ETV Bharat / city

পড়ুয়াদের উদ্যোগে বাড়ির ছাদেই হয়ে গেল ফিল্ম ফেস্টিভ্যাল - ফিল্ম ফেস্টিভ্যাল

কোরোনা পরিস্থিতিতে বাড়ি বসেই ছোটো ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজন করল বহরমপুরের কয়েকজন কলেজ পড়ুয়া ।

ছবি
ছবি
author img

By

Published : Nov 2, 2020, 7:27 AM IST

বহরমপুর, 2 নভেম্বর : কলেজ পড়ুয়াদের উদ্যোগে ছাদেই হয়ে গেল তিনদিনের ফিল্ম ফেস্টিভ্যাল । কোরোনা পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ ছিল সিনেমাহল । এই পরিস্থিতিতে বাড়ি বসেই ছোট্ট ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজন করল বহরমপুরের কয়েকজন কলেজ পড়ুয়া ।

একটি প্রোজেক্টার ভাড়া করে বাড়ির ছাদে তারা তৈরি করে ফেলে আস্ত থিয়েটার । তিন দিনের এই ফেস্টিভ্যালের গতকালই ছিল শেষ দিন । ব্যবস্থা ছিল স্যানিটাইজ়ারের । সামাজিক দূরত্ববিধি মেনে প্রায় 15 জনকে একসঙ্গে সিনেমা দেখানো হয় । ফেস্টিভ্যালের উদ্যোক্তা দেবনীল সরকার বলেন, "আমরা যাঁরা সিনেমা দেখতে ভালোবাসি তাঁরা গত নয় মাস সিনেমা হলে যেতে পারিনি । তাই আমাদের পছন্দের সিনেমা বড় স্ক্রিনে দেখতে চেয়েছি । মূলত এই চিন্তা থেকেই উদ্যোগ । আমার মনে হয় সিনেমা দেখার জন্য বড় স্ক্রিনের বিকল্প হয় না ।"

পড়ুয়াদের উদ্যোগে খোলা ছাদে চলছে ফিল্ম ফেস্টিভ্যাল

উদ্যোক্তাদের প্রত্যকেই কলকাতা,যাদবপুর, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বাংলা ও ফিল্ম স্টাডিজ়ের ছাত্র । তিনদিনের এই ফিল্ম ফেস্টিভ্যালে প্রথমদিন জার্মান পরিচালক মাইকেল হ্যানেকির ছবি "দা হোয়াইট রিবন" দেখানো হয় । পরদিন দেখানো হয় এলেম ক্লিমভ পরিচালিত ছবি "কাম অ্যান্ড সি মি" ।

বহরমপুর, 2 নভেম্বর : কলেজ পড়ুয়াদের উদ্যোগে ছাদেই হয়ে গেল তিনদিনের ফিল্ম ফেস্টিভ্যাল । কোরোনা পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ ছিল সিনেমাহল । এই পরিস্থিতিতে বাড়ি বসেই ছোট্ট ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজন করল বহরমপুরের কয়েকজন কলেজ পড়ুয়া ।

একটি প্রোজেক্টার ভাড়া করে বাড়ির ছাদে তারা তৈরি করে ফেলে আস্ত থিয়েটার । তিন দিনের এই ফেস্টিভ্যালের গতকালই ছিল শেষ দিন । ব্যবস্থা ছিল স্যানিটাইজ়ারের । সামাজিক দূরত্ববিধি মেনে প্রায় 15 জনকে একসঙ্গে সিনেমা দেখানো হয় । ফেস্টিভ্যালের উদ্যোক্তা দেবনীল সরকার বলেন, "আমরা যাঁরা সিনেমা দেখতে ভালোবাসি তাঁরা গত নয় মাস সিনেমা হলে যেতে পারিনি । তাই আমাদের পছন্দের সিনেমা বড় স্ক্রিনে দেখতে চেয়েছি । মূলত এই চিন্তা থেকেই উদ্যোগ । আমার মনে হয় সিনেমা দেখার জন্য বড় স্ক্রিনের বিকল্প হয় না ।"

পড়ুয়াদের উদ্যোগে খোলা ছাদে চলছে ফিল্ম ফেস্টিভ্যাল

উদ্যোক্তাদের প্রত্যকেই কলকাতা,যাদবপুর, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বাংলা ও ফিল্ম স্টাডিজ়ের ছাত্র । তিনদিনের এই ফিল্ম ফেস্টিভ্যালে প্রথমদিন জার্মান পরিচালক মাইকেল হ্যানেকির ছবি "দা হোয়াইট রিবন" দেখানো হয় । পরদিন দেখানো হয় এলেম ক্লিমভ পরিচালিত ছবি "কাম অ্যান্ড সি মি" ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.