ETV Bharat / city

বর্ধমান মেডিকেলকে জীবাণুমুক্ত করল দমকল বিভাগ - বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল

জীবাণুমুক্ত করা হল অনাময় হাসপাতাল ও বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালকে। কোরোনার সংক্রমণ রুখতে জীবাণুনাশক স্প্রে ছড়ানো হয়েছে । কোরোনা মোকাবিলায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চল্লিশ বেডের আইসোলেশন সেন্টার করা হয়েছিল। যদিও সেটা সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।

disinfected
বর্ধমান মেডিকেল
author img

By

Published : Apr 1, 2020, 9:17 PM IST

বর্ধমান,1এপ্রিল : জীবাণুনাশক স্প্রে দিয়ে জীবাণুমুক্ত করা হল অনাময় হাসপাতাল ও বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালকে। বুধবার ফায়ার ব্রিগেড থেকে মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন অংশে জীবাণুনাশক স্প্রে ছড়ানো হয়।


হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, কোরোনার সংক্রমণ রুখতে জীবাণুনাশক স্প্রে ছড়ানো হয়েছে । ইতিমধ্যেই হাসপাতালের তরফ থেকে ভাইরাসের সংক্রমণ রোখার জন্য সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পূর্ব বর্ধমান জেলা ছাড়াও ভিন জেলার মানুষজন চিকিৎসার জন্য আসে। কোরোনা মোকাবিলায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে 40 শয্যার আইসোলেশন সেন্টার করা হয়েছিল। যদিও সেটা সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।
ফায়ার ব্রিগেড সূত্রে জানা গিয়েছে এ দিন অনাময় হাসপাতাল এবং বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে জীবাণুনাশক স্প্রে দিয়ে জীবাণুমুক্ত করা হয়েছে ৷

বর্ধমান,1এপ্রিল : জীবাণুনাশক স্প্রে দিয়ে জীবাণুমুক্ত করা হল অনাময় হাসপাতাল ও বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালকে। বুধবার ফায়ার ব্রিগেড থেকে মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন অংশে জীবাণুনাশক স্প্রে ছড়ানো হয়।


হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, কোরোনার সংক্রমণ রুখতে জীবাণুনাশক স্প্রে ছড়ানো হয়েছে । ইতিমধ্যেই হাসপাতালের তরফ থেকে ভাইরাসের সংক্রমণ রোখার জন্য সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পূর্ব বর্ধমান জেলা ছাড়াও ভিন জেলার মানুষজন চিকিৎসার জন্য আসে। কোরোনা মোকাবিলায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে 40 শয্যার আইসোলেশন সেন্টার করা হয়েছিল। যদিও সেটা সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।
ফায়ার ব্রিগেড সূত্রে জানা গিয়েছে এ দিন অনাময় হাসপাতাল এবং বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে জীবাণুনাশক স্প্রে দিয়ে জীবাণুমুক্ত করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.