ETV Bharat / city

মুর্শিদাবাদে কোরোনায় মৃত 2, আক্রান্ত 81 - মুর্শিদাবাদ কোরোনা আপডেট

মুর্শিদাবাদে একদিনে কোরোনায় আক্রান্ত 81 জন ৷ মৃত্যু হয়েছে 2 জনের ৷ মোট আক্রান্তের সংখ্যা 1 হাজার 384 জন ৷

ছবি
ছবি
author img

By

Published : Aug 14, 2020, 2:17 PM IST

বহরমপুর, 14 অগাস্ট : জেলায় একদিনে কোরোনায় আক্রান্ত হয়ে মৃত দুই ৷ একদিনে সর্বোচ্চ কোরোনা আক্রান্ত 81 জন ।

এখনও পর্যন্ত মুর্শিদাবাদে মোট আক্রান্তের সংখ্যা 1 হাজার 384 জন ৷ তার মধ্যে চিকিৎসাধীন রয়েছেন 502 জন ৷ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 869 জন ৷ মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 13 জন ৷

গতকাল কোরোনা হাসপাতালে চিকিৎসাধীন দু'জনের মৃত্যুর ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে ৷ মৃতদের একজনের বাড়ি খড়গ্রাম ব্লকে অন্যজন ডোমকল ব্লকের বাসিন্দা ৷ জেলায় সবথেকে বেশি আক্রান্তের হদিস মিলেছে জঙ্গিপুর মহকুমা থেকে ৷ এছাড়াও আক্রান্তের তালিকায় রয়েছে কয়েকজন স্বাস্থ্যকর্মী ও পুলিশকর্মীর নাম ৷

বহরমপুর, 14 অগাস্ট : জেলায় একদিনে কোরোনায় আক্রান্ত হয়ে মৃত দুই ৷ একদিনে সর্বোচ্চ কোরোনা আক্রান্ত 81 জন ।

এখনও পর্যন্ত মুর্শিদাবাদে মোট আক্রান্তের সংখ্যা 1 হাজার 384 জন ৷ তার মধ্যে চিকিৎসাধীন রয়েছেন 502 জন ৷ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 869 জন ৷ মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 13 জন ৷

গতকাল কোরোনা হাসপাতালে চিকিৎসাধীন দু'জনের মৃত্যুর ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে ৷ মৃতদের একজনের বাড়ি খড়গ্রাম ব্লকে অন্যজন ডোমকল ব্লকের বাসিন্দা ৷ জেলায় সবথেকে বেশি আক্রান্তের হদিস মিলেছে জঙ্গিপুর মহকুমা থেকে ৷ এছাড়াও আক্রান্তের তালিকায় রয়েছে কয়েকজন স্বাস্থ্যকর্মী ও পুলিশকর্মীর নাম ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.