বর্ধমান, 1 এপ্রিল : বর্ধমানের ইদিলপুরের কাছে বালিবাহী ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। স্থানীয়রা পুলিশের গাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখায়। পথ অবরোধ করে।
গতরাতে ইদিলপুরের কাছে এক যুবককে পিছন থেকে ধাক্কা মারে একটি বালিবাহী ট্রাক্টর। যুবকের নাম রঞ্জিত সাউ(২১)। বাড়ি বর্ধমানের রথতলায়। ওই যুবক স্থানীয় একটি বস্তার কারখানায় কাজ করত। গতরাতে বাড়ি ফেরার পথে বালিবাহী ট্রাক্টরটি তাকে পিছন থেকে ধাক্কা মারে। ঘটনাস্থানেই মারা যায় ওই যুবক। স্থানীয়রা ট্রাক্টরটিকে আটক করে। কিন্তু চালক পলাতক। খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় বর্ধমান থানার পুলিশ। কিন্তু ওই যুবকের মৃতদেহ উদ্ধার করতে গেলে স্থানীয়রা বাধা দেয়। পুলিশের গাড়ি ঘিরেও বিক্ষোভ দেখাতে শুরু করে তারা।
স্থানীয়দের অভিযোগ, বহুদিন ধরেই এলাকায় অবৈধভাবে বালি পাচারের কাজ চলছে। সারাদিন ধরেই ট্রাক্টর কিংবা ট্রাকে করে বালি পাচার করা হয় অন্যত্র। যার জেরে রাস্তার বেহাল দশা। ফলে প্রতিদিনই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। এলাকায় ট্র্যাফিক কন্ট্রোল ব্যবস্থা চালু করতে পুলিশের কাছে বারবার আবেদন করা হয়েছে। কিন্তু আজ পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।
ঘটনার পর প্রায় ঘণ্টা দুয়েক স্থানীয়রা পথ অবরোধ করে রাখে। বিক্ষুব্ধ জনতাকে শান্ত করতে এলাকায় ট্র্যাফিক কন্ট্রোলের ব্যবস্থা করা হবে এই আশ্বাস দেয় পুলিশ। আশ্বাস পেয়েই শেষমেশ অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।