ETV Bharat / city

BJP Worker Arrested in Burdwan : হাতে পিস্তল, ব্যাকগ্রাউন্ডে 'খেলা হবে' ! বর্ধমানে গ্রেফতার বিজেপি কর্মী - BJP Worker Arrested in Burdwan

হাতে পিস্তল নিয়ে এক ভিডিয়ো ভাইরাল হতেই নড়েচড়ে বসল বর্ধমান থানার পুলিশ (BJP Worker Arrested in Burdwan)। ঘটনায় শেখ টগর নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ ৷ তিনি বর্ধমান পৌরসভার 19 নং ওয়ার্ডে বিজেপির প্রার্থী ছিলেন ।

BJP Worker Arrest In Burdwan
হাতে রিভালবার নিয়ে ভিডিও ভাইরাল বিজেপির কর্মীর
author img

By

Published : Apr 11, 2022, 7:48 AM IST

বর্ধমান, 11 এপ্রিল : মুখে সাদা কাপড় বেঁধে হাতে রিভালবার নিয়ে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছেন এক ব্যক্তি (Viral Video of man flaunting Gun)। সেইসঙ্গে বাজছে খেলা হবে গান । এই ভিডিয়ো ভাইরাল হতেই নড়েচড়ে বসে বর্ধমান থানার পুলিশ (BJP Worker Arrested in Burdwan)। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত । এরপরেই পুলিশ শেখ টগর নামে এই ব্যক্তিকে গ্রেফতার করে ৷ তিনি পৌরনির্বাচনে বিজেপির প্রার্থী ছিলেন বলে জানা গিয়েছে ।

গোপন সূত্রে খবর পেয়ে আগ্নেয়াস্ত্র-সহ এই ব্যক্তিকে গ্রেফতার করে বর্ধমান থানার পুলিশ । গোলাপবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ধৃত ব্যক্তি 19 নং ওয়ার্ডের সাহাচেতন এলাকার বাসিন্দা। তাঁর কাছ থেকে একটি ওয়ান শটার বন্দুক ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ । ধৃতকে বর্ধমান আদালতে তোলা হলে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত । তবে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করে বলা হয়েছে, তাঁদের দলের কর্মীকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে ।

আরও পড়ুন : প্রচন্ড গরমে স্কুলে অসুস্থ হয়ে পড়ল 12 জন ছাত্রছাত্রী

তৃণমূল কংগ্রেসের বর্ধমান জেলা মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, "যাকে গ্রেফতার করা হয়েছে তিনি বর্ধমান পৌরসভার 19 নং ওয়ার্ডে বিজেপির প্রার্থী ছিলেন । তার কাছে বেআইনি অস্ত্র পাওয়া গিয়েছে । পুলিশ জানতে পেরেছিল সে অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছে । এরকম দুষ্কৃতীতে বিজেপি দলটা ভরে গিয়েছে। এরকম অনেক বিজেপির কর্মী আছে যাদের কাছে অস্ত্র আছে । খেলা হবে গানের সঙ্গে সে মুখে কাপড় বেঁধে রিভালবার নিয়ে ঘুরে বেড়াচ্ছে । যাতে মানুষের মনে হয় সে তৃণমূলের কর্মী । ফলে তৃণমূল কংগ্রেসের বদনাম হবে । এরকম দুষ্কৃতীদের শাস্তি দেওয়া উচিত ।"

বর্ধমান, 11 এপ্রিল : মুখে সাদা কাপড় বেঁধে হাতে রিভালবার নিয়ে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছেন এক ব্যক্তি (Viral Video of man flaunting Gun)। সেইসঙ্গে বাজছে খেলা হবে গান । এই ভিডিয়ো ভাইরাল হতেই নড়েচড়ে বসে বর্ধমান থানার পুলিশ (BJP Worker Arrested in Burdwan)। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত । এরপরেই পুলিশ শেখ টগর নামে এই ব্যক্তিকে গ্রেফতার করে ৷ তিনি পৌরনির্বাচনে বিজেপির প্রার্থী ছিলেন বলে জানা গিয়েছে ।

গোপন সূত্রে খবর পেয়ে আগ্নেয়াস্ত্র-সহ এই ব্যক্তিকে গ্রেফতার করে বর্ধমান থানার পুলিশ । গোলাপবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ধৃত ব্যক্তি 19 নং ওয়ার্ডের সাহাচেতন এলাকার বাসিন্দা। তাঁর কাছ থেকে একটি ওয়ান শটার বন্দুক ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ । ধৃতকে বর্ধমান আদালতে তোলা হলে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত । তবে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করে বলা হয়েছে, তাঁদের দলের কর্মীকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে ।

আরও পড়ুন : প্রচন্ড গরমে স্কুলে অসুস্থ হয়ে পড়ল 12 জন ছাত্রছাত্রী

তৃণমূল কংগ্রেসের বর্ধমান জেলা মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, "যাকে গ্রেফতার করা হয়েছে তিনি বর্ধমান পৌরসভার 19 নং ওয়ার্ডে বিজেপির প্রার্থী ছিলেন । তার কাছে বেআইনি অস্ত্র পাওয়া গিয়েছে । পুলিশ জানতে পেরেছিল সে অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছে । এরকম দুষ্কৃতীতে বিজেপি দলটা ভরে গিয়েছে। এরকম অনেক বিজেপির কর্মী আছে যাদের কাছে অস্ত্র আছে । খেলা হবে গানের সঙ্গে সে মুখে কাপড় বেঁধে রিভালবার নিয়ে ঘুরে বেড়াচ্ছে । যাতে মানুষের মনে হয় সে তৃণমূলের কর্মী । ফলে তৃণমূল কংগ্রেসের বদনাম হবে । এরকম দুষ্কৃতীদের শাস্তি দেওয়া উচিত ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.