ETV Bharat / city

ধর্মঘটে কোনও প্রভাব নেই আসানসোলে - ধর্মঘটে জনজীবন স্বাভাবিক আসানসোলে

সাধারণ ধর্মঘটে জনজীবন স্বাভাবিক আসানসোলে ।

strick has no effect
জনজীবন স্বাভাবিক
author img

By

Published : Jan 8, 2020, 7:51 AM IST

Updated : Jan 8, 2020, 8:27 AM IST

আসানসোল, 8 জানুয়ারি : বাম ট্রেড ইউনিয়নগুলোর ডাকা সাধারণ ধর্মঘটে এখনও পর্যন্ত কোনও প্রভাব নেই । রাস্তা-ঘাটে মানুষ স্বাভাবিক ভাবে চলাচল করছে । কোনও বন্ধ সমর্থকের দেখা নেই ।

আসানসোলে সকাল থেকে সরকারি, বেসরকারি বাস চলছে। ট্রেন চলাচল স্বাভাবিক। তবে শীতের কারণে রাস্তায় মানুষজন কমই । রাস্তায় মোতায়েন আছে পুলিশ। যদিও বনধ সমর্থকদের দেখা এখনও মেলেনি। পরিস্থিতি স্বাভাবিক।

জনজীবন স্বাভাবিক

দু্র্গাপুরে বেলা করেই দোকানপাট খোলে । শীতের সকাল। তাই এখনও সেভাবে বাজারহাটে ভিড় নেই ।

আসানসোল, 8 জানুয়ারি : বাম ট্রেড ইউনিয়নগুলোর ডাকা সাধারণ ধর্মঘটে এখনও পর্যন্ত কোনও প্রভাব নেই । রাস্তা-ঘাটে মানুষ স্বাভাবিক ভাবে চলাচল করছে । কোনও বন্ধ সমর্থকের দেখা নেই ।

আসানসোলে সকাল থেকে সরকারি, বেসরকারি বাস চলছে। ট্রেন চলাচল স্বাভাবিক। তবে শীতের কারণে রাস্তায় মানুষজন কমই । রাস্তায় মোতায়েন আছে পুলিশ। যদিও বনধ সমর্থকদের দেখা এখনও মেলেনি। পরিস্থিতি স্বাভাবিক।

জনজীবন স্বাভাবিক

দু্র্গাপুরে বেলা করেই দোকানপাট খোলে । শীতের সকাল। তাই এখনও সেভাবে বাজারহাটে ভিড় নেই ।

Intro:বাম ট্রেড ইউনিয়নগুলো ঢাকা বন্দে এখনো পর্যন্ত কোনো সাড়া নেই আসানসোলে সকাল থেকে সরকারি, বেসরকারি বাস চলছে। ট্রেন চলাচল স্বাভাবিক। তবে শীতের কারনে রাস্তায় মানুষের দেখা কম মিলছে। রাস্তায় মোতায়েন আছে পুলিশ। যদিও বনধ সমর্থকদের দেখা এখনও মেলেনি। পরিস্থিতি স্বাভাবিক।


Body:..


Conclusion:
Last Updated : Jan 8, 2020, 8:27 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.