কালনা, 24 সেপ্টেম্বর: শিশু পর্ন-কাণ্ডের তদন্তে নামল সিবিআই । শনিবার পূর্ব বর্ধমানের নাদনঘাটের মোল্লারবিল গ্রামে সিবিআইয়ের চারজনের প্রতিনিধি দল আসে । তাঁরা এদিন দীপ কুমার বিশ্বাস নামে এক কলেজ ছাত্রের বাড়িতে অভিযান চালায় (CBI raids accused students home)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি দেশের বিভিন্ন অংশে শিশু পর্নগ্রাফি নিয়ে বেশ কিছু অভিযোগ উঠেছে । সেই ঘটনার তদন্তে নেমে এদিন নাদনঘাট এলাকায় অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । সেখানে দীপ বিশ্বাস নামে এক কলেজ ছাত্রের বাড়িতে তদন্তে আসে তদন্তকারী আধিকারিকরা । প্রায় ঘন্টাপাঁচেক ধরে তাঁর ঘরে তল্লাশি চালানো হয় । তাঁর ল্যাপটপ, মোবাইল ফোন সবকিছুই খতিয়ে দেখে ল্যাপটপের হার্ডডিস্ক ও মোবাইল ফোন বাজেয়াপ্ত করে নিয়ে যান তদন্তকারীরা ।
আরও পড়ুন: শিশুদের ডেটা সুরক্ষার স্বার্থে পর্ন সাইটকে চিলড্রেন কোডে অন্তর্ভুক্ত করল ব্রিটেন
এদিন দীপ কুমার বিশ্বাস বলেন, "আমি নবদ্বীপ বিদ্যাসাগর কলেজে বিএ প্রথম বর্ষের ছাত্র । হঠাৎ করে বাড়িতে এসে সিবিআই পরিচয় দিয়ে ঘরে সার্চ করতে শুরু করে । ল্যাপটপের হার্ডডিস্ক ও মোবাইল বাজেয়াপ্ত করে নিয়ে যায় ।" দীপ বিশ্বাসের বাবা দিলীপ বিশ্বাস বলেন, "আমাকে জিজ্ঞাসা করে ছেলে কী করে । আমি জানাই ছেলে কলেজে পড়ে । এরপর ঘরের ভিতরে ল্যাপটপ-সহ অন্যান্য জিনিস সার্চ করে । ল্যাপটপ ও মোবাইল বাজেয়াপ্ত করে নিয়ে যায় ।"