ETV Bharat / city

Baharampur College Student Murder : বহরমপুরে ছাত্রী খুনের ঘটনায় রাজ্যের নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন তুললেন অধীর - Baharampur College Student Murder

মেস থেকে ডেকে ছাত্রীকে খুনের ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী (Baharampur College Student Murder) ৷ একের পর এক নারী নির্যাতনের ঘটনায় রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী ।

Baharampur Crime News
রাজ্যের নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন তুললেন অধীর
author img

By

Published : May 3, 2022, 11:26 AM IST

বহরমপুর, 3 মে : বহরমপুরের মেস থেকে ডেকে ছাত্রীকে খুনের ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ । সোমবার রাতে 34 নম্বর জাতীয় সড়কের উপর সামশেরগঞ্জ থেকে গ্রেফতার করা হয় অভিযুক্ত সুশান্ত চৌধুরীকে । ধৃতের বাড়ি মালদার পাকুড়িয়া থানার বীরগঞ্জে ।

মৃত ছাত্রী সুতপা চৌধুরী মালদা শহরের এয়ারভিউ কমপ্লেক্সের বাসিন্দা । প্রাথমিকভাবে পুলিশের সন্দেহ, প্রেমের সম্পর্কে ছেদ পড়ায় আক্রোশের জেরেই খুন করা হয়েছে । একসময় ওই পাড়াতেই থাকতেন অধীররঞ্জন চৌধুরী । সোমবার রাতেই ঘটনাস্থলে যান তিনি । রাজ্যে একের পর এক নারী নির্যাতনের ঘটনায় রাজ্য সরকার ও পুলিশ প্রশাসনের উপর ক্ষোভ উগড়ে দেন প্রদেশ কংগ্রেস সভাপতি (Adhir Chowdhury blames WB State Govt) ।

রাজ্য সরকার ও পুলিশ প্রশাসনের উপর ক্ষোভ উগড়ে দেন প্রদেশ কংগ্রেস সভাপতি

সোমবার সন্ধ্যায় রাস্তার উপর বহরমপুর গার্লস কলেজের তৃতীয়বর্ষের ছাত্রীকে ধারালো অস্ত্র দিতে কুপিয়ে খুন করা হয় । স্থানীয়রা দুষ্কৃতীকে তাড়া করলে আগ্নেয়াস্ত্র দেখিয়ে পালিয়ে যায় । খুনের পর একটি পিকআপ ভ্যানে মালদায় ফিরছিল আততায়ী । সেখান থেকেই তাকে গ্রেফতার করে পুলিশ ৷ পুলিশ সুপার কে শবরী রাজকুমার বলেন, "সুশান্তকে জিজ্ঞাসাবাদ করে গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ।"

আরও পড়ুন : পদার্থবিদ্যার মেধাবী ছাত্রী সুতপার পরিচিতি ছিল ভাল মেয়ে বলে

বহরমপুর, 3 মে : বহরমপুরের মেস থেকে ডেকে ছাত্রীকে খুনের ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ । সোমবার রাতে 34 নম্বর জাতীয় সড়কের উপর সামশেরগঞ্জ থেকে গ্রেফতার করা হয় অভিযুক্ত সুশান্ত চৌধুরীকে । ধৃতের বাড়ি মালদার পাকুড়িয়া থানার বীরগঞ্জে ।

মৃত ছাত্রী সুতপা চৌধুরী মালদা শহরের এয়ারভিউ কমপ্লেক্সের বাসিন্দা । প্রাথমিকভাবে পুলিশের সন্দেহ, প্রেমের সম্পর্কে ছেদ পড়ায় আক্রোশের জেরেই খুন করা হয়েছে । একসময় ওই পাড়াতেই থাকতেন অধীররঞ্জন চৌধুরী । সোমবার রাতেই ঘটনাস্থলে যান তিনি । রাজ্যে একের পর এক নারী নির্যাতনের ঘটনায় রাজ্য সরকার ও পুলিশ প্রশাসনের উপর ক্ষোভ উগড়ে দেন প্রদেশ কংগ্রেস সভাপতি (Adhir Chowdhury blames WB State Govt) ।

রাজ্য সরকার ও পুলিশ প্রশাসনের উপর ক্ষোভ উগড়ে দেন প্রদেশ কংগ্রেস সভাপতি

সোমবার সন্ধ্যায় রাস্তার উপর বহরমপুর গার্লস কলেজের তৃতীয়বর্ষের ছাত্রীকে ধারালো অস্ত্র দিতে কুপিয়ে খুন করা হয় । স্থানীয়রা দুষ্কৃতীকে তাড়া করলে আগ্নেয়াস্ত্র দেখিয়ে পালিয়ে যায় । খুনের পর একটি পিকআপ ভ্যানে মালদায় ফিরছিল আততায়ী । সেখান থেকেই তাকে গ্রেফতার করে পুলিশ ৷ পুলিশ সুপার কে শবরী রাজকুমার বলেন, "সুশান্তকে জিজ্ঞাসাবাদ করে গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ।"

আরও পড়ুন : পদার্থবিদ্যার মেধাবী ছাত্রী সুতপার পরিচিতি ছিল ভাল মেয়ে বলে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.