ETV Bharat / city

মমতার হিটলারি মনোভাব, ভাইপোর জন্য সব কিছু করতে পারেন : সৌমিত্র - nephew

তাঁর বিরুদ্ধে তৃণমূল উদ্দেশ্যপ্রণোদিত ভাবে অভিযোগ এনেছে। বললেন সৌমিত্র খাঁ। মমতা ব্যানার্জিকেও কটাক্ষ করেন তিনি। বলেন, "ভাইপোর জন্য উনি সবকিছু করতে পারেন।"

সৌমিত্র খাঁ
author img

By

Published : Apr 7, 2019, 1:45 AM IST

Updated : Apr 7, 2019, 7:54 AM IST

বর্ধমান, 7 এপ্রিল : "মমতা ব্যানার্জির হিটলারি মনোভাব, ভাইপোর জন্য সবকিছু করতে পারেন।" গতকাল ইটিভি ভারতের মুখোমুখি হয়ে একথা বললেন সৌমিত্র খাঁ। তৃণমূল ছেড়ে BJP-তে যোগদানের পরই বিষ্ণুপুর কেন্দ্রে তাঁকে প্রার্থী করেছে BJP। তবে তৃণমূলের আনা একাধিক অভিযোগের জেরে আপাতত বিষ্ণুপুরে প্রচারে নামতে পারছেন না তিনি। এর পরিপ্রেক্ষিতে তিনি বলেন, "আমার সাথে 8 তারিখ ঝগড়া হয়। এরপর আমি 9 তারিখ BJP-তে যোগ দিই। আর 10 তারিখই আমার নামে কেস তৈরি হয়। এটা খুব স্বাভাবিক। আপনি তৃণমূল কংগ্রেস ছাড়ছেন আপনার বিরুদ্ধে কেস হচ্ছে।"

এবিষয়ে ভারতী ঘোষের উদাহরণ টেনে সৌমিত্র বলেন, "ভারতী ঘোষ যখন মা বলতেন তখন ছিল মা-মেয়ের সম্পর্ক। আর যখন মাকে বলেছে আপনি ভুল কাজ করছেন তখনই হয়ে গেছে চোর। মমতা ব্যানার্জির স্বভাবই এরকম। কাজের সময় কাজি আর কাজ ফুরোলেই পাজি।" তিনি আরও বলেন, "একটা বিষয় পরিষ্কার যে মমতা ব্যানার্জি ভাইপোর জন্য সবকিছু করতে পারেন। ধর্মের কল বাতাসে নড়ে। সময় এলে সবাই দেখতে পাবে।"

বর্ধমান, 7 এপ্রিল : "মমতা ব্যানার্জির হিটলারি মনোভাব, ভাইপোর জন্য সবকিছু করতে পারেন।" গতকাল ইটিভি ভারতের মুখোমুখি হয়ে একথা বললেন সৌমিত্র খাঁ। তৃণমূল ছেড়ে BJP-তে যোগদানের পরই বিষ্ণুপুর কেন্দ্রে তাঁকে প্রার্থী করেছে BJP। তবে তৃণমূলের আনা একাধিক অভিযোগের জেরে আপাতত বিষ্ণুপুরে প্রচারে নামতে পারছেন না তিনি। এর পরিপ্রেক্ষিতে তিনি বলেন, "আমার সাথে 8 তারিখ ঝগড়া হয়। এরপর আমি 9 তারিখ BJP-তে যোগ দিই। আর 10 তারিখই আমার নামে কেস তৈরি হয়। এটা খুব স্বাভাবিক। আপনি তৃণমূল কংগ্রেস ছাড়ছেন আপনার বিরুদ্ধে কেস হচ্ছে।"

এবিষয়ে ভারতী ঘোষের উদাহরণ টেনে সৌমিত্র বলেন, "ভারতী ঘোষ যখন মা বলতেন তখন ছিল মা-মেয়ের সম্পর্ক। আর যখন মাকে বলেছে আপনি ভুল কাজ করছেন তখনই হয়ে গেছে চোর। মমতা ব্যানার্জির স্বভাবই এরকম। কাজের সময় কাজি আর কাজ ফুরোলেই পাজি।" তিনি আরও বলেন, "একটা বিষয় পরিষ্কার যে মমতা ব্যানার্জি ভাইপোর জন্য সবকিছু করতে পারেন। ধর্মের কল বাতাসে নড়ে। সময় এলে সবাই দেখতে পাবে।"

Intro:*Exclusive*

মমতার হিটলারি মনোভাব, তিনি ভাইপোর জন্য সব কিছু করতে পারেন বললেন সৌমিত্র খাঁ

পুলক যশ, বর্ধমান

ভারতী ঘোষ যখন মমতাকে মা বলতেন তখন ছিল মা মেয়ের সম্পর্ক আর যখনই তিনি মমতাকে বলেন যে উনি ভুল কাজ করছেন তখনই ভারতী ঘোষ হয়ে গেলেন খারাপ, চোর। আসলে মমতা ব্যানার্জির হচ্ছে হিটলারি মনোভাব এইভাবেই মমতা ব্যানার্জীকে একহাত নিলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ।

তিনি বলেন, তৃণমূলের সঙ্গে মনোমালিন্যের জেরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পরের দিনেই আমার বিরুদ্ধে মামলা তৈরি হয়।এটা জলের মতো পরিস্কার তৃণমূল কংগ্রেস ছাড়লেই তার বিরুদ্ধে কেস তৈরি করা হবে।ভারতী ঘোষ যখন মমতা ব্যানার্জিকে মা বলতেন তখন ছিল মা মেয়ের সম্পর্ক। আর তিনি ভুল ধরাতেই তাকে চোর বানিয়ে দেওয়া হল। আসলে মমতা ব্যানার্জির আছে হিটলারি মনোভাব। কাজের সময় কাজি, কাজ ফুরোলেই পাজি। একটা বিষয় পরিস্কার যে মমতা ব্যানার্জি ভাইপোর জন্য সব কিছু করতে পারেন। একদিন মানুষ সব বুঝতে পারবেন।Body:ExclusiveConclusion:মমতা হিটলার
Last Updated : Apr 7, 2019, 7:54 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.