ETV Bharat / city

2020 জন পরিযায়ী শ্রমিককে নিয়ে মুর্শিদাবাদ পৌঁছাল দু'টি ট্রেন - বহরমপুর

গতকাল বহরমপুর কোর্ট স্টেশনে এসে পৌঁছায় দু'টি শ্রমিক স্পেশাল ট্রেন । 2020 জন পরিযায়ী শ্রমিককে নিয়ে মুর্শিদাবাদে ফিরল ট্রেন 2টি । এর মধ্যে একটি মহারাষ্ট্র ও অপরটি দক্ষিণ ভারত থেকে এসেছে বলে জানা যাচ্ছে ।

ছবি
ছবি
author img

By

Published : Jun 1, 2020, 7:57 AM IST

বহরমপুর, 1 জুন : 2020 জন পরিযায়ী শ্রমিককে মুর্শিদাবাদে ফিরল দু'টি শ্রমিক স্পেশাল ট্রেন । গতকাল বহরমপুর কোর্ট স্টেশনে পৌঁছায় ট্রেনটি ।

একটি ট্রেন দুপুর ও অপরটি সন্ধে নাগাদ এসে পৌঁছায় বহরমপুরে । ট্রেন দু'টি মহারাষ্ট্র ও দক্ষিণ ভারত থেকে এসেছে বলে জানা যাচ্ছে । মহারাষ্ট্র থেকে প্রায় 1050 জন পরিয়ায়ী ফিরেছেন, অপর দিকে দক্ষিণ ভারত থেকে 970 জন যাত্রীকে এসেছে অন্য ট্রেনটি ।

যাত্রীদের বহরমপুর স্টেডিয়ামে শারীরিক পরীক্ষা করা হয়েছে । পরে তাঁদের হাতে প্রশাসনের পক্ষ থেকে খাবারের প্যাকেট ও জল দিয়ে নির্দিষ্ট গন্তব্যস্থানে পৌঁছে দেওয়া হয়েছে ।

বহরমপুর, 1 জুন : 2020 জন পরিযায়ী শ্রমিককে মুর্শিদাবাদে ফিরল দু'টি শ্রমিক স্পেশাল ট্রেন । গতকাল বহরমপুর কোর্ট স্টেশনে পৌঁছায় ট্রেনটি ।

একটি ট্রেন দুপুর ও অপরটি সন্ধে নাগাদ এসে পৌঁছায় বহরমপুরে । ট্রেন দু'টি মহারাষ্ট্র ও দক্ষিণ ভারত থেকে এসেছে বলে জানা যাচ্ছে । মহারাষ্ট্র থেকে প্রায় 1050 জন পরিয়ায়ী ফিরেছেন, অপর দিকে দক্ষিণ ভারত থেকে 970 জন যাত্রীকে এসেছে অন্য ট্রেনটি ।

যাত্রীদের বহরমপুর স্টেডিয়ামে শারীরিক পরীক্ষা করা হয়েছে । পরে তাঁদের হাতে প্রশাসনের পক্ষ থেকে খাবারের প্যাকেট ও জল দিয়ে নির্দিষ্ট গন্তব্যস্থানে পৌঁছে দেওয়া হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.