ETV Bharat / city

সুদীপ্ত সেনের স্বাক্ষরিত চেক বাউন্স, সারদা কর্তার বিরুদ্ধে আদালতে চিত্র সাংবাদিক - allegation

চেক বাউন্সের অভিযোগে সুদীপ্ত সেনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের সারদায় কাজ করা এক চিত্র সাংবাদিকের।

সুদীপ্ত সেন
author img

By

Published : Feb 22, 2019, 9:31 AM IST

বর্ধমান, ২২ ফেব্রুয়ারি : সারদা সংস্থার সংবাদপত্রে কাজ করা এক চিত্র সাংবাদিকের চেক বাউন্সের অভিযোগে সারদা কর্তা সুদীপ্ত সেনকে গতকাল বর্ধমান জেলা আদালতে তোলা হয়। ২০১৩ সালে সঞ্জয় কর্মকার নামে ওই চিত্র সাংবাদিককে সুদীপ্ত সেনের স্বাক্ষরিত ৩৫ হাজার ৮০০ টাকার একটি চেক দেওয়া হয়। কিন্তু সেই চেক বাউন্স করে। সুদীপ্ত সেনকে আইনি নোটিশ পাঠানো হলেও প্রত্যাশিত জবাব মেলেনি। এরপরই ওই চিত্র সাংবাদিক বর্ধমান জেলা আদালতে মামলা করেন।

এই বিষয়ে সঞ্জয় কর্মকার বলেন, "২০১৩ সালে আমাকে সারদার সংবাদপত্রে চাকরির জন্য একটি ৩৫ হাজার ৮০০ টাকার চেক দেওয়া হয়। সেই চেকে সুদীপ্ত সেনের সই ছিল। কিন্তু চেক বাউন্স করে। বিষয়টি নিয়ে সুদীপ্ত সেনকে আইনজীবী মারফত নোটিশ পাঠানো হয়। কিন্তু প্রত্যাশিত জবাব না মেলায় মামলা দায়ের করি।"

আদালতে সুদীপ্ত সেন জানান, সারদার সংবাদপত্রে কারা কাজ করতেন সেই বিষয়ে তিনি কিছুই জানতেন না। এমন কী মামলাকারী সঞ্জয় কর্মকারকেও তিনি চেনেন না। পুরো বিষয়টি দেখতেন সারদার মিডিয়া বিভাগের CEO কুণাল ঘোষ।

বর্ধমান, ২২ ফেব্রুয়ারি : সারদা সংস্থার সংবাদপত্রে কাজ করা এক চিত্র সাংবাদিকের চেক বাউন্সের অভিযোগে সারদা কর্তা সুদীপ্ত সেনকে গতকাল বর্ধমান জেলা আদালতে তোলা হয়। ২০১৩ সালে সঞ্জয় কর্মকার নামে ওই চিত্র সাংবাদিককে সুদীপ্ত সেনের স্বাক্ষরিত ৩৫ হাজার ৮০০ টাকার একটি চেক দেওয়া হয়। কিন্তু সেই চেক বাউন্স করে। সুদীপ্ত সেনকে আইনি নোটিশ পাঠানো হলেও প্রত্যাশিত জবাব মেলেনি। এরপরই ওই চিত্র সাংবাদিক বর্ধমান জেলা আদালতে মামলা করেন।

এই বিষয়ে সঞ্জয় কর্মকার বলেন, "২০১৩ সালে আমাকে সারদার সংবাদপত্রে চাকরির জন্য একটি ৩৫ হাজার ৮০০ টাকার চেক দেওয়া হয়। সেই চেকে সুদীপ্ত সেনের সই ছিল। কিন্তু চেক বাউন্স করে। বিষয়টি নিয়ে সুদীপ্ত সেনকে আইনজীবী মারফত নোটিশ পাঠানো হয়। কিন্তু প্রত্যাশিত জবাব না মেলায় মামলা দায়ের করি।"

আদালতে সুদীপ্ত সেন জানান, সারদার সংবাদপত্রে কারা কাজ করতেন সেই বিষয়ে তিনি কিছুই জানতেন না। এমন কী মামলাকারী সঞ্জয় কর্মকারকেও তিনি চেনেন না। পুরো বিষয়টি দেখতেন সারদার মিডিয়া বিভাগের CEO কুণাল ঘোষ।

Intro:নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে রোগী কিভাবে বাইরে বেরিয়ে গেল তদন্ত করতে কমিটি করল হাসপাতাল কর্তৃপক্ষ

পুলক যশ, বর্ধমান

মাঝেমাঝেই বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রোগী নিখোঁজের অভিযোগ উঠছে। বিষয়টি নিয়ে রীতিমতো উদ্বিগ্ন হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালে নিরাপত্তার ক্ষেত্রে গাফিলতির অভিযোগ তুলেছেন পরিবারের রোগীর পরিবারেরা। রোগী নিখোঁজ হলে তার দায় কিছুটা থেকেই যায় এ কথা অবশ্য স্বীকার করে নিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।


Body:গত রবিবার সকালের দিকে বর্ধমান মেডিকেল কলেজ সংলগ্ন শ্যাম সায়রের জল থেকে এক পোড়া রোগীর দেহ উদ্ধার করে বর্ধমান থানার পুলিশ । পরিচয়হীন ওই ব্যক্তি কে দিন চারেক আগে বর্ধমান রেল পুলিশ বর্ধমান মেডিকেল কলেজে ভর্তি করে দিয়ে যায়। কিন্তু হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে বার তিনেক ওই রোগী বাইরে পালিয়ে যাবার চেষ্টা করলে হাসপাতালের নিরাপত্তারক্ষীরা তাকে ধরে হাসপাতালে নিয়ে আসে।

রবিবার সকালের দিকে সে আবার হাসপাতাল থেকে বেরিয়ে গিয়ে জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়। এর পরে হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। এর আগেও হাসপাতালে রাধারাণী ওয়ার্ড থেকে এক মহিলার মৃতদেহ উধাও হয়ে যায়। বিষয়টি জানিয়ে বর্ধমান থানায় অভিযোগ দায়ের করে হাসপাতাল কর্তৃপক্ষ। পরে সিসিটিভি ফুটেজে দেখা যায় মৃত মহিলার বাড়ির লোক রাতের অন্ধকারে দেহ নিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে। বারবার এই ভাবে রোগী নিখোঁজের অভিযোগ ওঠায় চিন্তিত হাসপাতাল কর্তৃপক্ষ ।


Conclusion:বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে সুপার ডাক্তার উৎপল দাঁ বলেন, বিষয়টি নিয়ে আমরা যে রীতিমতো চিন্তিত। কিভাবে ওই রোগী নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে বাইরে চলে গেল তা খতিয়ে দেখা হচ্ছে। আমরা পুরোপুরি দায় এড়িয়ে যেতে পারি না। নিরাপত্তার ক্ষেত্রে কিছুটা হলেও গাফিলতি আছে। তবে যে হারে হাসপাতালে কয়েকটি বিভাগে রোগীর চাপ বাড়ছে তাতে নিরাপত্তা রক্ষীদেরও চাপ বেড়ে যাচ্ছে। বিশেষ করে ভবঘুরে রোগীদের নিয়ে বেশি সমস্যা। তাদের পরিবারের লোকজন সেখানে থাকে না। সে ক্ষেত্রে সবাইকে আলাদা আলাদা করে নজরদারি করার মতো নিরাপত্তারক্ষী আমাদের কাছে নেই। তবুও যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে সেজন্য ব্যবস্থা নিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। পাশাপাশি ওই রোগী কিভাবে বেরিয়ে গেল, কারো গাফিলতি আছে কিনা তা তদন্তের জন্য কমিটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান হাসপাতাল সুপার।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.