ETV Bharat / city

"অন্যেরা বলে, কিন্তু আমরাই করি", রাম মন্দির উদ্বোধনে উচ্ছ্বাস তৃণমূল মন্ত্রীর - আসানসোলে রামমন্দিরের উদ্বোধন তৃণমূল মন্ত্রীর

অযোধ্যার আগেই আসানসোলে রাম মন্দিরের উদ্বোধন ! আসানসোলের 23 নম্বর ওয়ার্ডের চাঁদমারিতে উদ্বোধন হল রাম মন্দিরের। আজ রাজ্যের শ্রম এবং আইনমন্ত্রী মলয় ঘটকই করলেন এই মন্দিরের উদ্বোধন।

malay ghatak
রামমন্দিরের উদ্বোধন তৃণমূল মন্ত্রীর
author img

By

Published : Jul 31, 2020, 9:37 PM IST

আসানসোল, 31 জুলাই : রামের আশ্রয় নিচ্ছেন তৃণমূল নেতারাও ! অযোধ্যার রাম মন্দিরের ভূমি পূজনের দিন 5 অগাস্ট ৷ মূল মন্দির নির্মাণ হতে এখনও অনেক দেরি ৷ তার আগেই আসানসোলে রাম মন্দিরের উদ্বোধন হয়ে গেল। কোরোনা সংক্রমণের সময় সামাজিক দূরত্বকে বুড়ো আঙ্গুল দেখিয়ে জমজমাট আয়োজন হল মন্দির উদ্বোধনের ৷ আসানসোলের 23 নম্বর ওয়ার্ডের চাঁদমারিতে উদ্বোধন হল রাম মন্দিরের। আজ রাজ্যের শ্রম এবং আইনমন্ত্রী মলয় ঘটকই করলেন এই মন্দিরের উদ্বোধন। উপস্থিত ছিলেন আসানসোলের মেয়র পারিষদ অভিজিৎ ঘটক, স্থানীয় কাউন্সিলর CK রেশমা সহ অন্যান্যরা। কোরোনা আবহে এধরণের অনুষ্ঠান দেখে অবাক স্থানীয় বাসিন্দারাও ৷ রাজ্যের একজন মন্ত্রীর উপস্তিতিতেও কিভাবে সামাজিক দূরত্বকে অগ্রাহ্য করা হল তা নিয়ে প্রশ্ন তুলেছে ওয়াকিবহাল মহলও ৷ সামনে বিধানসভা ভোট ৷ তাই রাম ইশুতেও BJP-র সঙ্গে টক্কর লাগাতে চায় তৃণমূলও ৷ খুশি মনে মন্ত্রী মলয় ঘটকের দাবি," অন্যরা বলে ৷ কিন্তু মন্দির তৈরি করি আমরাই।" এই "অন্য" অর্থাৎ BJP-কে রাজ্যে রাম মন্দির উদ্বোধনে পিছনে ফেলায় বেজায় খুশি মন্ত্রীও ৷

প্রায় 5 বছর আগে আসানসোলের চাঁদমারি এলাকার বাসিন্দারা দাবি করেছিল একটি রাম মন্দির তৈরি করতে হবে এলাকায়। সেইমতো স্থানীয় কাউন্সিলর উদ্যোগ নিয়েছিলেন রাম মন্দির তৈরি করার। এতদিন পর সেই মন্দির সম্পূর্ণ হল। তবে শুধু রাম মন্দির নয় ৷ ওই মন্দির চত্বরে একটি গণেশ মন্দির এবং একটি হনুমানের মন্দির পৃথকভাবে করা হয়েছে। আজ একটি অনুষ্ঠানের মাধ্যমে রাম মন্দির সহ ওই তিনটি মন্দির উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক।


গতকাল থেকেই এই মন্দির উদ্বোধন উপলক্ষে শুরু হয়েছে রামায়ণ পাঠ ৷ এবং তা আজ সারারাত পর্যন্ত চলবে বলে জানা গিয়েছে। এছাড়াও কলস যাত্রা সহ অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এই মন্দির উদ্বোধন উপলক্ষে। প্রচুর জনসমাগম হয়েছিল এই কোভিড পরিস্থিতিতে। যদিও আজকের মন্দির উদ্বোধন সময়কালে যে অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল তাতে সামাজিক দূরত্ব রাখা হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় কাউন্সিলর CK রেশমা।

এদিন মন্দির উদ্বোধন ছাড়াও উদ্বোধনী মঞ্চ থেকে শতাধিক মানুষকে বস্ত্র দান করেন মন্ত্রী মলয় ঘটক। জানা গিয়েছে পৌরনিগমের অনুদান এবং স্থানীয় বেশকিছু মানুষ ও ব্যবসায়ীদের অনুদানে এই মন্দিরটি গড়ে উঠেছে। মন্দির তৈরিতে উদ্যোগী ভূমিকা নিয়েছিলেন কাউন্সিলরও। অনুষ্ঠানে মলয় ঘটক তাঁর বক্তব্য রাখতে গিয়ে বলেন "গত 5 বছর আগে এই এলাকাটি ঘেরা হয়েছিল মন্দির তৈরি করার জন্য। আজ মন্দির তৈরি হয়েছে এবং তা উদ্বোধন হল। তবে শুধু মন্দির নয় এই অঞ্চলে একটি স্কুলকেও খুব সুন্দরভাবে নির্মাণ করা হয়েছে। তা ছাড়াও প্রচুর উন্নয়নমূলক কাজ এই অঞ্চলের কাউন্সিলর রেশমা করেছেন।" মলয় ঘটক দাবি করেন "পরিবর্তনের পর থেকে আসানসোলে যতগুলি মন্দির তৈরি হয়েছে সব মন্দির আমাদের বিধায়ক, কাউন্সিলররা তৈরি করেছেন। অনেক পুরোনো মন্দিরকে নতুন ভাবে রূপ দেওয়া হচ্ছে। অন্যরা বলে ৷ কিন্তু মন্দির তৈরি করি আমরাই।"

আসানসোল, 31 জুলাই : রামের আশ্রয় নিচ্ছেন তৃণমূল নেতারাও ! অযোধ্যার রাম মন্দিরের ভূমি পূজনের দিন 5 অগাস্ট ৷ মূল মন্দির নির্মাণ হতে এখনও অনেক দেরি ৷ তার আগেই আসানসোলে রাম মন্দিরের উদ্বোধন হয়ে গেল। কোরোনা সংক্রমণের সময় সামাজিক দূরত্বকে বুড়ো আঙ্গুল দেখিয়ে জমজমাট আয়োজন হল মন্দির উদ্বোধনের ৷ আসানসোলের 23 নম্বর ওয়ার্ডের চাঁদমারিতে উদ্বোধন হল রাম মন্দিরের। আজ রাজ্যের শ্রম এবং আইনমন্ত্রী মলয় ঘটকই করলেন এই মন্দিরের উদ্বোধন। উপস্থিত ছিলেন আসানসোলের মেয়র পারিষদ অভিজিৎ ঘটক, স্থানীয় কাউন্সিলর CK রেশমা সহ অন্যান্যরা। কোরোনা আবহে এধরণের অনুষ্ঠান দেখে অবাক স্থানীয় বাসিন্দারাও ৷ রাজ্যের একজন মন্ত্রীর উপস্তিতিতেও কিভাবে সামাজিক দূরত্বকে অগ্রাহ্য করা হল তা নিয়ে প্রশ্ন তুলেছে ওয়াকিবহাল মহলও ৷ সামনে বিধানসভা ভোট ৷ তাই রাম ইশুতেও BJP-র সঙ্গে টক্কর লাগাতে চায় তৃণমূলও ৷ খুশি মনে মন্ত্রী মলয় ঘটকের দাবি," অন্যরা বলে ৷ কিন্তু মন্দির তৈরি করি আমরাই।" এই "অন্য" অর্থাৎ BJP-কে রাজ্যে রাম মন্দির উদ্বোধনে পিছনে ফেলায় বেজায় খুশি মন্ত্রীও ৷

প্রায় 5 বছর আগে আসানসোলের চাঁদমারি এলাকার বাসিন্দারা দাবি করেছিল একটি রাম মন্দির তৈরি করতে হবে এলাকায়। সেইমতো স্থানীয় কাউন্সিলর উদ্যোগ নিয়েছিলেন রাম মন্দির তৈরি করার। এতদিন পর সেই মন্দির সম্পূর্ণ হল। তবে শুধু রাম মন্দির নয় ৷ ওই মন্দির চত্বরে একটি গণেশ মন্দির এবং একটি হনুমানের মন্দির পৃথকভাবে করা হয়েছে। আজ একটি অনুষ্ঠানের মাধ্যমে রাম মন্দির সহ ওই তিনটি মন্দির উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক।


গতকাল থেকেই এই মন্দির উদ্বোধন উপলক্ষে শুরু হয়েছে রামায়ণ পাঠ ৷ এবং তা আজ সারারাত পর্যন্ত চলবে বলে জানা গিয়েছে। এছাড়াও কলস যাত্রা সহ অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এই মন্দির উদ্বোধন উপলক্ষে। প্রচুর জনসমাগম হয়েছিল এই কোভিড পরিস্থিতিতে। যদিও আজকের মন্দির উদ্বোধন সময়কালে যে অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল তাতে সামাজিক দূরত্ব রাখা হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় কাউন্সিলর CK রেশমা।

এদিন মন্দির উদ্বোধন ছাড়াও উদ্বোধনী মঞ্চ থেকে শতাধিক মানুষকে বস্ত্র দান করেন মন্ত্রী মলয় ঘটক। জানা গিয়েছে পৌরনিগমের অনুদান এবং স্থানীয় বেশকিছু মানুষ ও ব্যবসায়ীদের অনুদানে এই মন্দিরটি গড়ে উঠেছে। মন্দির তৈরিতে উদ্যোগী ভূমিকা নিয়েছিলেন কাউন্সিলরও। অনুষ্ঠানে মলয় ঘটক তাঁর বক্তব্য রাখতে গিয়ে বলেন "গত 5 বছর আগে এই এলাকাটি ঘেরা হয়েছিল মন্দির তৈরি করার জন্য। আজ মন্দির তৈরি হয়েছে এবং তা উদ্বোধন হল। তবে শুধু মন্দির নয় এই অঞ্চলে একটি স্কুলকেও খুব সুন্দরভাবে নির্মাণ করা হয়েছে। তা ছাড়াও প্রচুর উন্নয়নমূলক কাজ এই অঞ্চলের কাউন্সিলর রেশমা করেছেন।" মলয় ঘটক দাবি করেন "পরিবর্তনের পর থেকে আসানসোলে যতগুলি মন্দির তৈরি হয়েছে সব মন্দির আমাদের বিধায়ক, কাউন্সিলররা তৈরি করেছেন। অনেক পুরোনো মন্দিরকে নতুন ভাবে রূপ দেওয়া হচ্ছে। অন্যরা বলে ৷ কিন্তু মন্দির তৈরি করি আমরাই।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.