ETV Bharat / city

CNG মিলছে না, পুজোর আগে সমস্যায় 3000 অটোচালক - Auto drivers agition

বিগত তিন দিন ধরে মিলছে না CNG ৷ যার কারণে পুজোর সময়ে অটোচলকরা সমস্যার সম্মুখীন হয়েছেন ৷ দেখাচ্ছেন বিক্ষোভ ৷

ছবি
ছবি
author img

By

Published : Oct 19, 2020, 12:21 PM IST

আসানসোল, 19 অক্টোবর : তিনদিন ধরে CNG সরবরাহ বন্ধ রেখেছে গ্রেট ইস্টার্ণ এনার্জি কর্পোরেশন লিমিটেড(GEECL)। যার ফলে কোনও পেট্রল পাম্পে CNG মিলছে না । সেই কারণে আজ সকাল থেকে পেট্রল পাম্পে বিক্ষোভে নামেন অটোচালকরা । পুজোর আগে উপার্জনহীন হয়ে পড়েছেন প্রায় 3000 হাজার অটোচালক ।

আসানসোল থেকেই কোল বেড মিথেন উৎপন্ন হয় এবং CNG তৈরি হয় । দুর্গাপুর-আসানসোলে এই CNG ফিলিং স্টেশনগুলি আছে । কিন্তু গত তিনদিন ধরে আসানসোল দুর্গাপুরে কোথাও CNG পাওয়া যাচ্ছে না । ফলে অটোগুলির চাকা কার্যত থেমে গেছে । আজ সকাল থেকেও ফিলিং স্টেশনগুলিতে CNG ভরার জন্য লাইন দেয় অটোচালকরা । কিন্ত গিয়ে তাঁরা শুনতে পান আজও অজ্ঞাত কারণে CNG সরবরাহ হয়নি । এরপরেই বিক্ষোভে দেখান তাঁরা ।

CNG মিলছে না, পুজোর আগে সমস্যায় তিন হাজারের মতো অটোচালক

খবর পেয়ে আসেন তৃণমূল মোটর ওয়ার্কাস ইউনিয়নের নেতা রাজু আলুওয়ালিয়া । তিনি জানিয়েছেন, গত তিনদিন ধরে অজ্ঞাত কারণে CNG গ্যাস সাপ্লাই নেই । GEECL কোম্পানীর মনমর্জিমাফিক সিদ্ধান্তের কারণেই এই অবস্থা । এতদিন লকডাউন চলেছে । যখন অটোচলকরা উপার্জন করতে শুরু করল, তখনই গ্যাস বন্ধ করে দেওয়া হল । পুজোর আগে আসানসোলে 3 হাজার ও দুর্গাপুরে 2 হাজার অটোচালক কার্যত উপার্জনহীন হয়ে পড়লেন । আগামীকালের মধ্যে গ্যাসের সাপ্লাই চালু না হলে আবার রাস্তায় নামবেন তাঁরা । কোনও অঘটন হলে দায়ি থাকবে প্রশাসন ৷ কিন্তু কেন এই গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে তা নিয়ে কোনও মন্তব্য করতে চায়নি GEECL কর্তৃপক্ষ ।

আসানসোল, 19 অক্টোবর : তিনদিন ধরে CNG সরবরাহ বন্ধ রেখেছে গ্রেট ইস্টার্ণ এনার্জি কর্পোরেশন লিমিটেড(GEECL)। যার ফলে কোনও পেট্রল পাম্পে CNG মিলছে না । সেই কারণে আজ সকাল থেকে পেট্রল পাম্পে বিক্ষোভে নামেন অটোচালকরা । পুজোর আগে উপার্জনহীন হয়ে পড়েছেন প্রায় 3000 হাজার অটোচালক ।

আসানসোল থেকেই কোল বেড মিথেন উৎপন্ন হয় এবং CNG তৈরি হয় । দুর্গাপুর-আসানসোলে এই CNG ফিলিং স্টেশনগুলি আছে । কিন্তু গত তিনদিন ধরে আসানসোল দুর্গাপুরে কোথাও CNG পাওয়া যাচ্ছে না । ফলে অটোগুলির চাকা কার্যত থেমে গেছে । আজ সকাল থেকেও ফিলিং স্টেশনগুলিতে CNG ভরার জন্য লাইন দেয় অটোচালকরা । কিন্ত গিয়ে তাঁরা শুনতে পান আজও অজ্ঞাত কারণে CNG সরবরাহ হয়নি । এরপরেই বিক্ষোভে দেখান তাঁরা ।

CNG মিলছে না, পুজোর আগে সমস্যায় তিন হাজারের মতো অটোচালক

খবর পেয়ে আসেন তৃণমূল মোটর ওয়ার্কাস ইউনিয়নের নেতা রাজু আলুওয়ালিয়া । তিনি জানিয়েছেন, গত তিনদিন ধরে অজ্ঞাত কারণে CNG গ্যাস সাপ্লাই নেই । GEECL কোম্পানীর মনমর্জিমাফিক সিদ্ধান্তের কারণেই এই অবস্থা । এতদিন লকডাউন চলেছে । যখন অটোচলকরা উপার্জন করতে শুরু করল, তখনই গ্যাস বন্ধ করে দেওয়া হল । পুজোর আগে আসানসোলে 3 হাজার ও দুর্গাপুরে 2 হাজার অটোচালক কার্যত উপার্জনহীন হয়ে পড়লেন । আগামীকালের মধ্যে গ্যাসের সাপ্লাই চালু না হলে আবার রাস্তায় নামবেন তাঁরা । কোনও অঘটন হলে দায়ি থাকবে প্রশাসন ৷ কিন্তু কেন এই গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে তা নিয়ে কোনও মন্তব্য করতে চায়নি GEECL কর্তৃপক্ষ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.