ETV Bharat / city

গুসকরায় গ্যাস লিকের ঘটনায় মৃত 1 - গুসকরায় গ্যাস লিক

দুর্ঘটনার সময় আলু কেনাবেচার কাজে বেশ কিছু মানুষ সেখানে এসেছিলেন । বিষাক্ত অ্যামোনিয়া গ্যাসে তাঁদের মধ্যে অনেকেই অসুস্থ হয়ে পড়েন । তার মধ্যে আজ একজনের মৃত্যু হয় ।

gas leak in Guskara
প্রতীকী ছবি
author img

By

Published : Nov 16, 2020, 9:25 PM IST

গুসকরা, 16 নভেম্বর : গুসকরা এলাকায় হিমঘরে বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস লিকের ঘটনায় অসুস্থ শ্রমিকদের মধ্যে একজনের মৃত্যু হল । মৃতের নাম গুরুপদ সাহু (47) । বাড়ি দক্ষিণ 24 পরগনার দেবীপুর এলাকায় । এখনও তিনজনের অবস্থা আশঙ্কাজনক ।

শুক্রবার গুসকরা এলাকার রামনগর গ্রামে একটা হিমঘর থেকে অ্যামোনিয়া গ্যাস ভরতি কনডেনসার ভালব ফেটে বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস চারিদিকে ছড়িয়ে পড়ে । দুর্ঘটনার সময় আলু কেনাবেচার কাজে বেশ কিছু মানুষ সেখানে এসেছিলেন । বিষাক্ত অ্যামোনিয়া গ্যাসে তাদের মধ্যে অনেকেই অসুস্থ হয়ে পড়েন । গুরুতর অসুস্থ অবস্থায় 9 জন শ্রমিককে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় । এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক ছিল । তাদের বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা চলছে। সেখানেই মারা যান গুরুপদ সাহু ।

হিমঘর সূত্রে জানা গেছে, প্রায় চার বছর ধরে গুরুপদ সাহু সেখানে কাজ করতেন । তাঁর বাড়িতে আছেন স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে । মৃতের ভাই অলোক সাহু বলেন, "দাদার অভাবের সংসার । ক্ষতিপূরণের দাবি জানানো হয়েছে । হিমঘরের তরফে ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হয়েছে ।"

গুসকরা, 16 নভেম্বর : গুসকরা এলাকায় হিমঘরে বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস লিকের ঘটনায় অসুস্থ শ্রমিকদের মধ্যে একজনের মৃত্যু হল । মৃতের নাম গুরুপদ সাহু (47) । বাড়ি দক্ষিণ 24 পরগনার দেবীপুর এলাকায় । এখনও তিনজনের অবস্থা আশঙ্কাজনক ।

শুক্রবার গুসকরা এলাকার রামনগর গ্রামে একটা হিমঘর থেকে অ্যামোনিয়া গ্যাস ভরতি কনডেনসার ভালব ফেটে বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস চারিদিকে ছড়িয়ে পড়ে । দুর্ঘটনার সময় আলু কেনাবেচার কাজে বেশ কিছু মানুষ সেখানে এসেছিলেন । বিষাক্ত অ্যামোনিয়া গ্যাসে তাদের মধ্যে অনেকেই অসুস্থ হয়ে পড়েন । গুরুতর অসুস্থ অবস্থায় 9 জন শ্রমিককে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় । এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক ছিল । তাদের বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা চলছে। সেখানেই মারা যান গুরুপদ সাহু ।

হিমঘর সূত্রে জানা গেছে, প্রায় চার বছর ধরে গুরুপদ সাহু সেখানে কাজ করতেন । তাঁর বাড়িতে আছেন স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে । মৃতের ভাই অলোক সাহু বলেন, "দাদার অভাবের সংসার । ক্ষতিপূরণের দাবি জানানো হয়েছে । হিমঘরের তরফে ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হয়েছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.