আসানসোল, 23 এপ্রিল: আসানসোল রেল ডিভিশনের বিভিন্ন স্টেশনে থাকা দুস্থদের নিয়মিত রান্না করা খাবার সরবরাহ করছে এই ডিভিশনের RPF কর্মীরা। দক্ষিণ-পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, রোজই বিভিন্ন স্টেশনে থাকা দুস্থদের মধ্যে খাবার বণ্টন করছেন তাঁরা।
কোরোনা মোকাবিলায় চলছে লকডাউন। বর্তমান অবস্থায় অসহায় পরিস্থিতিতে পড়েছেন অনেকে। অনেকেই অভুক্ত অবস্থায় দিন কাটাচ্ছেন। আসানসোল ডিভিশনের বিভিন্ন স্টেশনে থাকা মানুষেরও দু'বেলার খাবার জুটছিল না। তাঁদের দিকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এই ডিভিশনের RPF কর্মীরা। আসানসোল রেল ডিভিশনের অন্তর্গত আসানসোল, মধুপুর, কাটিহার, রানিগঞ্জ, জসিডি, বরাকর সহ বিভিন্ন স্টেশনে দুস্থদের খাবার বিতরণ করা হচ্ছে। আজ শুধুমাত্র আসানসোল রেল স্টেশনেরই 140 জনকে খাওয়ান RPF কর্মীরা। অন্যদিকে, গোটা রেল ডিভিশনে মোট 652 জনকে খাবার দেওয়া হয় আজ। দক্ষিণ-পূর্ব রেলের তরফে দাবি করা হয়েছে, স্বাস্থ্যসম্মত খাবার রান্না করা হচ্ছে। নির্দিষ্ট দূরত্বে বসিয়ে RPF জওয়ানরাই দুস্থদের খাবার বিতরণ করছেন বিভিন্ন স্টেশনে গিয়ে।
এই প্রসঙ্গে আসানসোল রেল ডিভিশনের DRM সুমিত সরকার বলেন, "লকডাউনের এই সময় প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন আসানসোল ডিভিশনের RPF কর্মীরা।"