banerjee Send Money To Farmer Account) মুখ্যমন্ত্রী । এ দিন বর্ধমানে অনুষ্ঠিত সরকারি অনুষ্ঠান থেকে রাজ্যে কৃষকদের অ্যাকাউন্টে চলতি বছর কৃষকবন্ধু প্রকল্পের আর্থিক অনুদানের প্রথম কিস্তির টাকা পাঠাবেন তিনি । এই কর্মসূচি সম্পর্কে মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টা তথা বিধায়ক প্রদীপ মজুমদার জানিয়েছেন, এ বার প্রায় 89 লক্ষ কৃষক আর্থিক অনুদান পাচ্ছেন । কৃষকবন্ধু প্রাপকদের সংখ্যা ক্রমেই বাড়ছে । গত বছরের দ্বিতীয় কিস্তির টাকা পেয়েছিলেন প্রায় 77 লক্ষ কৃষক । অর্থাৎ, প্রাপকের সংখ্যা এ বার প্রায় 12 লক্ষ বৃদ্ধি হয়েছে ।
আরও পড়ুন : তিনদিনের সফরে সোমবার বর্ধমানে আসছেন মুখ্যমন্ত্রী, প্রস্তুতি পরিদর্শনে জেলাশাসক
উল্লেখ্য, বছরে দু’বার কৃষকবন্ধু প্রকল্পের টাকা পান রাজ্যের কৃষকরা । খারিফ ও রবি চাষের আগে টাকা দেওয়া হয় । বছরে ন্যূনতম 4 হাজার থেকে সর্বোচ্চ 10 হাজার টাকা পর্যন্ত পান কৃষকরা । এক একর বা তার বেশি জমি থাকলে 10 হাজার টাকা পান কৃষকরা । এমনকী সামান্য জমি থাকলেও, মেলে 4 হাজার টাকা । নথিভুক্ত ও অনথিভুক্ত বর্গাদাররাও এই প্রকল্পের সুবিধা পান । শুধু তাই নয়, পরিবারের সদস্যরা যাতে নিজের নামে জমি নথিভুক্ত করে কৃষকবন্ধুর টাকা পেতে পারেন, তার জন্য মিউটেশন বিনা খরচে করে দেওয়া হয় । এই কারণে প্রাপকের সংখ্যা বেড়েই চলেছে বলে মনে করছে প্রশাসন ৷