ETV Bharat / city

আসানসোলে তৃণমূল কাউন্সিলর খুনে গ্রেপ্তার মাস্টারমাইন্ড শেখ টিঙ্কু - আসানসোলে তৃণমূল কাউন্সিলর খুনে গ্রেপ্তার মাস্টারমাইন্ড শেখ টিঙ্কু

আসানসোলে তৃণমূল কাউন্সিলর খুনে গ্রেপ্তার মাস্টারমাইন্ড শেখ টিঙ্কু ৷ গতকাল আসানসোল বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করে কুলটি থানার পুলিশ ৷ আজ তাকে আদালতে তোলা হয় ৷

গ্রেপ্তার মাস্টারমাইন্ড শেখ টিঙ্কু
author img

By

Published : Aug 26, 2019, 12:39 PM IST

Updated : Aug 26, 2019, 2:27 PM IST

আসানসোল, 26 অগাস্ট : আসানসোলের তৃণমূল কাউন্সিলর খুনের ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত ৷ নাম সরফরাজ শেখ ওরফে টিঙ্কু ৷ গতকাল আসানসোল বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করে কুলটি থানার পুলিশ ৷ আজ তাকে আদালতে তোলা হয় ৷

শনিবার রাতে বাড়ির সামনেই খুন হন আসানসোল পৌরনিগমের 66 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মহম্মদ খালিদ খান ৷ খালিদের ভাই মহম্মদ আরমান খান ঘটনার দিন রাতেই জানিয়েছিলেন এর পিছনে রয়েছে হাত রয়েছে আত্মীয় শেখ টিঙ্কু, শেখ কাদের ও শেখ শাহিদের ৷ এর আগেও একবার তারা খালিদকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল ৷ কিন্তু সে বার বরাত জোরে প্রাণে বেঁচে যান তিনি ৷ এমন কী খালিদের বাবার উপরও হামলা চালিয়েছিল অভিযুক্তরা ৷ অভিযোগ পেয়েই তদন্তে নামে পুলিশ ৷ গতকাল শেখ টিঙ্কুকে গ্রেপ্তার করা হয় ৷ টিঙ্কু সম্পর্কে খালিদের মাসতুতো ভাই ৷

ভিডিয়োয় দেখুন...

পুলিশের দাবি, টিঙ্কুই মাস্টারমাইন্ড ৷ তার পরিকল্পানাতেই খুন করা হয় খালিদকে ৷ পুলিশ জানিয়েছে, বাকিদের খোঁজে তল্লাশি চলছে ৷ যদিও টিঙ্কুর দাবি তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে ৷

আসানসোল, 26 অগাস্ট : আসানসোলের তৃণমূল কাউন্সিলর খুনের ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত ৷ নাম সরফরাজ শেখ ওরফে টিঙ্কু ৷ গতকাল আসানসোল বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করে কুলটি থানার পুলিশ ৷ আজ তাকে আদালতে তোলা হয় ৷

শনিবার রাতে বাড়ির সামনেই খুন হন আসানসোল পৌরনিগমের 66 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মহম্মদ খালিদ খান ৷ খালিদের ভাই মহম্মদ আরমান খান ঘটনার দিন রাতেই জানিয়েছিলেন এর পিছনে রয়েছে হাত রয়েছে আত্মীয় শেখ টিঙ্কু, শেখ কাদের ও শেখ শাহিদের ৷ এর আগেও একবার তারা খালিদকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল ৷ কিন্তু সে বার বরাত জোরে প্রাণে বেঁচে যান তিনি ৷ এমন কী খালিদের বাবার উপরও হামলা চালিয়েছিল অভিযুক্তরা ৷ অভিযোগ পেয়েই তদন্তে নামে পুলিশ ৷ গতকাল শেখ টিঙ্কুকে গ্রেপ্তার করা হয় ৷ টিঙ্কু সম্পর্কে খালিদের মাসতুতো ভাই ৷

ভিডিয়োয় দেখুন...

পুলিশের দাবি, টিঙ্কুই মাস্টারমাইন্ড ৷ তার পরিকল্পানাতেই খুন করা হয় খালিদকে ৷ পুলিশ জানিয়েছে, বাকিদের খোঁজে তল্লাশি চলছে ৷ যদিও টিঙ্কুর দাবি তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে ৷

Intro:কাউন্সিলর খুনে ধৃত মাস্টারমাইন্ড টিঙ্কু শেখ

কুলটিতে কাউন্সিলর খালিদ খানেরর খুনের ঘটনায় মূল অভিযুক্ত কে গ্রেফতার করা হল। অভিযুক্তের নাম সরফরাজ শেখ ওরফে টিঙ্কু। গতকাল তাকে আসানসোল বাস স্ট্যান্ড থেকে গ্রেপ্তার করা হয় বলে কুলটি থানার পুলিশ জানিয়েছে। আজ আসানসোল আদালতে তোলা হয় তাকে।
গত শনিবার রাতে বাড়ির সামনেই খুন হন আসানসোল পুরনিগমের ৬৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর খালিদ খান। তার ভাই মহম্মদ আরমান খান আসানসোল জেলা হাসপাতালে ঘটনার রাতেই জানিয়েছিলেন এই ঘটনার পিছনে আছে তার মাসতুতো ভাই টিঙ্কু সহ কাদের শেখ ও শাহিদ শেখ। পুলিশ এই অভিযোগ পেয়ে তদন্তে নেমে টিঙ্কু শেখকে গতকাল গ্রেপ্তার করেছে। বাকিদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
পুলিশের দাবি এই টিঙ্কু শেখই ঘটনার মূল মাস্টারমাইন্ড। টিঙ্কুর পরিকল্পনাতেই খুন করা হয়েছিল খালেদ খানকে। আজ আসানসোল আদালতে তোলা হয় টিঙ্কু শেখকে। যদিও টিঙ্কু শেখের অভিযোগ তাকে মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে।Body:..Conclusion:
Last Updated : Aug 26, 2019, 2:27 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.