ETV Bharat / city

Body Recover: বার ডান্সারের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য বর্ধমানে - বর্ধমানে দেহ উদ্ধার

বর্ধমানে উদ্ধার ভিন রাজ্যে বাসিন্দার দেহ (Body Recover) ৷ বর্ধমানের একটি বারে ডান্সার ছিলেন তিনি ৷ খাগড়াগড় এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন ৷ সেখান থেকে উদ্ধার হয়েছে ওই বার ডান্সার রিয়া চৌহানের দেহ ৷

ETV Bharat
Body Recover
author img

By

Published : Oct 14, 2022, 10:44 PM IST

বর্ধমান, 14 অক্টোবর : বার ডান্সারের দেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো বর্ধমানের খাগড়াগড় এলাকায় (Body Recover)। মৃতের নাম রিয়া চৌহান (27)। কীভাবে ওই বার ডান্সারের মৃত্যু হয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে বর্ধমান পুলিশ। বৃহস্পতিবার খাগড়াগড়ের একটি বাড়ি থেকে ওই বার ডান্সারের দেহ উদ্ধার হয়েছে ৷ ওই বাড়িতেই ভাড়া থাকতেন মৃত রিয়া ৷

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, রিয়া চৌহান দিল্লির বাসিন্দা । বেশ কয়েকবছর আগে বর্ধমানের খাগড়াগড় এলাকায় একটা বাড়িতে তিনি ভাড়া থাকতেন। ওই বাড়িতে আরও একজন বার ডান্সার ভাড়া থাকেন । তবে তাঁরা দু‘জন আলাদা আলাদা ঘরে থাকতেন। বৃহস্পতিবার রিয়ার ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ওই যুবতী আত্মঘাতী হয়েছে। তবে কী কারণে এই ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন: অয়নের দেহ উদ্ধারের তথ্য কেন নজর এড়িয়ে গেল, অভ্যন্তরীণ তদন্ত লালবাজারের

মৃতের মোবাইল ফোনটি উদ্ধার করেছে পুলিশ। খবর দেওয়া হয়েছে তার দিল্লির বাড়িতেও। মোবাইলে বিভিন্ন চ্যাট, কল লিস্ট খতিয়ে দেখছে পুলিশ। এছাড়া তার পরিচিত সহকর্মীদের সঙ্গে পুলিশ কথা বলে মৃত্যুর কারণ খোঁজার চেষ্টা করছে। জানা গিয়েছে, ওই বার ডান্সার এলাকার মানুষজনের সঙ্গে মিশতেন না ৷ গাড়ি করেই তিনি কাজে যাতায়াত করতেন। কিছুদিন আগে তিনি দিল্লি গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পরে তার পারিবারিক অশান্তির কথা সহকর্মীদের বলেছিলেন। তবে তিনি আত্মঘাতী হয়েছেন নাকি, অন্য কোনও রহস্য আছে তা খতিয়ে দেখছে পুলিশ।

বর্ধমান, 14 অক্টোবর : বার ডান্সারের দেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো বর্ধমানের খাগড়াগড় এলাকায় (Body Recover)। মৃতের নাম রিয়া চৌহান (27)। কীভাবে ওই বার ডান্সারের মৃত্যু হয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে বর্ধমান পুলিশ। বৃহস্পতিবার খাগড়াগড়ের একটি বাড়ি থেকে ওই বার ডান্সারের দেহ উদ্ধার হয়েছে ৷ ওই বাড়িতেই ভাড়া থাকতেন মৃত রিয়া ৷

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, রিয়া চৌহান দিল্লির বাসিন্দা । বেশ কয়েকবছর আগে বর্ধমানের খাগড়াগড় এলাকায় একটা বাড়িতে তিনি ভাড়া থাকতেন। ওই বাড়িতে আরও একজন বার ডান্সার ভাড়া থাকেন । তবে তাঁরা দু‘জন আলাদা আলাদা ঘরে থাকতেন। বৃহস্পতিবার রিয়ার ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ওই যুবতী আত্মঘাতী হয়েছে। তবে কী কারণে এই ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন: অয়নের দেহ উদ্ধারের তথ্য কেন নজর এড়িয়ে গেল, অভ্যন্তরীণ তদন্ত লালবাজারের

মৃতের মোবাইল ফোনটি উদ্ধার করেছে পুলিশ। খবর দেওয়া হয়েছে তার দিল্লির বাড়িতেও। মোবাইলে বিভিন্ন চ্যাট, কল লিস্ট খতিয়ে দেখছে পুলিশ। এছাড়া তার পরিচিত সহকর্মীদের সঙ্গে পুলিশ কথা বলে মৃত্যুর কারণ খোঁজার চেষ্টা করছে। জানা গিয়েছে, ওই বার ডান্সার এলাকার মানুষজনের সঙ্গে মিশতেন না ৷ গাড়ি করেই তিনি কাজে যাতায়াত করতেন। কিছুদিন আগে তিনি দিল্লি গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পরে তার পারিবারিক অশান্তির কথা সহকর্মীদের বলেছিলেন। তবে তিনি আত্মঘাতী হয়েছেন নাকি, অন্য কোনও রহস্য আছে তা খতিয়ে দেখছে পুলিশ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.