ETV Bharat / city

সন্দেহের বশে যুবতিকে খুনের অভিযোগ, গ্রেপ্তার স্বামী - husband allegedly murder wife in Murshidabad

সন্দেহের বশে যুবতিকে খুনের অভিযোগ ৷ মুর্শিদাবাদের বহরমপুরের ভাকুড়ি ঠাকুরপাড়ার ঘটনা ৷ গ্রেপ্তার স্বামী ৷

মৃত যুবতি
author img

By

Published : Aug 30, 2019, 2:29 PM IST

বহরমপুর, 30 অগাস্ট : যুবতিকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ স্বামী-সহ শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে ৷ মুর্শিদাবাদের বহরমপুরের ভাকুড়ি ঠাকুরপাড়ার ঘটনা ৷ গ্রেপ্তার স্বামী ৷

তমা সরকার (30) ৷ বাড়ি জলঙ্গি ৷ বছর দশেক আগে বিয়ে হয়েছিল মনোজ ভাস্করের সঙ্গে ৷ অভিযোগ, বিয়ের পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাঁকে সন্দেহ করতেন ৷ কারও সঙ্গে মিশতে দিতেন না ৷ তমার মা অনিতা সরকারের অভিযোগ, শারীরিক নির্যাতন করা হত তাঁর মেয়ের উপর ৷ গতরাত 1টা নাগাদ মনোজ ফোন করে জানান তমা আত্মহত্যা করেছে ৷ কিন্তু তিনি অভিযোগ করেছেন, খুন করেই তমাকে ঝুলিয়ে দেওয়া হয়েছে ৷

বহরমপুর থানায় মনোজ-সহ 6 জনের নামে খুনের অভিযোগ দায়ের করেছিল তমার পরিবার ৷ মনোজকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷

বহরমপুর, 30 অগাস্ট : যুবতিকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ স্বামী-সহ শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে ৷ মুর্শিদাবাদের বহরমপুরের ভাকুড়ি ঠাকুরপাড়ার ঘটনা ৷ গ্রেপ্তার স্বামী ৷

তমা সরকার (30) ৷ বাড়ি জলঙ্গি ৷ বছর দশেক আগে বিয়ে হয়েছিল মনোজ ভাস্করের সঙ্গে ৷ অভিযোগ, বিয়ের পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাঁকে সন্দেহ করতেন ৷ কারও সঙ্গে মিশতে দিতেন না ৷ তমার মা অনিতা সরকারের অভিযোগ, শারীরিক নির্যাতন করা হত তাঁর মেয়ের উপর ৷ গতরাত 1টা নাগাদ মনোজ ফোন করে জানান তমা আত্মহত্যা করেছে ৷ কিন্তু তিনি অভিযোগ করেছেন, খুন করেই তমাকে ঝুলিয়ে দেওয়া হয়েছে ৷

বহরমপুর থানায় মনোজ-সহ 6 জনের নামে খুনের অভিযোগ দায়ের করেছিল তমার পরিবার ৷ মনোজকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷

Intro:গৃহবধূকে খুনের অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করে হেফাজতে নিল বহরমপুর থানার পুলিশ। ঘটনায় চাঞ্চল্য বহরমপুরের ভাকুড়ি ঠাকুরপাড়ায়। Body:বহরমপুর - গৃহবধূকে খিন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে। সন্দেহের বশেই খুন করা হয় বলে অভিযোগ। এর আগেও নির্যাতন সহ্য করতে না পেরে ওই গৃহবধূ বেশ কয়েকবার বাবার বাড়ি পালিয়ে আসে। বছর আটেকের সন্তানের টানেই ফের শ্বশুর বাড়ি গিয়েছিলেন। এদিন সকালে বহরমপুর থানার পুলিশ ভাকুড়ি ঠাকুরপাড়ার বাড়ি রহেকে ঝুলন্ত দেহ উদ্ধার করে। খুনের অভিযোগ এনেছেন মৃতের বাবার বাড়ির লোকজন। মৃত গৃববধূর নাম তমা ভাস্কর(৩০)। ঘটনায় তমা ভাস্বরের স্বামী মনোজ ভাস্বরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বছর দশেক আগে জলঙ্গির তমা সরকারের সঙ্গে বিয়ে হয় ভাকুড়ি ঠাকুরপাড়ার মনোজ ভাস্করের সঙ্গে। বিয়ের পর থেকেই ওই গৃহবধূকে তাঁর শ্বশুর বাড়ির লোকজন সন্দেহ করত। কারও সঙ্গে মিশতে দেওয়া হতনা।একই কারনে প্রায়ই শারীরিক নির্যাতন করা হত বলে অভিযোগ মা অনিতা সরকারের। বৃহস্পতিবার রাত একটা নাগাদ মনোজ ভাস্কর ফোন করে জানায় তমা আত্মঘাতী হয়েছে। কিন্তু পরিবারের লোকজনের অভিযোগ খুন করেই ঝুলিয়ে দেওয়া হয়েছে।ঘটনায় পুলিশের ভুমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। বহরমপুর থানায় মনোজ ভাস্বর সহ ছজনের নামে খুনের অভিযোগ আনা হয়েছে। মনোজ ভাস্বরকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।Conclusion:দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.