ETV Bharat / city

কল্যাণীতে যুবকের মৃতদেহ উদ্ধার, বিবির নিকাহ বহির্ভূত সম্পর্কের জেরে খুন ? - Baldanga police

প্রায় একমাস নিখোঁজ থাকার পর উদ্ধার যুবকের মৃতদেহ । যুবকের বিবি ও তার পরিবারের বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছে ।

baldanga-residents-body-recovered-in-kalyani
অবৈধ সম্পর্কের জেরে শওহরকে হত্যা
author img

By

Published : Feb 9, 2020, 12:04 AM IST

বেলডাঙা, 8 ফেব্রুয়ারি : বস্তাবন্দী অবস্থায় উদ্ধার যুবকের মৃতদেহ । গতকাল এই মৃতদেহ উদ্ধার হয় । কল্যাণী থানার পুলিশ প্রাথমিক তদন্ত করে জানতে পারে মৃতের নাম আবুল কালাম আজাদ । বেলডাঙার পাওয়ার হাউজ় পাড়ার বাসিন্দা । সেই মতো বহরমপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ।

মৃত যুবকের পরিবারের অভিযোগ, আবুলকে খুন করেছে তার বিবির বাড়ির লোকজন । এই মর্মে বেলডাঙা থানায় অভিযোগ দায়ের হয়েছে । পুলিশের তরফে জানা গেছে, বিবি সালমা, মামা সিরাজুল, পরিবারের আরও দুই সদস্য সিম্পল ও মহব্বতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে । তবে অভিযুক্তরা পলাতক ।

মাস ছয়েক আগে পাশের গ্রাম বড়ুয়ার সালমার সঙ্গে পাওয়ার হাউজ়়ের বাসিন্দা আবুলের নিকাহ হয় । পরিবার সূত্রে জানা যায়, সালমা নিকাহ বহির্ভূত সম্পর্কে জড়িত । বেশ কয়েকদিন ধরে পরিবারে অশান্তি লেগে ছিল । এমন কী, সালমার পরিবারের লোকজন আবুলকে প্রাণে মারার হুমকি দেয় ।

জানুয়ারি মাসের 10 তারিখ থেকে আবুল নিখোঁজ ছিল । এরপর গতকাল কল্যাণী থেকে বস্তাবন্দী মৃতদেহ উদ্ধার হয় । পরিচয় মেলার পর পরিবারের লোকজন বেলডাঙায় থানায় যোগাযোগ করে ।

বেলডাঙা, 8 ফেব্রুয়ারি : বস্তাবন্দী অবস্থায় উদ্ধার যুবকের মৃতদেহ । গতকাল এই মৃতদেহ উদ্ধার হয় । কল্যাণী থানার পুলিশ প্রাথমিক তদন্ত করে জানতে পারে মৃতের নাম আবুল কালাম আজাদ । বেলডাঙার পাওয়ার হাউজ় পাড়ার বাসিন্দা । সেই মতো বহরমপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ।

মৃত যুবকের পরিবারের অভিযোগ, আবুলকে খুন করেছে তার বিবির বাড়ির লোকজন । এই মর্মে বেলডাঙা থানায় অভিযোগ দায়ের হয়েছে । পুলিশের তরফে জানা গেছে, বিবি সালমা, মামা সিরাজুল, পরিবারের আরও দুই সদস্য সিম্পল ও মহব্বতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে । তবে অভিযুক্তরা পলাতক ।

মাস ছয়েক আগে পাশের গ্রাম বড়ুয়ার সালমার সঙ্গে পাওয়ার হাউজ়়ের বাসিন্দা আবুলের নিকাহ হয় । পরিবার সূত্রে জানা যায়, সালমা নিকাহ বহির্ভূত সম্পর্কে জড়িত । বেশ কয়েকদিন ধরে পরিবারে অশান্তি লেগে ছিল । এমন কী, সালমার পরিবারের লোকজন আবুলকে প্রাণে মারার হুমকি দেয় ।

জানুয়ারি মাসের 10 তারিখ থেকে আবুল নিখোঁজ ছিল । এরপর গতকাল কল্যাণী থেকে বস্তাবন্দী মৃতদেহ উদ্ধার হয় । পরিচয় মেলার পর পরিবারের লোকজন বেলডাঙায় থানায় যোগাযোগ করে ।

Intro:অবৈধ সম্পর্কের কারণে স্বামীকে হত্যার অভিযোগ স্ত্রী সহ তার পরিবারের বিরুদ্ধে।Body:অবৈধ সম্পর্কের কারণে স্বামীকে হত্যার অভিযোগ স্ত্রী সহ তার পরিবারের বিরুদ্ধে।

বেলডাঙার পাওয়ার হাউজ পাড়ার নিবাসী আবুল কালাম আজাদ (১৭)। বিয়ে হয় সালমা নামক একটি মেয়ের সাথে। জানুয়ারী মাসের ১০ তারিখ থেকে সে নিখোঁজ ছিল। শুক্রবার তার লাশ উদ্ধার হয় কল্যানী থেকে। পরিবার সূত্রে জানা গেছে আবুলের সাথে সালমার বিয়ে হওয়া সত্ত্বেও সালমার একটি অবৈধ সম্পর্ক ছিল একটি ছেলের সাথে। বিয়ের পর থেকেই নানান কারণে সালমার পরিবারের বেশ কিছু জন আবুল কালামকে প্রাণে মারার হুমকি দেয় বারংবার এবং সেইসঙ্গে আবুলের পরিবারকেও নানান রকম হুমকি শিকার হতে হয়েছে। গত জানুয়ারি মাসের ১০ তারিখ থেকে নিখোঁজ ছিল। সালমার সঙ্গে দেখা করতে যাচ্ছে বলে বেরিয়েছিল বাড়ি থেকে তার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। গতকাল কল্যাণী থানা থেকে বস্তাবন্দী লাশ উদ্ধার করে এবং নাম পরিচয় পেয়ে তার বাড়ির লোকের সঙ্গে বেলডাঙ্গায় যোগাযোগ করে কল্যাণী থানার পুলিশ। এবং সেই লাশ পরিবারের কাছে পাঠানো হয় শুক্রবার। মৃতের পরিবারের লোকেরা সরাসরি তার মামা সিরাজুল, তার স্ত্রী সালমা এবং অপর দুই ব্যক্তি সিম্পল ও মহব্বতের বিরুদ্ধে। আজ বেলডাঙা থানায় আবুলের পরিবার এই চার জনের নামে অভিযোগ দায়ের করেন।Conclusion:শনিবার বেলডাঙা থানায় আবুলের পরিবার চার জনের নামে অভিযোগ দায়ের করেন।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.