ETV Bharat / city

CBI Judge Threat Case: অনুব্রতর জামিন নয়, বাপ্পাকে ফাঁসাতেই সিবিআই বিচারককে হুমকি আইনজীবী সুদীপ্তর - সিবিআই বিচারককে হুমকি আইনজীবী সুদীপ্তর

ব্যক্তিগত শত্রুতার কারণেই বর্ধমান কোর্টের পেশকারকে ফাঁসিয়ে ছিলেন আইনজীবী সুদীপ্ত রায় (Sudipta Roy Threats CBI Judge) ৷ এমনটাই জানিয়েছে পুলিশ (CBI Judge Threat Case) ৷ এদিন সুদীপ্ত রায়কে 10 দিনের পুলিশ হেফাজত দিয়েছে আদালত ৷

sudipta-roy-threats-cbi-judge-to-frame-bardhaman-court-clerk-bappa-chatterjee
Sudipta Roy Threats CBI Judge
author img

By

Published : Aug 30, 2022, 7:25 PM IST

আসানসোল, 30 অগস্ট: অনুব্রত মণ্ডলকে জামিন পেতে সাহায্য করার জন্য নয় ৷ বর্ধমান এক্সিকিউটিভ কোর্টের পেশকার বাপ্পা চট্টোপাধ্যায়ের (Sudipta Roy Threats CBI Judge) সঙ্গে ব্যক্তিগত আক্রোশ মেটাতেই তাঁর নাম ব্যবহার করে সিবিআই আদালতের বিচারককে হুমকি (CBI Judge Threat Case) চিঠি দিয়েছিলেন আইনজীবী সুদীপ্ত রায় ৷ পুলিশি তদন্তে এমনটাই উঠে এসেছে বলে জানা গিয়েছে ৷

অভিযোগ, বাপ্পা চট্টোপাধ্যাকে আরও বড় ষড়যন্ত্রে ফাঁসাতে চেয়েছিলেন সুদীপ্ত ৷ আর তাই আসানসোল আদালতে বাপ্পার নামে ভুয়ো আধার কার্ড নিয়ে আগাম জামিন নিতে এসেছিলেন তিনি ৷ যদিও শেষ রক্ষা হয়নি ৷ পুলিশ তাঁর আগেই সুদীপ্ত রায়কে গ্রেফতার করে ৷ মঙ্গলবার আসানসোল আদালতে তাঁকে তোলা হয়েছে ৷ সুদীপ্ত রায়কে 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৷

আসানসোল সিবিআই কোর্টের বিচারক রাজেশ চক্রবর্তীকে হুমকি চিঠি দেওয়ার ঘটনায় গত 23 অগস্ট পুলিশ একটি মামলা রুজু করে তদন্ত শুরু করে। ওই হুমকি চিঠিতে যাঁর নাম ছিল, সেই বাপ্পা চট্টোপাধ্যায়কে প্রথমেই জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা ৷ জিজ্ঞাসাবাদে পুলিশ নিশ্চিত হয় বাপ্পা চট্টোপাধ্যায় ওই চিঠি লেখেননি এবং পাঠাননি ৷

পরবর্তী তদন্তে পুলিশ জানতে পারে, বর্ধমানের একটি পোস্ট অফিস থেকে ওই চিঠি স্পিড পোস্ট করা হয়েছিল ৷ পাশাপাশি, বাপ্পা চট্টোপাধ্যায়কে জিজ্ঞেস করা হয় যে বর্তমান সময়ে তার সঙ্গে কারও শত্রুতা রয়েছে কি না ৷ তিনি বর্ধমান কোর্টের আইনজীবী সুদীপ্ত রায়ের কথা জানান ৷ এই সুদীপ্ত রায় তাঁকে একাধিকবার হুমকি দিয়েছিলেন ৷ এমনকি তাঁর ছেলেকে কিডন্যাপ করার হুমকি দিয়েছিলেন সুদীপ্ত ৷ সেই প্রসঙ্গে তিনি বর্ধমান থানায় অভিযোগও দায়ের করেছিলেন ৷

অনুব্রতর জামিন নয়, বাপ্পাকে ফাঁসাতেই সিবিআই বিচারককে হুমকি

আরও পড়ুন: সিবিআই বিচারককে হুমকি চিঠি, গ্রেফতার বর্ধমানের আইনজীবী সুদীপ্ত

এর পরেই সুদীপ্ত রায়ের ছবি নিয়ে পোস্ট অফিসে পিয়নকে দেখানো হয় ৷ তিনি সুদীপ্ত রায়কে চিহ্নিত করেন ৷ এর পর মোবাইল ফোন ট্র্যাক করে সোমবার বিকেলে সুদীপ্ত রায়কে গ্রেফতার করে পুলিশ ৷ তল্লাশি চালাতেই সুদীপ্তর কাছে বাপ্পা চট্টোপাধ্যায়ের নামে একটি ভুয়ো আধার কার্ড এবং তাঁর নামে একটি আগাম জামিনের দরখাস্ত উদ্ধার হয় ৷ অভিযোগ, তিনি বারবার পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন ৷

পুলিশ নিশ্চিত হয়েছে, এই সুদীপ্ত রায় বাপ্পাকে ফাঁসাতেই সিবিআই কোর্টের বিচারক রাজেশ চক্রবর্তীকে হুমকি চিঠি পাঠিয়েছিল ৷ তবে, এর সঙ্গে অনুব্রত মণ্ডলের জামিন বা রাজনৈতিক কোনও যোগ নেই ৷ শুধুমাত্র বাপ্পা চট্টোপাধ্যায়ের উপর প্রতিহিংসা থেকেই সুদীপ্ত রায় এই কাণ্ড ঘটিয়েছেন ৷ যদিও, অভিযুক্ত সুদীপ্ত রায়ের মা অর্চনা রায় জানিয়েছেন, তাঁর ছেলেকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে ৷

আসানসোল, 30 অগস্ট: অনুব্রত মণ্ডলকে জামিন পেতে সাহায্য করার জন্য নয় ৷ বর্ধমান এক্সিকিউটিভ কোর্টের পেশকার বাপ্পা চট্টোপাধ্যায়ের (Sudipta Roy Threats CBI Judge) সঙ্গে ব্যক্তিগত আক্রোশ মেটাতেই তাঁর নাম ব্যবহার করে সিবিআই আদালতের বিচারককে হুমকি (CBI Judge Threat Case) চিঠি দিয়েছিলেন আইনজীবী সুদীপ্ত রায় ৷ পুলিশি তদন্তে এমনটাই উঠে এসেছে বলে জানা গিয়েছে ৷

অভিযোগ, বাপ্পা চট্টোপাধ্যাকে আরও বড় ষড়যন্ত্রে ফাঁসাতে চেয়েছিলেন সুদীপ্ত ৷ আর তাই আসানসোল আদালতে বাপ্পার নামে ভুয়ো আধার কার্ড নিয়ে আগাম জামিন নিতে এসেছিলেন তিনি ৷ যদিও শেষ রক্ষা হয়নি ৷ পুলিশ তাঁর আগেই সুদীপ্ত রায়কে গ্রেফতার করে ৷ মঙ্গলবার আসানসোল আদালতে তাঁকে তোলা হয়েছে ৷ সুদীপ্ত রায়কে 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৷

আসানসোল সিবিআই কোর্টের বিচারক রাজেশ চক্রবর্তীকে হুমকি চিঠি দেওয়ার ঘটনায় গত 23 অগস্ট পুলিশ একটি মামলা রুজু করে তদন্ত শুরু করে। ওই হুমকি চিঠিতে যাঁর নাম ছিল, সেই বাপ্পা চট্টোপাধ্যায়কে প্রথমেই জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা ৷ জিজ্ঞাসাবাদে পুলিশ নিশ্চিত হয় বাপ্পা চট্টোপাধ্যায় ওই চিঠি লেখেননি এবং পাঠাননি ৷

পরবর্তী তদন্তে পুলিশ জানতে পারে, বর্ধমানের একটি পোস্ট অফিস থেকে ওই চিঠি স্পিড পোস্ট করা হয়েছিল ৷ পাশাপাশি, বাপ্পা চট্টোপাধ্যায়কে জিজ্ঞেস করা হয় যে বর্তমান সময়ে তার সঙ্গে কারও শত্রুতা রয়েছে কি না ৷ তিনি বর্ধমান কোর্টের আইনজীবী সুদীপ্ত রায়ের কথা জানান ৷ এই সুদীপ্ত রায় তাঁকে একাধিকবার হুমকি দিয়েছিলেন ৷ এমনকি তাঁর ছেলেকে কিডন্যাপ করার হুমকি দিয়েছিলেন সুদীপ্ত ৷ সেই প্রসঙ্গে তিনি বর্ধমান থানায় অভিযোগও দায়ের করেছিলেন ৷

অনুব্রতর জামিন নয়, বাপ্পাকে ফাঁসাতেই সিবিআই বিচারককে হুমকি

আরও পড়ুন: সিবিআই বিচারককে হুমকি চিঠি, গ্রেফতার বর্ধমানের আইনজীবী সুদীপ্ত

এর পরেই সুদীপ্ত রায়ের ছবি নিয়ে পোস্ট অফিসে পিয়নকে দেখানো হয় ৷ তিনি সুদীপ্ত রায়কে চিহ্নিত করেন ৷ এর পর মোবাইল ফোন ট্র্যাক করে সোমবার বিকেলে সুদীপ্ত রায়কে গ্রেফতার করে পুলিশ ৷ তল্লাশি চালাতেই সুদীপ্তর কাছে বাপ্পা চট্টোপাধ্যায়ের নামে একটি ভুয়ো আধার কার্ড এবং তাঁর নামে একটি আগাম জামিনের দরখাস্ত উদ্ধার হয় ৷ অভিযোগ, তিনি বারবার পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন ৷

পুলিশ নিশ্চিত হয়েছে, এই সুদীপ্ত রায় বাপ্পাকে ফাঁসাতেই সিবিআই কোর্টের বিচারক রাজেশ চক্রবর্তীকে হুমকি চিঠি পাঠিয়েছিল ৷ তবে, এর সঙ্গে অনুব্রত মণ্ডলের জামিন বা রাজনৈতিক কোনও যোগ নেই ৷ শুধুমাত্র বাপ্পা চট্টোপাধ্যায়ের উপর প্রতিহিংসা থেকেই সুদীপ্ত রায় এই কাণ্ড ঘটিয়েছেন ৷ যদিও, অভিযুক্ত সুদীপ্ত রায়ের মা অর্চনা রায় জানিয়েছেন, তাঁর ছেলেকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.