ETV Bharat / city

College Student Murder : মেস থেকে ডেকে কলেজ ছাত্রীকে কুপিয়ে খুন ! আতঙ্কে বহরমপুর - Berhampore college student killed by two goons in front of local people

সোমবার ভরসন্ধের এই ঘটনায় বহরমপুরের শহীদ সূর্য সেন রোডে আতঙ্কে স্থানীয় বাসিন্দারা (Berhampore college student killed by two goons in front of local people) । আশঙ্কাজনক অবস্থায় ওই কলেজ পড়ুয়াকে প্রথমে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও বাঁচানো সম্ভব হয়নি তাঁকে ৷

College Student Murder
স্থানীয় বাসিন্দাদের সামনেই কলেজ ছাত্রীকে মেস থেকে ডেকে খুন! চাঞ্চল্য বহরমপুরে
author img

By

Published : May 2, 2022, 9:13 PM IST

বহরমপুর, 2 মে : মেস থেকে ডেকে নিয়ে গিয়ে বহরমপুরে কলেজ ছাত্রীকে খুন ৷ এলোপাথাড়ি কুপিয়ে ওই ছাত্রীকে খুন করা হয়েছে বলে অভিযোগ ৷ সোমবার ভরসন্ধের এই ঘটনায় বহরমপুরের শহিদ সূর্য সেন রোডে আতঙ্কে স্থানীয় বাসিন্দারা (Berhampore college student killed by two goons in front of local people) । আশঙ্কাজনক অবস্থায় ওই কলেজ পড়ুয়াকে প্রথমে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও বাঁচানো সম্ভব হয়নি ৷ বহরমপুর কৃষ্ণনাথ কলেজের তৃতীয় বর্ষের ওই পড়ুয়া সুতপা চৌধুরী মালদার ইংরেজবাজার এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে ৷

পড়াশোনার সুবিধার কারণে বহরমপুরের শহিদ সূর্য সেন রোডের একটি মেসেই মৃতা থাকতেন বলে জানা গিয়েছে ৷ সোমবার সন্ধেয় দুই যুবক এসে তাঁকে মেস থেকে ডেকে নিয়ে যায় ৷ এরপর মেসের সামনের রাস্তাতেই তরুণীকে এলোপাথাড়ি কোপাতে থাকে ওই যুবক ৷ প্রতিবেশীরা বাধা দিতে এলে আগ্নেয়াস্ত্র নিয়ে ভয় দেখিয়ে পিছনের গলি দিয়ে পালিয়ে যায় সে ৷ স্বভাবতই ঘটনার পর থেকে থমথমে এলাকা ৷

আরও পড়ুন : ঝগড়ার মাঝেই স্ত্রীকে গুলি স্বামীর, লক্ষ্যভ্রষ্ট হয়ে মৃত কলেজ ছাত্রী

ঠিক কী কারণে এই ঘটনা, তার কোনও ধারণাই নেই স্থানীয় বাসিন্দাদের কাছে ৷ ভরসন্ধেয় দুষ্কৃতী হামলায় ছাত্রী মৃত্যু শহরের আইনশৃঙ্খলা নিয়ে তুলে দিয়েছে বড়সড় প্রশ্ন ৷ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ৷ ওই যুবকের সঙ্গে তরুণী কোনও সম্পর্কে ছিলেন কি না কিংবা প্রেমে প্রত্যাখ্যাত হওয়ার কোনও বিষয় কাজ করছে কি না খতিয়ে দেখছে পুলিশ ৷

বহরমপুর, 2 মে : মেস থেকে ডেকে নিয়ে গিয়ে বহরমপুরে কলেজ ছাত্রীকে খুন ৷ এলোপাথাড়ি কুপিয়ে ওই ছাত্রীকে খুন করা হয়েছে বলে অভিযোগ ৷ সোমবার ভরসন্ধের এই ঘটনায় বহরমপুরের শহিদ সূর্য সেন রোডে আতঙ্কে স্থানীয় বাসিন্দারা (Berhampore college student killed by two goons in front of local people) । আশঙ্কাজনক অবস্থায় ওই কলেজ পড়ুয়াকে প্রথমে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও বাঁচানো সম্ভব হয়নি ৷ বহরমপুর কৃষ্ণনাথ কলেজের তৃতীয় বর্ষের ওই পড়ুয়া সুতপা চৌধুরী মালদার ইংরেজবাজার এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে ৷

পড়াশোনার সুবিধার কারণে বহরমপুরের শহিদ সূর্য সেন রোডের একটি মেসেই মৃতা থাকতেন বলে জানা গিয়েছে ৷ সোমবার সন্ধেয় দুই যুবক এসে তাঁকে মেস থেকে ডেকে নিয়ে যায় ৷ এরপর মেসের সামনের রাস্তাতেই তরুণীকে এলোপাথাড়ি কোপাতে থাকে ওই যুবক ৷ প্রতিবেশীরা বাধা দিতে এলে আগ্নেয়াস্ত্র নিয়ে ভয় দেখিয়ে পিছনের গলি দিয়ে পালিয়ে যায় সে ৷ স্বভাবতই ঘটনার পর থেকে থমথমে এলাকা ৷

আরও পড়ুন : ঝগড়ার মাঝেই স্ত্রীকে গুলি স্বামীর, লক্ষ্যভ্রষ্ট হয়ে মৃত কলেজ ছাত্রী

ঠিক কী কারণে এই ঘটনা, তার কোনও ধারণাই নেই স্থানীয় বাসিন্দাদের কাছে ৷ ভরসন্ধেয় দুষ্কৃতী হামলায় ছাত্রী মৃত্যু শহরের আইনশৃঙ্খলা নিয়ে তুলে দিয়েছে বড়সড় প্রশ্ন ৷ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ৷ ওই যুবকের সঙ্গে তরুণী কোনও সম্পর্কে ছিলেন কি না কিংবা প্রেমে প্রত্যাখ্যাত হওয়ার কোনও বিষয় কাজ করছে কি না খতিয়ে দেখছে পুলিশ ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.