বর্ধমান, 19 সেপ্টেম্বর : মন্ত্রিত্ব খুইয়ে রাজনীতি ছাড়তে চেয়েছিলেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo) ৷ যদিও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে এই সিদ্ধান্ত থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছিলেন বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মণ্ডল (Sunil Kumar Mandal ) ৷ তিনি বলেছেন, "বাবুল সুপ্রিয়কে আমিই রাজনীতি না ছাড়ার পরামর্শ দিয়েছিলাম । তাই বাবুল তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ায় ভালোই হয়েছে (Babul Supriyo Joins TMC) ৷"
বর্ধমান পূর্বের সাংসদ বলেন, "বাবুল তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ায় খুব ভাল হয়েছে । আমি বাবুল সুপ্রিয়কে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি । এখন তাঁর বয়স অল্প । রাজনৈতিক ক্যারিয়ার এখনও অনেক দিন থাকবে । বাবুল ভাল মনের মানুষ ৷ আমাদের সঙ্গে একসঙ্গে কাজ করতেন । আসলে বিজেপিকে সাংগঠনিক দল বলা হয় অথচ সেখানে মানুষের বিশ্বাসযোগ্যতা নেই । একটা অসাংগঠনিক ব্যক্তিত্বের হাতে সাংগঠনিক দায়িত্ব দিয়ে দিয়েছে । সেটা যদিও তাঁদের দলের ব্যাপার, আমাদের কিছু বলার নেই । তবে একজন ব্যক্তির কারণে অনেকেই তৃণমূলে চলে আসবেন । তাঁর নাম আমার মুখে আনতে আমার ঘৃণা বোধ হয় । এরপরও আমাদের সঙ্গে তৃণমূলের আসার জন্য অনেকেই আগ বাড়িয়ে আছে । শুধু সময়ের অপেক্ষা ।"
তিনি আরও বলেন, "কিছু দিন আগে বাবুল যখন বলেছিল, রাজনীতি ছেড়ে দেব, আমি তখন তাঁকে আশ্বাস দিয়ে বলেছিলাম, তোমার অল্প বয়স রাজনীতি ছাড়বে কেন ? তুমি আমাদের সঙ্গে এসো কাজ করো ।" তিনি কবে বিজেপি থেকে ফের তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন ? এই প্রশ্নের উত্তরে সুনীল মণ্ডল বলেন, "আমি তো তৃণমূলেই ছিলাম, তৃণমূলেই আছি । নতুন করে যোগ দেওয়ার তো কোনও প্রশ্ন নেই ।"
আরও পড়ুন : Abhishek Banerjee : সবে তো খেলা শুরু, চমকের অনেক বাকি ; বললেন অভিষেক