রঘুনাথগঞ্জ, 14 জানুয়ারি : পেট্রোল পাম্পের ভিতরেই গাড়িতে আগুন ৷ বৃহস্পতিবার রাতে এমনই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে মুর্শিদাবাদে রঘুনাথগঞ্জে (Tobacco leaf Car catches fire inside a Petrol Pump in Raghunathganj) ৷ যদিও স্থানীয় এবং দমকল বাহিনীর চেষ্টায় ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আসে ৷ কারও হতাহতের খবর পাওয়া যায়নি ৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত সাড়ে ন'টা নাগাদ রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকার একটি পেট্রল পাম্পে তেল ভরতে ঢোকে একটি গাড়ি ৷ গাড়িটিতে তামাক পাতা বোঝাই করা ছিল ৷ তেল নেওয়ার আগেই আচমকা গাড়িটি থেকে গলগল করে ধোঁয়া বের হতে থাকে ৷ তা দেখে ভয়ে পালিয়ে যায় গাড়িচালক । এরপরই দাউদাউ করে জ্বলতে থাকে গাড়িটি । গাড়িটির ভিতর থেকে বিস্ফোরণের শব্দ পায় স্থানীয়রা । গাড়িতে কেউ ছিল না ৷ একে গাড়িটি পেট্রল পাম্পের মধ্যে ছিল, আর দ্বিতীয়ত, তামাকপাতার মতো দাহ্য পদার্থের জন্য খুব দ্রুত আগুন ছড়িয়ে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত ৷
আরও পড়ুন : Fire in Pundibari : পুন্ডিবাড়ি বাজারে আগুনে ভস্মীভূত 5টি দোকান, শুরু রাজনৈতিক তরজা
প্রথমে স্থানীয়রাই আগুন নেভানোর চেষ্টা শুরু করে দেয় ৷ পরে খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন । প্রায় দু'ঘণ্টার চেষ্টায় আগুন আয়ত্তে আসে ৷ আনুমানিক সাড়ে এগারোটা নাগাদ নেভে ভয়াবহ আগুন ৷ অনুমান, গাড়ির ব্যাটারিতে শট শার্কিট হয়ে এই আগুন ধরেছিল ৷ পুলিশ ও দমকল বাহিনী আগুন লাগার কারণ খতিয়ে দেখছে ।