ETV Bharat / city

Fake Station Master: মায়ের বকুনিতে ভুয়ো রেলকর্মী সেজে সরকারি চাকরি ! - আটক যুবক

ভুয়ো স্টেশনমাস্টার (Fake Station Master) সেজে আসানসোল স্টেশনের বাইরে বেশ কয়েকটি দোকান থেকে বিনা পয়সায় জিনিসপত্র দাবি এক যুবকের ৷

RPF detained a fake railway worker from Asansol station
Fake Station Master
author img

By

Published : Jun 16, 2022, 9:28 PM IST

Updated : Jun 17, 2022, 10:15 AM IST

আসানসোল, 16 জুন : আসানসোল স্টেশন চত্বর থেকে এক ভুয়ো রেলকর্মীকে আটক করল আরপিএফ । বৃহস্পতিবার বিকেলে ওই যুবক নিজেকে স্টেশনমাস্টার বলে পরিচয় দেয় ৷ আসানসোল স্টেশনের বাইরে বেশ কয়েকটি দোকান থেকে বিনা পয়সায় জিনিসপত্র দাবি করছিল বলে অভিযোগ (RPF detained a fake railway worker from Asansol station) ।

সন্দেহ হওয়ায় স্থানীয়রা প্রথমে তাকে ধরে ফেলে ৷ এরপর আরপিএফ-এ খবর দেওয়া হয় । আরপিএফ ওই যুবককে নিয়ে যায় আসানসোল স্টেশনের আরপিএফ দফতরে । সেখানে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় । তার কাছ থেকে তিনটি ভুয়ো রেলের পরিচয় পত্র (Fake Station Master) পাওয়া গিয়েছে । তিনটিতে তিন রকমের নাম লেখা রয়েছে । যদিও ওই যুবক অদ্ভুত দাবি করেছেন । তার বক্তব্য, "মা বারবার বকতো সরকারি চাকরি পাচ্ছি না বলে । সেই কারণে 6 মাস ধরে এই ভুয়ো কাজ করছিলাম । টাকার জন্য করিনি ।"

আরও পড়ুন : Double Salary : আসানসোলে পৌরকর্মীর ডবল বেতন ! ক্যানসার আক্রান্ত কর্মীকে শাস্তি দিলেন না মেয়র

যেহেতু আসানসোল স্টেশনের বাইরের ঘটনা । তাই ওই যুবককে আসানসোল দক্ষিণ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে । পুলিশ তার সঠিক পরিচয় জানার চেষ্টা করছে । যদিও এই যুবকের দাবি, সে ঝাড়খণ্ডের ধানবাদের বাসিন্দা ।

আসানসোল, 16 জুন : আসানসোল স্টেশন চত্বর থেকে এক ভুয়ো রেলকর্মীকে আটক করল আরপিএফ । বৃহস্পতিবার বিকেলে ওই যুবক নিজেকে স্টেশনমাস্টার বলে পরিচয় দেয় ৷ আসানসোল স্টেশনের বাইরে বেশ কয়েকটি দোকান থেকে বিনা পয়সায় জিনিসপত্র দাবি করছিল বলে অভিযোগ (RPF detained a fake railway worker from Asansol station) ।

সন্দেহ হওয়ায় স্থানীয়রা প্রথমে তাকে ধরে ফেলে ৷ এরপর আরপিএফ-এ খবর দেওয়া হয় । আরপিএফ ওই যুবককে নিয়ে যায় আসানসোল স্টেশনের আরপিএফ দফতরে । সেখানে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় । তার কাছ থেকে তিনটি ভুয়ো রেলের পরিচয় পত্র (Fake Station Master) পাওয়া গিয়েছে । তিনটিতে তিন রকমের নাম লেখা রয়েছে । যদিও ওই যুবক অদ্ভুত দাবি করেছেন । তার বক্তব্য, "মা বারবার বকতো সরকারি চাকরি পাচ্ছি না বলে । সেই কারণে 6 মাস ধরে এই ভুয়ো কাজ করছিলাম । টাকার জন্য করিনি ।"

আরও পড়ুন : Double Salary : আসানসোলে পৌরকর্মীর ডবল বেতন ! ক্যানসার আক্রান্ত কর্মীকে শাস্তি দিলেন না মেয়র

যেহেতু আসানসোল স্টেশনের বাইরের ঘটনা । তাই ওই যুবককে আসানসোল দক্ষিণ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে । পুলিশ তার সঠিক পরিচয় জানার চেষ্টা করছে । যদিও এই যুবকের দাবি, সে ঝাড়খণ্ডের ধানবাদের বাসিন্দা ।

Last Updated : Jun 17, 2022, 10:15 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.