ETV Bharat / city

সীমান্তে উদ্ধার 350 বোতল নিষিদ্ধ কাফ-সিরাপ

author img

By

Published : May 4, 2020, 5:00 PM IST

ফের সীমান্তরক্ষী বাহিনী নিষিদ্ধ কাফ-সিরাপ উদ্ধার করল ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া সংলগ্ন এলাকা থেকে। আজ মোট 350 বোতল কাফসিরাপ উদ্ধার হল ৷

jalangi
জলঙ্গি

জলঙ্গি, 4 মে : ভারত বাংলাদেশ সীমান্তে পাচার অব্যাহত। বহরমপুর সেক্টরের 117 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা আজ বামনাবাদ BOP (বর্ডার আউট পোস্ট) এলাকা থেকে নিষিদ্ধ 350 বোতল কাফ-সিরাপ উদ্ধার করে। বাংলাদেশ পাচারের আগেই সেগুলি বাজেয়াপ্ত করা হয় । তবে ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। উদ্ধারকৃত মাদকের বোতল জলঙ্গি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ।

ফের সীমান্তরক্ষী বাহিনী নিষিদ্ধ কাফ-সিরাপ উদ্ধার করল ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া সংলগ্ন এলাকা থেকে। পাচারকারীদের কাঁটাতারের এলাকা বরাবর ঘোরাফেরা করতে দেখেই 117 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা তাদের তাড়া করে। পাচারকারীরা বস্তা বোঝায় কাফ সিরাপের বোতলগুলি ফেলে রেখেই পালিয়ে যায়। বাজেয়াপ্ত হয় 350 বোতল কাফ-সিরাপ ।

উল্লেখ্য, BSF সূত্র থেকে দেওয়া পরিসংখ্যান বলছে , চলতি বছরে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে এখনও পর্যন্ত 78 হাজার 24 বোতল নিষিদ্ধ ফেনসিডিল (কাফ-সিরাপ) উদ্ধার করা হয়েছে ৷

জলঙ্গি, 4 মে : ভারত বাংলাদেশ সীমান্তে পাচার অব্যাহত। বহরমপুর সেক্টরের 117 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা আজ বামনাবাদ BOP (বর্ডার আউট পোস্ট) এলাকা থেকে নিষিদ্ধ 350 বোতল কাফ-সিরাপ উদ্ধার করে। বাংলাদেশ পাচারের আগেই সেগুলি বাজেয়াপ্ত করা হয় । তবে ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। উদ্ধারকৃত মাদকের বোতল জলঙ্গি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ।

ফের সীমান্তরক্ষী বাহিনী নিষিদ্ধ কাফ-সিরাপ উদ্ধার করল ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া সংলগ্ন এলাকা থেকে। পাচারকারীদের কাঁটাতারের এলাকা বরাবর ঘোরাফেরা করতে দেখেই 117 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা তাদের তাড়া করে। পাচারকারীরা বস্তা বোঝায় কাফ সিরাপের বোতলগুলি ফেলে রেখেই পালিয়ে যায়। বাজেয়াপ্ত হয় 350 বোতল কাফ-সিরাপ ।

উল্লেখ্য, BSF সূত্র থেকে দেওয়া পরিসংখ্যান বলছে , চলতি বছরে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে এখনও পর্যন্ত 78 হাজার 24 বোতল নিষিদ্ধ ফেনসিডিল (কাফ-সিরাপ) উদ্ধার করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.