ETV Bharat / city

"আম্বেদকরের কাছে শিক্ষক দিবসের গুরুত্ব ছিল", ইতিহাস গুলিয়ে বললেন মেয়র পারিষদ ! - আম্বেদকরের কাছে শিক্ষক দিবসের গুরুত্ব ছিল

"দিওয়ালি, দুর্গাপুজো, ছটপুজোর মতই শিক্ষক দিবস মহাপার্বণ ৷ শুধু তাই নয়, আম্বেদকরের কাছেও এই দিনটির খুব গুরুত্ব ছিল ৷ তাঁর দৃষ্টি ছিল এই দিনটির উপরে ৷ যেমনভাবে আমরা বাবা, মা-কে সম্মান করা বাচ্চাদের শেখাই, তেমনই স্কুলের শিক্ষকদেরও সম্মানিত করা হোক ৷" শিক্ষক দিবস সম্পর্কে এমনই সব তথ্য দিলেন খোদ আসানসোল পৌরনিগমের শিক্ষা বিভাগের মেয়র পারিষদ অঞ্জনা শর্মা ।

অঞ্জনা শর্মা
author img

By

Published : Sep 5, 2019, 6:46 AM IST

Updated : Sep 5, 2019, 11:15 AM IST

আসানসোল, 5 সেপ্টেম্বর : "দিওয়ালি, দুর্গাপুজো, ছটপুজোর মতই শিক্ষক দিবস মহাপার্বণ ৷ শুধু তাই নয়, আম্বেদকরের কাছেও এই দিনটির খুব গুরুত্ব ছিল ৷ তাঁর দৃষ্টি ছিল এই দিনটির উপরে ৷ যেমনভাবে আমরা বাবা, মা-কে সম্মান করা বাচ্চাদের শেখাই, তেমনই স্কুলের শিক্ষকদেরও সম্মানিত করা হোক ৷" শিক্ষক দিবস সম্পর্কে এমনই সব তথ্য দিলেন খোদ আসানসোল পৌরনিগমের শিক্ষা বিভাগের মেয়র পারিষদ অঞ্জনা শর্মা ।

5 সেপ্টেম্বর দেশজুড়ে পালিত হয় শিক্ষক দিবস ৷ দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন (5 সেপ্টেম্বর, 1888) উপলক্ষ্যে এই দিনটিকে বিশেষভাবে পালন করা হয় । শিক্ষক দিবস প্রথম পালিত হয়েছিল 1962 সালে ৷ বি আর আম্বেদকর মারা গেছিলেন 1956 সালের 6 ডিসেম্বর ৷ অর্থাৎ ইতিহাসের পাতা ঘাঁটলে দেখা যায় আম্বেদকরের সঙ্গে শিক্ষক দিবস পালনের দূরদূরান্তে কোনও সম্পর্ক নেই ৷ তাঁর মৃত্যুর প্রায় 6 বছর বাদে দেশে শিক্ষক দিবস পালন শুরু হয় ৷ স্বাভাবিকভাবের অঞ্জনা শর্মার মন্তব্য নিয়ে হাসাহাসি শুরু হয়েছে বিভিন্ন মহলে ।

দেখুন ভিডিয়ো...

আসানসোল পৌরনিগম বিগত কয়েকবছর ধরে শিক্ষক দিবসে শিক্ষকদের সম্মানিত করতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করছে । কেন এই বিশেষ অনুষ্ঠান ? শিক্ষক দিবস আসলে কী ? এরই উত্তরে অঞ্জনা শর্মা বলেন, "শিক্ষক দিবস আমাদের দেশে গুরুজনদের বড় উৎসব ৷ দিওয়ালি, দুর্গাপুজো, ছটপুজোর মতই শিক্ষক দিবস মহাপার্বণ ৷ যা সব বাচ্চারা মিলিতভাবে পালন করে ৷ 365 দিনে এক বছর হয় ৷ 364 তম দিনে শিক্ষকরা এই দিনটার অপেক্ষা করেন যে বাচ্চারা আমাদের সম্মানিত করবে ৷ তাঁরা খুব খুশি হন ৷ এটা নয় যে শিক্ষকদেরই বাচ্চারা গিফট দেয় ৷ শিক্ষকরাও বাচ্চাদের মিষ্টি খাওয়ান ৷ বাচ্চারা সম্মান দেয় তো । তার চেয়ে বেশি শিক্ষকরা সম্মান দেন ৷ তাঁরা সম্মান পেয়ে গর্বিত হন ৷"

আসানসোল, 5 সেপ্টেম্বর : "দিওয়ালি, দুর্গাপুজো, ছটপুজোর মতই শিক্ষক দিবস মহাপার্বণ ৷ শুধু তাই নয়, আম্বেদকরের কাছেও এই দিনটির খুব গুরুত্ব ছিল ৷ তাঁর দৃষ্টি ছিল এই দিনটির উপরে ৷ যেমনভাবে আমরা বাবা, মা-কে সম্মান করা বাচ্চাদের শেখাই, তেমনই স্কুলের শিক্ষকদেরও সম্মানিত করা হোক ৷" শিক্ষক দিবস সম্পর্কে এমনই সব তথ্য দিলেন খোদ আসানসোল পৌরনিগমের শিক্ষা বিভাগের মেয়র পারিষদ অঞ্জনা শর্মা ।

5 সেপ্টেম্বর দেশজুড়ে পালিত হয় শিক্ষক দিবস ৷ দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন (5 সেপ্টেম্বর, 1888) উপলক্ষ্যে এই দিনটিকে বিশেষভাবে পালন করা হয় । শিক্ষক দিবস প্রথম পালিত হয়েছিল 1962 সালে ৷ বি আর আম্বেদকর মারা গেছিলেন 1956 সালের 6 ডিসেম্বর ৷ অর্থাৎ ইতিহাসের পাতা ঘাঁটলে দেখা যায় আম্বেদকরের সঙ্গে শিক্ষক দিবস পালনের দূরদূরান্তে কোনও সম্পর্ক নেই ৷ তাঁর মৃত্যুর প্রায় 6 বছর বাদে দেশে শিক্ষক দিবস পালন শুরু হয় ৷ স্বাভাবিকভাবের অঞ্জনা শর্মার মন্তব্য নিয়ে হাসাহাসি শুরু হয়েছে বিভিন্ন মহলে ।

দেখুন ভিডিয়ো...

আসানসোল পৌরনিগম বিগত কয়েকবছর ধরে শিক্ষক দিবসে শিক্ষকদের সম্মানিত করতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করছে । কেন এই বিশেষ অনুষ্ঠান ? শিক্ষক দিবস আসলে কী ? এরই উত্তরে অঞ্জনা শর্মা বলেন, "শিক্ষক দিবস আমাদের দেশে গুরুজনদের বড় উৎসব ৷ দিওয়ালি, দুর্গাপুজো, ছটপুজোর মতই শিক্ষক দিবস মহাপার্বণ ৷ যা সব বাচ্চারা মিলিতভাবে পালন করে ৷ 365 দিনে এক বছর হয় ৷ 364 তম দিনে শিক্ষকরা এই দিনটার অপেক্ষা করেন যে বাচ্চারা আমাদের সম্মানিত করবে ৷ তাঁরা খুব খুশি হন ৷ এটা নয় যে শিক্ষকদেরই বাচ্চারা গিফট দেয় ৷ শিক্ষকরাও বাচ্চাদের মিষ্টি খাওয়ান ৷ বাচ্চারা সম্মান দেয় তো । তার চেয়ে বেশি শিক্ষকরা সম্মান দেন ৷ তাঁরা সম্মান পেয়ে গর্বিত হন ৷"

Intro:দেওয়ালি, দুর্গাপুজো, ছটপুজোর মত শিক্ষক দিবসও মহাপার্বন, জানালেন পুরনিগমের শিক্ষা দপ্তরের মেয়র পারিষদ

শিক্ষক দিবস নাকি বিরাট উত্সব, আর তা দেওয়ালি, দুর্গাপুজো ছটপুজোর মতই মহাপার্বন। শিক্ষক দিবস নিয়ে এমনই জানালেন আসানসোল পুরনিগমের শিক্ষা বিভাগের মেয়র পারিষদ অঞ্জনা শর্মা। শুধু তাই নয় তিনি আরও জানিয়েছেন আম্বেদকরের কাছে নাকি এই শিক্ষক দিবসের বিরাট গুরুত্ব ছিল। অথচ জানা যায়, সরকারী ভাবে শিক্ষক দিবস শুরু হওয়ার আগেই আম্বেদকরের মৃত্যু হয়েছিল। খোদ শিক্ষা দপ্তরের মেয়র পারিষদের এমন উক্তিতে বিতর্কের সুত্রপাত হয়েছে আসানসোলে।
আগামী কাল শিক্ষক দিবস। গোটা দেশেই শিক্ষকদের সম্মান জানানো হয় নানাভাবে, বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত সর্বোপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষ্যে এই দিনটিকে বিশেষ ভাবে পালন করা হয়। কেন্দ্র ও রাজ্যের সাথে সাথে আসানসোল পুরনিগমও বেশ কয়েকবছর ধরে শিক্ষকদের সম্মান দিতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করছে। এই বিশেষ অনুষ্ঠান কেন, শিক্ষক দিবস আসলে কি তা জানতে গেলে খোদ শিক্ষা বিভাগের মেয়র পারিষদ অঞ্জনা শর্মা যা জানালেন তাতে যেকোন মানুষের চোখ কপালে উঠবে।
কথা প্রসঙ্গে অঞ্জনা শর্মা জানালেন, “আমাদের যে আম্বেদকর জি ছিলেন, বিশেষ করে তার দৃষ্টি এই দিনটির উপরে ছিল। যেমন ভাবে মা বাবাকে আমরা সম্মান দিই, তেমনি করে স্কুলেও শিক্ষকদেরও বছরে একটা দিন যেন সম্মান দেওয়া হয়।”
তথ্য বলছে ১৯৬২ সাল থেকে শিক্ষস দিবস পালিত হয়ে আসছে, অথচ বি আর আম্বেদকরের মৃত্যু হয় ১৯৫৬ সালে। অর্থাত শিক্ষক দিবস পালনের সাথে আম্বেদকরের কোন ভুমিকা ইতিহাসে পাওয়া যায়না।
শুধু তাই নয় অঞ্জনা শর্মা আরও জানিয়েছেন, সারাবছরে শিক্ষকরা ৩৬৪ দিন অপেক্ষা করেন এই দিনটির জন্য। যে একটি দিন ছাত্রছাত্রীরা তাদের সম্মান করবে। যেরকম দিওয়ালি পালন করি আমরা, দুর্গাপুজো, ছটপুজো, তেমনি শিক্ষক দিবস একটি মহা উত্সব হিসেবেই পালিত হয়ে আসছে।

Body:..Conclusion:
Last Updated : Sep 5, 2019, 11:15 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.