ETV Bharat / city

চুরুলিয়ায় বাইক দুর্ঘটনায় মৃত 2 - Asansol

আজ বিকেলে চুরুলিয়ার দিক থেকে দু'টি মোটর বাইক প্রচণ্ড গতিতে আসছিল । সেই সময় একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে গার্ড ওয়ালে ধাক্কা মারে ।

Bike accident
Bike accident
author img

By

Published : Oct 13, 2020, 5:56 PM IST

আসানসোল, 13 অক্টোবর : আসানসোলের চুরুলিয়া এলাকায় দু'টি বাইকের রেষারেষির জেরে দুর্ঘটনা । মৃত্যু হল দু'জনের । গুরুতর আহত হয়েছে একজন । মৃতরা হল ধাপু শেখ(16) ও রাহুল শাহ (20) । আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি দীপ বাদ্যকর(20) ।

তিনজনই দোমোহানি তিলপাড়ার বাসিন্দা । আজ বিকেলে চুরুলিয়ার দিক থেকে দু'টি মোটর বাইক প্রচণ্ড গতিতে আসছিল । তার মধ্যে একটিতে তিনজন ছিল । সেই সময় ওই মোটর বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে গার্ড ওয়ালে ধাক্কা মারে । খবর দেওয়া হয় পুলিশে । বারাবনি থানার পুলিশ এসে তিনজনকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠায় । হাসপাতালেই ধাপু শেখ ও রাহুল শাহকে মৃত বলে ঘোষণা করা হয় । হাসপাতালে ভরতি রয়েছেন দীপ বাদ্যকর । তাঁর মাথায় ও বুকে আঘাত রয়েছে ।

দীপ বাদ্যকরই বাইকটি চালাচ্ছিল বলে জানা গেছে । তবে অন্য বাইকটির কোনও খোঁজ পাওয়া যায়নি ।

আসানসোল, 13 অক্টোবর : আসানসোলের চুরুলিয়া এলাকায় দু'টি বাইকের রেষারেষির জেরে দুর্ঘটনা । মৃত্যু হল দু'জনের । গুরুতর আহত হয়েছে একজন । মৃতরা হল ধাপু শেখ(16) ও রাহুল শাহ (20) । আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি দীপ বাদ্যকর(20) ।

তিনজনই দোমোহানি তিলপাড়ার বাসিন্দা । আজ বিকেলে চুরুলিয়ার দিক থেকে দু'টি মোটর বাইক প্রচণ্ড গতিতে আসছিল । তার মধ্যে একটিতে তিনজন ছিল । সেই সময় ওই মোটর বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে গার্ড ওয়ালে ধাক্কা মারে । খবর দেওয়া হয় পুলিশে । বারাবনি থানার পুলিশ এসে তিনজনকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠায় । হাসপাতালেই ধাপু শেখ ও রাহুল শাহকে মৃত বলে ঘোষণা করা হয় । হাসপাতালে ভরতি রয়েছেন দীপ বাদ্যকর । তাঁর মাথায় ও বুকে আঘাত রয়েছে ।

দীপ বাদ্যকরই বাইকটি চালাচ্ছিল বলে জানা গেছে । তবে অন্য বাইকটির কোনও খোঁজ পাওয়া যায়নি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.