ETV Bharat / city

ভাতারে নকল ফর্ম বিক্রির অভিযোগ, গ্রেপ্তার 1 - সরকারি প্রকল্পের টাকা

পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের সাহেবগঞ্জ দু'নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা মহম্মদ রফি সরকারি প্রকল্পের টাকা পাইয়ে দেওয়ার নামে নকল ফর্ম বিক্রি করছিলেন বলে অভিযোগ । তাকে বুধবার রাতে গ্রেপ্তার করা হয় ।

fake form
নকল ফর্ম
author img

By

Published : Apr 16, 2020, 11:58 PM IST

বর্ধমান,16 এপ্রিল : সরকারি প্রকল্পের টাকা পাইয়ে দেওয়ার নামে নকল ফর্ম বিক্রি করার অভিযোগে একজনকে গ্রেপ্তার করল পুলিশ । পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকের সাহেবগঞ্জ দু'নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা মহম্মদ রফি সরকারি প্রকল্পের টাকা পাইয়ে দেবে বলে নকল ফর্ম বিক্রি করছিলেন বলে অভিযোগ ।

বুধবার রাতে ঘোলদা গ্রাম থেকে রফিকে গ্রেপ্তার করে পুলিশ । সাহেবগঞ্জ দু'নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান বিজয়কৃষ্ণ ঘোষ থানায় এই বিষয়ে লিখিত অভিযোগ জানান ।

পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় আরও কারা জড়িত রয়েছে তা জানতে তদন্ত শুরু করা হয়েছে । পাশাপাশি কতজনকে ওই ফর্ম বিক্রি করা হয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে ।

রফিকে আজ আদালতে তোলা হলে বিচারক 11 দিনের জেল হেপাজতের নির্দেশ দেন ।

বর্ধমান,16 এপ্রিল : সরকারি প্রকল্পের টাকা পাইয়ে দেওয়ার নামে নকল ফর্ম বিক্রি করার অভিযোগে একজনকে গ্রেপ্তার করল পুলিশ । পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকের সাহেবগঞ্জ দু'নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা মহম্মদ রফি সরকারি প্রকল্পের টাকা পাইয়ে দেবে বলে নকল ফর্ম বিক্রি করছিলেন বলে অভিযোগ ।

বুধবার রাতে ঘোলদা গ্রাম থেকে রফিকে গ্রেপ্তার করে পুলিশ । সাহেবগঞ্জ দু'নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান বিজয়কৃষ্ণ ঘোষ থানায় এই বিষয়ে লিখিত অভিযোগ জানান ।

পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় আরও কারা জড়িত রয়েছে তা জানতে তদন্ত শুরু করা হয়েছে । পাশাপাশি কতজনকে ওই ফর্ম বিক্রি করা হয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে ।

রফিকে আজ আদালতে তোলা হলে বিচারক 11 দিনের জেল হেপাজতের নির্দেশ দেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.