ETV Bharat / city

লক্ষ্মীর ঘট ভেঙে 60 দুস্থ পরিবারের পাশে 4 ভাই-বোন

author img

By

Published : Apr 11, 2020, 6:23 PM IST

Updated : Apr 14, 2020, 9:28 PM IST

60 টি পরিবারকে খাদ্যসামগ্রী তুলে দিল গোরাবাজারের মুখোপাধ্যায় পরিবারের এক ভাই এবং তার দুই দিদি সহ এক বোন ৷

behrampur
"লক্ষ্মী ভাড়

বহরমপুর, 11 এপ্রিল : গোরাবাজারের মুখোপাধ্যায় পরিবারের ছোটো চার সদস্য ৷ তবে বড় মাপের কীর্তি ৷ নিজেদের হাতখরচের পয়সা জমিয়ে সেই পয়সা দিয়ে আজ 60 জন দুস্থ পরিবারের চাল,ডাল,আলুর জোগান দিল এরা ৷

কোরোনাকে রুখতে লকডাউনই সময়োপযোগী সমাধান ৷ তাই গৃহবন্দী সকলে ৷ তবে , এই কঠিন পরিস্থিতিতে সবচেয়ে অসুবিধায় পড়েছেন দিনআনা দিন খাওয়া মানুষেরা ৷ এবার বহরমপুরের গোরাবাজারের এই রকমই 60টি পরিবারের কাছে খাদ্যসামগ্রী তুলে দিল গোরাবাজারের মুখোপাধ্যায় পরিবারের এক ভাই এবং তার দুই দিদি সহ এক বোন ৷

সোশাল মিডিয়া ছাড়াও টিভির পর্দার অসহায় পরিবারবর্গের কাতর আর্তনাদ এই চার ভাইবোনকে চিন্তায় ফেলেছিল । তারপরই এরা সিদ্ধান্ত নেয় , হাতখরচের পয়সা বাঁচিয়ে এই অসহায় মানুষদেরকে সাহায্য করবে । যেমন কথা তেমনি কাজ ৷ আজ প্রায় 60টি পরিবারকে খাদ্যসামগ্রী তুলে দেয় তারা।

গোরাবাজারের মুখোপাধ্যায় পরিবারের ছোটো চার সদস্য কী ভাবে বড়দের মুখে হাসি ফোটাল ? দেখুন ভিডিয়োয়...

মধ্যবিত্ত পরিবারে বড় হওয়াতে অভাব, খিদের জ্বালা কোনদিনও বোঝেনি এই ভাইবোনেরা । বরং হাত খরচের পয়সাও পেত মা-বাবার কাছ থেকে ৷ এই বিষয় নিয়ে অগ্নিত্র মুখোপাধ্যায় বলে , আমরা লক্ষ্মীর ঘটে মাসে মাসে হাতখরচের পয়সা জমিয়ে রাখতাম ৷ এই লক্ষ্মী ঘটের টাকাকে কাজে লাগিয়ে 60 জন দুস্থ মানুষের পাশে দাঁড়ালাম ৷ আমাদের মতো ছাত্রদেরকে বলছি, তারা যেন সবাই লক্ষ্মীর ঘটের পয়সা জমিয়ে এই রকম মানুষদের সাহায্য করে ৷" চার ভাইবোনের এই উদ্যোগ ও মানসিকতায় খুশি পরিবারের বড়রাও ।

বহরমপুর, 11 এপ্রিল : গোরাবাজারের মুখোপাধ্যায় পরিবারের ছোটো চার সদস্য ৷ তবে বড় মাপের কীর্তি ৷ নিজেদের হাতখরচের পয়সা জমিয়ে সেই পয়সা দিয়ে আজ 60 জন দুস্থ পরিবারের চাল,ডাল,আলুর জোগান দিল এরা ৷

কোরোনাকে রুখতে লকডাউনই সময়োপযোগী সমাধান ৷ তাই গৃহবন্দী সকলে ৷ তবে , এই কঠিন পরিস্থিতিতে সবচেয়ে অসুবিধায় পড়েছেন দিনআনা দিন খাওয়া মানুষেরা ৷ এবার বহরমপুরের গোরাবাজারের এই রকমই 60টি পরিবারের কাছে খাদ্যসামগ্রী তুলে দিল গোরাবাজারের মুখোপাধ্যায় পরিবারের এক ভাই এবং তার দুই দিদি সহ এক বোন ৷

সোশাল মিডিয়া ছাড়াও টিভির পর্দার অসহায় পরিবারবর্গের কাতর আর্তনাদ এই চার ভাইবোনকে চিন্তায় ফেলেছিল । তারপরই এরা সিদ্ধান্ত নেয় , হাতখরচের পয়সা বাঁচিয়ে এই অসহায় মানুষদেরকে সাহায্য করবে । যেমন কথা তেমনি কাজ ৷ আজ প্রায় 60টি পরিবারকে খাদ্যসামগ্রী তুলে দেয় তারা।

গোরাবাজারের মুখোপাধ্যায় পরিবারের ছোটো চার সদস্য কী ভাবে বড়দের মুখে হাসি ফোটাল ? দেখুন ভিডিয়োয়...

মধ্যবিত্ত পরিবারে বড় হওয়াতে অভাব, খিদের জ্বালা কোনদিনও বোঝেনি এই ভাইবোনেরা । বরং হাত খরচের পয়সাও পেত মা-বাবার কাছ থেকে ৷ এই বিষয় নিয়ে অগ্নিত্র মুখোপাধ্যায় বলে , আমরা লক্ষ্মীর ঘটে মাসে মাসে হাতখরচের পয়সা জমিয়ে রাখতাম ৷ এই লক্ষ্মী ঘটের টাকাকে কাজে লাগিয়ে 60 জন দুস্থ মানুষের পাশে দাঁড়ালাম ৷ আমাদের মতো ছাত্রদেরকে বলছি, তারা যেন সবাই লক্ষ্মীর ঘটের পয়সা জমিয়ে এই রকম মানুষদের সাহায্য করে ৷" চার ভাইবোনের এই উদ্যোগ ও মানসিকতায় খুশি পরিবারের বড়রাও ।

Last Updated : Apr 14, 2020, 9:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.