বর্ধমান, 7 এপ্রিল : "মমতা ব্যানার্জির হিটলারি মনোভাব, ভাইপোর জন্য সবকিছু করতে পারেন।" গতকাল ইটিভি ভারতের মুখোমুখি হয়ে একথা বললেন সৌমিত্র খাঁ। তৃণমূল ছেড়ে BJP-তে যোগদানের পরই বিষ্ণুপুর কেন্দ্রে তাঁকে প্রার্থী করেছে BJP। তবে তৃণমূলের আনা একাধিক অভিযোগের জেরে আপাতত বিষ্ণুপুরে প্রচারে নামতে পারছেন না তিনি। এর পরিপ্রেক্ষিতে তিনি বলেন, "আমার সাথে 8 তারিখ ঝগড়া হয়। এরপর আমি 9 তারিখ BJP-তে যোগ দিই। আর 10 তারিখই আমার নামে কেস তৈরি হয়। এটা খুব স্বাভাবিক। আপনি তৃণমূল কংগ্রেস ছাড়ছেন আপনার বিরুদ্ধে কেস হচ্ছে।"
এবিষয়ে ভারতী ঘোষের উদাহরণ টেনে সৌমিত্র বলেন, "ভারতী ঘোষ যখন মা বলতেন তখন ছিল মা-মেয়ের সম্পর্ক। আর যখন মাকে বলেছে আপনি ভুল কাজ করছেন তখনই হয়ে গেছে চোর। মমতা ব্যানার্জির স্বভাবই এরকম। কাজের সময় কাজি আর কাজ ফুরোলেই পাজি।" তিনি আরও বলেন, "একটা বিষয় পরিষ্কার যে মমতা ব্যানার্জি ভাইপোর জন্য সবকিছু করতে পারেন। ধর্মের কল বাতাসে নড়ে। সময় এলে সবাই দেখতে পাবে।"