ETV Bharat / city

তৃণমূল নেতার বাড়িতে বোমা মারার অভিযোগ - Trinamool leader house

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা আবার প্রকাশ্যে এল ৷ এবার তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদের সদস্য নুরুল হাসানের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করার অভিযোগ উঠল দলেরই দু'জনের বিরুদ্ধে ৷

bombing
তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব
author img

By

Published : Nov 21, 2020, 8:52 AM IST

বর্ধমান, 21 নভেম্বর : তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তেজনা ছড়াল বর্ধমান 1 ব্লকের ভোতার পাড় এলাকা। সেখানে তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদের সদস্য নুরুল হাসানের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করার অভিযোগ উঠল। বিষয়টি নিয়ে বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেছেন নুরুল হাসান।


শুক্রবার বর্ধমান থানায় তিনি তৃণমূল কংগ্রেসের বর্ধমান 1 নন্বর ব্লকের নেত্রী কাকলি গুপ্ত, তৃণমূল নেতা মানস ভট্টাচার্যসহ মোট তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। নুরুল হাসানের অভিযোগ, তাঁর বাড়ি লক্ষ্য করে বোমা মারা হয়েছে। তাঁর স্ত্রী ও মেয়ে অল্পের জন্য রক্ষা পেয়েছেন।

খবর পেয়ে ঘটনাস্থানে যান বর্ধমান থানার IC পিন্টু সাহা। নুরুল হাসানের আরও অভিযোগ, ডাঙাপাড়া এলাকায় বৃহস্পতিবার সন্ধে নাগাদ কাকলি গুপ্ত, মানস ভট্টাচার্য বৈঠক করেছিলেন। সেখানেই তাঁকে মেরে ফেলার পরিকল্পনা করা হয়। বিষয়টি নিয়ে তিনি বৃহস্পতিবার রাতেই থানায় লিখিতভাবে জানিয়েছিলেন। এরপরেই বোমাবাজির ঘটনা ঘটে।


অন্যদিকে কাকলি গুপ্ত বলেন, তাদের কেউ ঘটনার সঙ্গে যুক্ত নয়। তাঁর বিরুদ্ধে বারবার মিথ্যা অভিযোগ করা হচ্ছে।

বর্ধমান, 21 নভেম্বর : তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তেজনা ছড়াল বর্ধমান 1 ব্লকের ভোতার পাড় এলাকা। সেখানে তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদের সদস্য নুরুল হাসানের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করার অভিযোগ উঠল। বিষয়টি নিয়ে বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেছেন নুরুল হাসান।


শুক্রবার বর্ধমান থানায় তিনি তৃণমূল কংগ্রেসের বর্ধমান 1 নন্বর ব্লকের নেত্রী কাকলি গুপ্ত, তৃণমূল নেতা মানস ভট্টাচার্যসহ মোট তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। নুরুল হাসানের অভিযোগ, তাঁর বাড়ি লক্ষ্য করে বোমা মারা হয়েছে। তাঁর স্ত্রী ও মেয়ে অল্পের জন্য রক্ষা পেয়েছেন।

খবর পেয়ে ঘটনাস্থানে যান বর্ধমান থানার IC পিন্টু সাহা। নুরুল হাসানের আরও অভিযোগ, ডাঙাপাড়া এলাকায় বৃহস্পতিবার সন্ধে নাগাদ কাকলি গুপ্ত, মানস ভট্টাচার্য বৈঠক করেছিলেন। সেখানেই তাঁকে মেরে ফেলার পরিকল্পনা করা হয়। বিষয়টি নিয়ে তিনি বৃহস্পতিবার রাতেই থানায় লিখিতভাবে জানিয়েছিলেন। এরপরেই বোমাবাজির ঘটনা ঘটে।


অন্যদিকে কাকলি গুপ্ত বলেন, তাদের কেউ ঘটনার সঙ্গে যুক্ত নয়। তাঁর বিরুদ্ধে বারবার মিথ্যা অভিযোগ করা হচ্ছে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.