ETV Bharat / city

Burdwan Municipality Corruption : বর্ধমান পৌরসভার অডিট রিপোর্টে 23 কোটি টাকার দুর্নীতির অভিযোগ - র্ধমান পৌরসভার অডিট রিপোর্টে 23 কোটি টাকার দুর্নীতি

বর্ধমান পৌরসভায় 23 কোটি টাকার দুর্নীতির অভিযোগ (Burdwan Municipality Corruption allegation) ৷ পৌরসভা এলাকায় বেশ কিছু বহুতল নির্মাণের ক্ষেত্রে এই দুর্নীতি হয়ে বলে উল্লেখ করা হয়েছে রাজ্যের প্রিন্সিপাল অ্যাকাউন্টেন্ট জেনারেলের অডিট রিপোর্টে (Burdwan Municipality Audit Report by Principal Accountant General) ৷ এমনকি পৌরসভার ইঞ্জিনিয়ারের রিপোর্ট ছাড়াই 10টি বহুতলকে 40 লক্ষের বেশি টাকায় ছাড়পত্র দিয়েছে বলে অভিযোগ উঠেছে (23 crore Rupees Corruption in Burdwan Municipality) ৷

Corruption Charges Against Burdwan Municipality
Corruption Charges Against Burdwan Municipality
author img

By

Published : Dec 25, 2021, 9:35 AM IST

বর্ধমান, 25 ডিসেম্বর : বর্ধমান পৌরসভার অডিট রিপোর্টে 23 কোটি টাকার দুর্নীতির অভিযোগ (Burdwan Municipality Corruption allegation) ৷ বর্ধমান পৌরসভা এলাকায় বেশ কিছু বহুতল নির্মাণ করা হয়েছে ৷ অভিযোগ উঠেছিল সেই বহুতলগুলির নির্মাণে কোটি কোটি টাকার আর্থিক কেলেঙ্কারি করা হয়েছে ৷ সেই অভিযোগের ভিত্তিতে রাজ্যের প্রিন্সিপাল অ্যাকাউন্টেন্ট জেনারেলকে দিয়ে অডিট করানো হয় ৷ সেই অডিট রিপোর্ট প্রকাশ্যে আসতেই 23 কোটি টাকার দুর্নীতির অভিযোগ সামনে এসেছে (Corruption Charges Against Burdwan Municipality) ৷

বর্ধমান পৌরসভা সূত্রে খবর, রাজ্যের প্রিন্সিপাল অ্যাকাউন্টেন্ট জেনারেল বর্ধমান পৌরসভা নিয়ে দু’টি অডিট রিপোর্ট পেশ করেছে (Burdwan Municipality Audit Report by Principal Accountant General) ৷ বর্ধমান পৌরসভার শপিং কমপ্লেক্স ও আবাসন তৈরি সংক্রান্ত ওই অডিট রিপোর্টে 23 কোটি টাকার কেলেঙ্কারি ধরা পড়েছে (23 crore Rupees Corruption in Burdwan Municipality) ৷ এছাড়া আরও একটা রিপোর্ট সামেন এসেছে ৷ 2018 সালের ওই রিপোর্টে দেখা গিয়েছে, 41.39 লক্ষ টাকার বিনিময়ে বর্ধমান পৌরসভা বেআইনিভাবে 10টি বহুতল নির্মাণের জন্য ছাড়পত্র দিয়েছিল ৷

আরও পড়ুন : Burdwan Municipality: খোঁজ মিলল বর্ধমান পৌরসভার হারিয়ে যাওয়া 4টি রোড রোলারের, নবান্নে রিপোর্ট জমা

অডিট রিপোর্ট থেকে জানা গেছে, বর্ধমান শহরের গোদা এলাকায় পিপিপি মডেলে শপিং কমপ্লেক্স ও আবাসন তৈরির টেন্ডার নিয়ে দুর্নীতি হয়েছে ৷ এমনকি 2018 সালে বর্ধমান পৌরসভার তরফে যে 10টি বহুতল নির্মাণের ছাড়পত্র দেওয়া হয়েছিল ৷ সেই সব বহুতলের প্ল্যান পাশ করানোর জন্য পৌরসভার ইঞ্জিনিয়ারের তরফে কোন রিপোর্ট জমা দেওয়া হয়নি (Audit Report of Principal Accountant General) ৷ মেলেনি পৌরসভার তরফে স্ট্রাকচারাল স্টেবিলিটি সার্টিফিকেটও ৷

আরও পড়ুন : ভাঙা হবে বেআইনি বাড়ি, সিদ্ধান্ত বর্ধমান পৌরসভার

বর্ধমান পৌরসভার উপ প্রশাসক আইনুল হক বলেন, 2018 সাল পর্যন্ত অডিট রিপোর্ট পাওয়া গেছে ৷ বাকি বিষয় নিয়ে আমি কোনও মন্তব্য করতে পারব না ৷ রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবু টুডু বলেন, বিষয়টি সম্পূর্ণভাবে অফিসিয়াল এবং সরকারের নিজস্ব ব্যাপার ৷ অডিট রিপোর্টে যদি কিছু থেকে থাকে, তাহলে যাঁরা দায়িত্ব রয়েছেন তাঁরাই বলতে পারবেব বলে জানান দেবু টুডু ৷

আগামী ফেব্রুয়ারি মাসে বর্ধমান পৌরসভায় নির্বাচনের সম্ভাবনা রয়েছে ৷ আদালতের ছাড়পত্র পেলে বিষয়টি সুনিশ্চিত হবে ৷ তাই আসন্ন নির্বাচনের আগে এই বিপুল পরিমাণ দুর্নীতির অভিযোগকে হাতিয়ার করছে জেলা বিজেপি নেতৃত্ব ৷ বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন, বর্ধমানে পৌর নির্বাচনে এই ইস্যুকে হাতিয়ার করে বিজেপি পথে নামবে ৷

বর্ধমান, 25 ডিসেম্বর : বর্ধমান পৌরসভার অডিট রিপোর্টে 23 কোটি টাকার দুর্নীতির অভিযোগ (Burdwan Municipality Corruption allegation) ৷ বর্ধমান পৌরসভা এলাকায় বেশ কিছু বহুতল নির্মাণ করা হয়েছে ৷ অভিযোগ উঠেছিল সেই বহুতলগুলির নির্মাণে কোটি কোটি টাকার আর্থিক কেলেঙ্কারি করা হয়েছে ৷ সেই অভিযোগের ভিত্তিতে রাজ্যের প্রিন্সিপাল অ্যাকাউন্টেন্ট জেনারেলকে দিয়ে অডিট করানো হয় ৷ সেই অডিট রিপোর্ট প্রকাশ্যে আসতেই 23 কোটি টাকার দুর্নীতির অভিযোগ সামনে এসেছে (Corruption Charges Against Burdwan Municipality) ৷

বর্ধমান পৌরসভা সূত্রে খবর, রাজ্যের প্রিন্সিপাল অ্যাকাউন্টেন্ট জেনারেল বর্ধমান পৌরসভা নিয়ে দু’টি অডিট রিপোর্ট পেশ করেছে (Burdwan Municipality Audit Report by Principal Accountant General) ৷ বর্ধমান পৌরসভার শপিং কমপ্লেক্স ও আবাসন তৈরি সংক্রান্ত ওই অডিট রিপোর্টে 23 কোটি টাকার কেলেঙ্কারি ধরা পড়েছে (23 crore Rupees Corruption in Burdwan Municipality) ৷ এছাড়া আরও একটা রিপোর্ট সামেন এসেছে ৷ 2018 সালের ওই রিপোর্টে দেখা গিয়েছে, 41.39 লক্ষ টাকার বিনিময়ে বর্ধমান পৌরসভা বেআইনিভাবে 10টি বহুতল নির্মাণের জন্য ছাড়পত্র দিয়েছিল ৷

আরও পড়ুন : Burdwan Municipality: খোঁজ মিলল বর্ধমান পৌরসভার হারিয়ে যাওয়া 4টি রোড রোলারের, নবান্নে রিপোর্ট জমা

অডিট রিপোর্ট থেকে জানা গেছে, বর্ধমান শহরের গোদা এলাকায় পিপিপি মডেলে শপিং কমপ্লেক্স ও আবাসন তৈরির টেন্ডার নিয়ে দুর্নীতি হয়েছে ৷ এমনকি 2018 সালে বর্ধমান পৌরসভার তরফে যে 10টি বহুতল নির্মাণের ছাড়পত্র দেওয়া হয়েছিল ৷ সেই সব বহুতলের প্ল্যান পাশ করানোর জন্য পৌরসভার ইঞ্জিনিয়ারের তরফে কোন রিপোর্ট জমা দেওয়া হয়নি (Audit Report of Principal Accountant General) ৷ মেলেনি পৌরসভার তরফে স্ট্রাকচারাল স্টেবিলিটি সার্টিফিকেটও ৷

আরও পড়ুন : ভাঙা হবে বেআইনি বাড়ি, সিদ্ধান্ত বর্ধমান পৌরসভার

বর্ধমান পৌরসভার উপ প্রশাসক আইনুল হক বলেন, 2018 সাল পর্যন্ত অডিট রিপোর্ট পাওয়া গেছে ৷ বাকি বিষয় নিয়ে আমি কোনও মন্তব্য করতে পারব না ৷ রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবু টুডু বলেন, বিষয়টি সম্পূর্ণভাবে অফিসিয়াল এবং সরকারের নিজস্ব ব্যাপার ৷ অডিট রিপোর্টে যদি কিছু থেকে থাকে, তাহলে যাঁরা দায়িত্ব রয়েছেন তাঁরাই বলতে পারবেব বলে জানান দেবু টুডু ৷

আগামী ফেব্রুয়ারি মাসে বর্ধমান পৌরসভায় নির্বাচনের সম্ভাবনা রয়েছে ৷ আদালতের ছাড়পত্র পেলে বিষয়টি সুনিশ্চিত হবে ৷ তাই আসন্ন নির্বাচনের আগে এই বিপুল পরিমাণ দুর্নীতির অভিযোগকে হাতিয়ার করছে জেলা বিজেপি নেতৃত্ব ৷ বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন, বর্ধমানে পৌর নির্বাচনে এই ইস্যুকে হাতিয়ার করে বিজেপি পথে নামবে ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.