ETV Bharat / city

বর্ধমানের পদ্মশ্রীতে একটুকরো নাগাল্যান্ড

উত্তর-পূর্ব ভারতের অন্যতম সেরা ভ্রমণের জায়গা নাগাল্যান্ড । মায়ানমার সীমান্তে অবস্থিত নাগাল্যান্ডে প্রচুর উপজাতি মানুষের ভিড় । তার মধ্যেই রয়েছে নাগা উপজাতি ।

বর্ধমানের পদ্মশ্রীতে একটুকরো নাগাল্যান্ড
author img

By

Published : Oct 5, 2019, 7:59 PM IST

বর্ধমান : বর্ধমানে নাগাল্যান্ড? অবাক হবেন না ৷ বর্ধমানের পদ্মশ্রী সংঘে এবারের থিম নাগালান্ড ৷ 67 বছরে পড়ল বর্ধমান শহরের পদ্মশ্রী সংঘের পুজো ৷
পুজোর থিম, আদিম নাগার দেশে মা এলো রে নববেশে । উত্তর-পূর্ব ভারতের অন্যতম সেরা ভ্রমণের জায়গা নাগাল্যান্ড । মায়ানমার সীমান্তে অবস্থিত নাগাল্যান্ডে প্রচুর উপজাতি মানুষের ভিড় । তার মধ্যেই রয়েছে নাগা উপজাতি ।

image
এই নাগা উপজাতিদের আদিম যুগ থেকে শুরু করে বর্তমানে তাঁদের সামাজিক জীবনযাত্রা, শিল্প-সংস্কৃতি,বাসস্থান, খাদ্যাভ্যাস, মণ্ডপে ফুটিয়ে তুলেছেন শিল্পী স্বপন পাল ।

এই নাগা উপজাতিদের আদিম যুগ থেকে শুরু করে বর্তমানে তাঁদের সামাজিক জীবনযাত্রা, শিল্প-সংস্কৃতি,বাসস্থান, খাদ্যাভ্যাস, মণ্ডপে ফুটিয়ে তুলেছেন শিল্পী স্বপন পাল । মূলত পরিবেশবান্ধব জিনিসপত্র দিয়ে মণ্ডপসজ্জা করা হয়েছে । মণ্ডপ তৈরি করতে ব্যবহার করা হয়েছে বিভিন্ন গাছের ছাল, হোগলা পাতা, মাদুর ঘাসের অংশ, নারকেল গাছের পাতা ,বেত বাঁশ প্রভৃতি ।

মায়ানমার সীমান্তে অবস্থিত নাগাল্যান্ডে প্রচুর উপজাতি মানুষের ভিড়

এক পুজো উদ্যোক্তা বলেন, ''মণ্ডপে ঢুকলেই নিমেষে আপনি হারিয়ে যাবেন অজানা অচেনা সাজানো-গোছানো একটি গ্রামে । যেদিকেই চোখ যায় গাছের ছাল,হোগলা পাতা ,বাঁশ, বেত দিয়ে তৈরি ছোটো ছোটো ঘর রয়েছে । রয়েছে নাগা উপজাতিদের ধামসা-মাদল । মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখে গড়ে তোলা হয়েছে প্রতিমা । ''

বর্ধমান : বর্ধমানে নাগাল্যান্ড? অবাক হবেন না ৷ বর্ধমানের পদ্মশ্রী সংঘে এবারের থিম নাগালান্ড ৷ 67 বছরে পড়ল বর্ধমান শহরের পদ্মশ্রী সংঘের পুজো ৷
পুজোর থিম, আদিম নাগার দেশে মা এলো রে নববেশে । উত্তর-পূর্ব ভারতের অন্যতম সেরা ভ্রমণের জায়গা নাগাল্যান্ড । মায়ানমার সীমান্তে অবস্থিত নাগাল্যান্ডে প্রচুর উপজাতি মানুষের ভিড় । তার মধ্যেই রয়েছে নাগা উপজাতি ।

image
এই নাগা উপজাতিদের আদিম যুগ থেকে শুরু করে বর্তমানে তাঁদের সামাজিক জীবনযাত্রা, শিল্প-সংস্কৃতি,বাসস্থান, খাদ্যাভ্যাস, মণ্ডপে ফুটিয়ে তুলেছেন শিল্পী স্বপন পাল ।

এই নাগা উপজাতিদের আদিম যুগ থেকে শুরু করে বর্তমানে তাঁদের সামাজিক জীবনযাত্রা, শিল্প-সংস্কৃতি,বাসস্থান, খাদ্যাভ্যাস, মণ্ডপে ফুটিয়ে তুলেছেন শিল্পী স্বপন পাল । মূলত পরিবেশবান্ধব জিনিসপত্র দিয়ে মণ্ডপসজ্জা করা হয়েছে । মণ্ডপ তৈরি করতে ব্যবহার করা হয়েছে বিভিন্ন গাছের ছাল, হোগলা পাতা, মাদুর ঘাসের অংশ, নারকেল গাছের পাতা ,বেত বাঁশ প্রভৃতি ।

মায়ানমার সীমান্তে অবস্থিত নাগাল্যান্ডে প্রচুর উপজাতি মানুষের ভিড়

এক পুজো উদ্যোক্তা বলেন, ''মণ্ডপে ঢুকলেই নিমেষে আপনি হারিয়ে যাবেন অজানা অচেনা সাজানো-গোছানো একটি গ্রামে । যেদিকেই চোখ যায় গাছের ছাল,হোগলা পাতা ,বাঁশ, বেত দিয়ে তৈরি ছোটো ছোটো ঘর রয়েছে । রয়েছে নাগা উপজাতিদের ধামসা-মাদল । মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখে গড়ে তোলা হয়েছে প্রতিমা । ''

Intro:
নাগা উপজাতিদের জীবনযাত্রা দেখতে যেতে হবে পদ্মশ্রী সংঘে

পুলক যশ ,বর্ধমান


67 তম বর্ষে বর্ধমান শহরের পদ্মশ্রী সংঘের থিম আদিম নাগার দেশে মা এলোরে নববেশে। উত্তর-পূর্ব ভারতের অন্যতম সেরা ভ্রমণের জায়গা নাগাল্যান্ড। মায়ানমার সীমান্তে অবস্থিত নাগাল্যান্ডে প্রচুর উপজাতি মানুষের ভিড়। তার মধ্যে আছে এই নাগা উপজাতি।


Body:এই নাগা উপজাতিদের আদিম যুগ থেকে শুরু করে বর্তমানে তাদের ভৌগলিক সামাজিক জীবনযাত্রা, তাদের শিল্প সংস্কৃতি ,বাসস্থান, খাদ্যাভাস, ভৌগলিক সামাজিক জীবনযাত্রা মন্ডপের প্রতিটি কোনায় কোনায় ফুটিয়ে তুলেছেন শিল্পী স্বপন পাল ।


Conclusion:মূলত পরিবেশবান্ধব জিনিসপত্র দিয়ে মণ্ডপসজ্জা করা হয়েছে ।মণ্ডপ তৈরি করতে ব্যবহার করা হয়েছে বিভিন্ন গাছের ছাল, হোগলা পাতা ,মাদুর ঝুড়ি, নারকেল গাছের পাতা ,বেত বাঁশ প্রভৃতি । মন্ডপে ঢুকলেই নিমেষে আপনি হারিয়ে যাবেন এ যেন অজানা অচেনা সাজানো-গোছানো একটি গ্রাম। যেদিকেই চোখ যায় গাছের ছাল ,হোগলা পাতা ,বাঁশ, বেত দিয়ে তৈরি ছোট ছোট ঘর রয়েছে ।রয়েছে নাগা উপজাতিদের ধামসা মাদল। মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখে গড়ে তোলা হয়েছে প্রতিমা। হাজার থিমের মাঝে বর্ধমানের পদ্মশ্রী সংঘ আপনাকে অন্য জগতে নিয়ে যাবে হলফ করে বলাই যায়।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.