বেলডাঙা, 8 ফেব্রুয়ারি : বস্তাবন্দী অবস্থায় উদ্ধার যুবকের মৃতদেহ । গতকাল এই মৃতদেহ উদ্ধার হয় । কল্যাণী থানার পুলিশ প্রাথমিক তদন্ত করে জানতে পারে মৃতের নাম আবুল কালাম আজাদ । বেলডাঙার পাওয়ার হাউজ় পাড়ার বাসিন্দা । সেই মতো বহরমপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ।
মৃত যুবকের পরিবারের অভিযোগ, আবুলকে খুন করেছে তার বিবির বাড়ির লোকজন । এই মর্মে বেলডাঙা থানায় অভিযোগ দায়ের হয়েছে । পুলিশের তরফে জানা গেছে, বিবি সালমা, মামা সিরাজুল, পরিবারের আরও দুই সদস্য সিম্পল ও মহব্বতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে । তবে অভিযুক্তরা পলাতক ।
মাস ছয়েক আগে পাশের গ্রাম বড়ুয়ার সালমার সঙ্গে পাওয়ার হাউজ়়ের বাসিন্দা আবুলের নিকাহ হয় । পরিবার সূত্রে জানা যায়, সালমা নিকাহ বহির্ভূত সম্পর্কে জড়িত । বেশ কয়েকদিন ধরে পরিবারে অশান্তি লেগে ছিল । এমন কী, সালমার পরিবারের লোকজন আবুলকে প্রাণে মারার হুমকি দেয় ।
জানুয়ারি মাসের 10 তারিখ থেকে আবুল নিখোঁজ ছিল । এরপর গতকাল কল্যাণী থেকে বস্তাবন্দী মৃতদেহ উদ্ধার হয় । পরিচয় মেলার পর পরিবারের লোকজন বেলডাঙায় থানায় যোগাযোগ করে ।