ETV Bharat / city

Dilip Ghosh on CBI Enquiry : তৃণমূল কর্মীদেরই রাজ্য পুলিশে আস্থা নেই, দাবি দিলীপের - দিলীপ ঘোষ সিবিআই তদন্ত

বুধবার আসানসোলের বার্নপুর বাসস্ট্যান্ডে আয়োজিত একটি চা চক্রে যোগ দেন দিলীপ ঘোষ ৷ সেখানে রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন তিনি (Dilip Ghosh on Law and Order) ৷ সম্প্রতি জলপাইগুড়িতে এক তৃণমূল নেতা খুন হন ৷ সেই ঘটনায় স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফেই সিবিআই তদন্তের দাবি (CBI Enquiry on TMC Leader Murder) উঠেছে ৷ দিলীপের দাবি, শাসকদলের নেতা, কর্মীদেরই রাজ্য পুলিশের উপর আস্থা নেই ৷ সেই কারণেই তাঁরা সিবিআই তদন্তের দাবি তুলছেন ৷

tmc workers do not have faith on state police, says dilip ghosh
Dilip Ghosh on CBI Enquiry : তৃণমূল কর্মীদেরই রাজ্য পুলিশে আস্থা নেই, দাবি দিলীপের
author img

By

Published : Nov 24, 2021, 4:46 PM IST

আসানসোল, 24 নভেম্বর : জলপাইগুড়িতে তৃণমূল নেতা খুনের ঘটনায় সিবিআই তদন্তের দাবি (CBI Enquiry on TMC Leader Murder) করেছেন শাসকদলেরই স্থানীয় নেতানেত্রীরা ৷ বাংলায় আইনের শাসন ভেঙে পড়েছে বলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে ৷ এমনটাই মনে করছেন বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh on Law and Order) ৷ বুধবার আসানসোলের বার্নপুর বাসস্ট্যান্ডে আয়োজিত একটি চা চক্রে হাজির হয়েছিলেন তিনি ৷ সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যে আইন-শৃঙ্খলার অবনতি নিয়ে তোপ দাগেন দিলীপ ৷

আরও পড়ুন : Dilip Ghosh targets TMC : রাজ্য জুড়ে সন্ত্রাসের পরিবেশ তৈরি হয়েছে : দিলীপ ঘোষ

দিলীপের অভিযোগ, রাজ্যের সর্বত্রই রাজনৈতিক খুনের ঘটনা ঘটছে ৷ এমনকী, শাসকদলের নেতা, কর্মীরাও প্রাণ হারাচ্ছেন ৷ এর জন্য তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকেই দায়ী করেছেন বিজেপির জাতীয় সহ-সভাপতি ৷ তাঁর মতে, রাজ্যের পুলিশ প্রশাসনের উপর তৃণমূলের নেতা, কর্মীদেরও ভরসা নেই ৷ সেই কারণেই তাঁরা সিবিআই তদন্তের দাবিতে সোচ্চার হচ্ছেন ৷ আগে যে দাবি বিরোধী বিজেপি করত, এখন সেই দাবিই শোনা যাচ্ছে শাসক শিবিরের গলায় ৷ দিলীপের বক্তব্য, রাজ্যের আইন-শৃঙ্খলা ধীরে ধীরে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের (Dilip Ghosh on Mamata Banerjee) হাতের বাইরে চলে যাচ্ছে !

চব্বিশের লোকসভা নির্বাচনের আগেই সর্বভারতীয় স্তরে দলের ভিত আরও পোক্ত করতে চাইছে তৃণমূল নেতৃত্ব ৷ অসম, গোয়া, ত্রিপুরা ছাড়াও অন্যান্য রাজ্যে সংগঠন তৈরির কাজ শুরু হয়েছে ৷ এদিকে, ত্রিপুরায় লাগাতার তাঁদের উপর হামলা চালানো হচ্ছে বলে দাবি তৃণমূলের নেতা, কর্মীদের ৷ এমনকী, সে রাজ্যে পৌর নির্বাচনের আগে তৃণমূল প্রার্থীদেরও নানাভাবে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ ৷

আরও পড়ুন : Dilip Ghosh slams TMC : ওয়াশিংটনে যান, পারলে রাষ্ট্রপুঞ্জেও যান ; দিল্লিতে তৃণমূল সাংসদদের ধর্নাকে কটাক্ষ দিলীপের

এ নিয়ে প্রশ্ন করা হলে দিলীপ অবশ্য তৃণমূলের অভিযোগ উড়িয়ে দেন ৷ বরং তাঁর দাবি, তৃণমূল ভোটে প্রার্থীই দিতে পারছে না ৷ অথচ প্রচারে যাচ্ছে ৷ এমনকী, মমতা বন্দ্যোপাধ্য়ায়ের চলতি দিল্লি সফর নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি দিলীপ ৷ প্রশ্ন তুলেছেন বিএসএফের এক্তিয়ার বৃদ্ধির প্রতিবাদের যৌক্তিকতা নিয়েও ৷ দিলীপ মনে করেন, যাঁরা বিএসএফকে বিশ্বাস করেন না, তাঁরা আসলে দেশের সংবিধানকেই বিশ্বাস করেন না ৷

আসানসোল, 24 নভেম্বর : জলপাইগুড়িতে তৃণমূল নেতা খুনের ঘটনায় সিবিআই তদন্তের দাবি (CBI Enquiry on TMC Leader Murder) করেছেন শাসকদলেরই স্থানীয় নেতানেত্রীরা ৷ বাংলায় আইনের শাসন ভেঙে পড়েছে বলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে ৷ এমনটাই মনে করছেন বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh on Law and Order) ৷ বুধবার আসানসোলের বার্নপুর বাসস্ট্যান্ডে আয়োজিত একটি চা চক্রে হাজির হয়েছিলেন তিনি ৷ সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যে আইন-শৃঙ্খলার অবনতি নিয়ে তোপ দাগেন দিলীপ ৷

আরও পড়ুন : Dilip Ghosh targets TMC : রাজ্য জুড়ে সন্ত্রাসের পরিবেশ তৈরি হয়েছে : দিলীপ ঘোষ

দিলীপের অভিযোগ, রাজ্যের সর্বত্রই রাজনৈতিক খুনের ঘটনা ঘটছে ৷ এমনকী, শাসকদলের নেতা, কর্মীরাও প্রাণ হারাচ্ছেন ৷ এর জন্য তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকেই দায়ী করেছেন বিজেপির জাতীয় সহ-সভাপতি ৷ তাঁর মতে, রাজ্যের পুলিশ প্রশাসনের উপর তৃণমূলের নেতা, কর্মীদেরও ভরসা নেই ৷ সেই কারণেই তাঁরা সিবিআই তদন্তের দাবিতে সোচ্চার হচ্ছেন ৷ আগে যে দাবি বিরোধী বিজেপি করত, এখন সেই দাবিই শোনা যাচ্ছে শাসক শিবিরের গলায় ৷ দিলীপের বক্তব্য, রাজ্যের আইন-শৃঙ্খলা ধীরে ধীরে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের (Dilip Ghosh on Mamata Banerjee) হাতের বাইরে চলে যাচ্ছে !

চব্বিশের লোকসভা নির্বাচনের আগেই সর্বভারতীয় স্তরে দলের ভিত আরও পোক্ত করতে চাইছে তৃণমূল নেতৃত্ব ৷ অসম, গোয়া, ত্রিপুরা ছাড়াও অন্যান্য রাজ্যে সংগঠন তৈরির কাজ শুরু হয়েছে ৷ এদিকে, ত্রিপুরায় লাগাতার তাঁদের উপর হামলা চালানো হচ্ছে বলে দাবি তৃণমূলের নেতা, কর্মীদের ৷ এমনকী, সে রাজ্যে পৌর নির্বাচনের আগে তৃণমূল প্রার্থীদেরও নানাভাবে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ ৷

আরও পড়ুন : Dilip Ghosh slams TMC : ওয়াশিংটনে যান, পারলে রাষ্ট্রপুঞ্জেও যান ; দিল্লিতে তৃণমূল সাংসদদের ধর্নাকে কটাক্ষ দিলীপের

এ নিয়ে প্রশ্ন করা হলে দিলীপ অবশ্য তৃণমূলের অভিযোগ উড়িয়ে দেন ৷ বরং তাঁর দাবি, তৃণমূল ভোটে প্রার্থীই দিতে পারছে না ৷ অথচ প্রচারে যাচ্ছে ৷ এমনকী, মমতা বন্দ্যোপাধ্য়ায়ের চলতি দিল্লি সফর নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি দিলীপ ৷ প্রশ্ন তুলেছেন বিএসএফের এক্তিয়ার বৃদ্ধির প্রতিবাদের যৌক্তিকতা নিয়েও ৷ দিলীপ মনে করেন, যাঁরা বিএসএফকে বিশ্বাস করেন না, তাঁরা আসলে দেশের সংবিধানকেই বিশ্বাস করেন না ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.