বর্ধমান, 4 ডিসেম্বর : দুয়ারে সরকার কর্মসূচি ঘিরে বর্ধমান শহরে প্রকাশ্যে চলে এল তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব । আজ প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তৃণমূল নেতা । এই ঘটনায় বেশ কয়েকজন জখম হয়েছেন বলে জানা গিয়েছে । এদিকে এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেওয়ার অভিযোগ তুলে থানা ঘেরাও করেন তৃণমূল নেতার অনুগামীরা ।
বর্ধমান পৌরসভা এলাকার 6 নম্বর ওয়ার্ডে দুয়ারে সরকার কর্মসূচির অঙ্গ হিসেবে স্বাস্থ্যসাথী কার্ড দেওয়ার কাজ শুরু হয় । অভিযোগ, সেই সময় তৃণমূল নেতা শিবশংকর ঘোষ সেই কার্ড করতে গেলে তাঁকে মারধর করে ওই ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর মহম্মদ সেলিম ও তাঁর অনুগামীরা । এর প্রতিবাদে সরব হন তৃণমূল নেতা খোকন দাসের অনুগামীরা ।
এই ঘটনার প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েন শিবশংকরের অনুগামীরা । তাঁদের অভিযোগ, মহম্মদ সেলিম এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছে । এর বিরুদ্ধে পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না । অন্যদিকে মহম্মদ সেলিম অভিযোগ অস্বীকার করে বলেন, "সরকারি কাজে বাধা দেওয়ার চেষ্টা করছিলেন শিবশংকর ঘোষ । সেই সময় তাঁরা সাধারণ মানুষের উপর চড়াও হলে সাধারণ মানুষ তাঁকে মারধর করে ।"
এদিকে এই ঘটনায় প্রাক্তন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর মহম্মদ সেলিমকে গ্রেপ্তারের দাবিতে সরব হয় তৃণমূল নেতৃত্ব । কিন্তু, পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি এই অভিযোগ তুলে বর্ধমান থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা ।