কুলটি, 24 জানুয়ারি : পানীয় জল নেই ১০ দিন ধরে । কাউন্সিলর থেকে রাজনৈতিক নেতা সকলের দ্বারস্থ হয়েছেন বাসিন্দারা । কেউ কথা রাখেননি বলে অভিযোগ । তাই পানীয় জলের পাত্র নিয়ে পথ অবরোধে নামলেন তাঁরা । আজ সকাল থেকে আসানসোল পৌরনিগমের 74 নম্বর ওয়ার্ডের অন্তর্গত মিঠানী গ্রামে চলে এই পথ অবরোধ । শেষমেশ পৌর আধিকারিকের আশ্বাসে বেলা দেড়টার পর পথ অবরোধ ওঠে ।
পথ অবরোধের খবর পেয়ে কুলটি থানার পুলিশ ঘটনাস্থানে আসে । কিন্তু পুলিশের আশ্বাসে কোনও কাজ হয়নি । স্থানীয় কাউন্সিলর গেলেও তাঁর কথাও শুনতে নারাজ বাসিন্দারা। বাসিন্দাদের দাবি, কাউন্সিলর মিথ্যা প্রতিশ্রতি দিয়ে যাচ্ছেন । কোনও কাজ হয়নি । অবিলম্বে জলের স্থায়ী সমাধান করতে হবে তবেই পথ অবরোধ উঠবে । প্রায় সাড়ে চার ঘণ্টা অবরোধের পর পৌর আধিকারিকের আশ্বাস পেয়ে বাসিন্দারা অবরোধ তুলে নেন ।
দীর্ঘদিন ধরে এই 74 নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে । বর্তমানে কুলটিতে নতুন জল প্রকল্প হওয়ার পর বিভিন্ন এলাকায় জলের নতুন লাইনের সংযোগ দেওয়া হচ্ছে । সেই সংযোগ দেওয়ার কাজ মিঠানী গ্রামেও চলছে । অনুমান করা হচ্ছে, সংযোগ দেওয়ার সময় কোনও পাইপলাইনের কাজে সমস্যা হয়েছে। আর সেই কারণেই 10 দিন ধরে পানীয় জল পাওয়া যাচ্ছে না মিঠানী গ্রামে । আর তাই আজ সকাল থেকে মিঠানী গ্রামের রাস্তায় জলের পাত্র নিয়ে বসে পড়েন বাসিন্দারা ।
মহিলাদের সঙ্গে বাড়ির পুরুষেরাও এই অবরোধে সামিল হন । বন্ধ হয়ে যায় আসানসোল থেকে চিনাকুড়ি রুটের বাস চলাচল । এছাড়াও ওই অঞ্চলে প্রায় পাঁচটি খনি আছে । ওই খনি অঞ্চলে যাওয়ার রাস্তা এই একটিই । খনি শ্রমিকরা কাজে যাওয়ার সময় বাধার মুখোমুখি হন । ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছান পৌরনিগমের ইঞ্জিনিয়াররা । বাসিন্দাদের সঙ্গে কথা বলেন । শেষ পর্যন্ত তাঁদের সঙ্গে আলোচনার পর ওঠে অবরোধ ।