ETV Bharat / city

পানীয় জল নেই 10 দিন, বিক্ষোভ বাসিন্দাদের - The road was blocked in Mithani village under ward 74 of Asansol Municipality

আসানসোল পৌরনিগমের 74 নম্বর ওয়ার্ডের অন্তর্গত মিঠানী গ্রামে পানীয় জল নেই ১০ দিন ধরে । এই নিয়ে আজ সকাল থেকে পথ অবরোধ করেন বাসিন্দারা । শেষমেশ পৌর আধিকারিকের আশ্বাসে বেলা দেড়টার পর পথ অবরোধ ওঠে ।

Protests on the streets with water pots
জলের পাত্র নিয়ে রাস্তায় বিক্ষোভ বাসিন্দাদের
author img

By

Published : Jan 24, 2020, 8:15 PM IST

কুলটি, 24 জানুয়ারি : পানীয় জল নেই ১০ দিন ধরে । কাউন্সিলর থেকে রাজনৈতিক নেতা সকলের দ্বারস্থ হয়েছেন বাসিন্দারা । কেউ কথা রাখেননি বলে অভিযোগ । তাই পানীয় জলের পাত্র নিয়ে পথ অবরোধে নামলেন তাঁরা । আজ সকাল থেকে আসানসোল পৌরনিগমের 74 নম্বর ওয়ার্ডের অন্তর্গত মিঠানী গ্রামে চলে এই পথ অবরোধ । শেষমেশ পৌর আধিকারিকের আশ্বাসে বেলা দেড়টার পর পথ অবরোধ ওঠে ।

পথ অবরোধের খবর পেয়ে কুলটি থানার পুলিশ ঘটনাস্থানে আসে । কিন্তু পুলিশের আশ্বাসে কোনও কাজ হয়নি । স্থানীয় কাউন্সিলর গেলেও তাঁর কথাও শুনতে নারাজ বাসিন্দারা। বাসিন্দাদের দাবি, কাউন্সিলর মিথ্যা প্রতিশ্রতি দিয়ে যাচ্ছেন । কোনও কাজ হয়নি । অবিলম্বে জলের স্থায়ী সমাধান করতে হবে তবেই পথ অবরোধ উঠবে । প্রায় সাড়ে চার ঘণ্টা অবরোধের পর পৌর আধিকারিকের আশ্বাস পেয়ে বাসিন্দারা অবরোধ তুলে নেন ।

জলের পাত্র নিয়ে রাস্তায় বিক্ষোভ বাসিন্দাদের


দীর্ঘদিন ধরে এই 74 নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে । বর্তমানে কুলটিতে নতুন জল প্রকল্প হওয়ার পর বিভিন্ন এলাকায় জলের নতুন লাইনের সংযোগ দেওয়া হচ্ছে । সেই সংযোগ দেওয়ার কাজ মিঠানী গ্রামেও চলছে । অনুমান করা হচ্ছে, সংযোগ দেওয়ার সময় কোনও পাইপলাইনের কাজে সমস্যা হয়েছে। আর সেই কারণেই 10 দিন ধরে পানীয় জল পাওয়া যাচ্ছে না মিঠানী গ্রামে । আর তাই আজ সকাল থেকে মিঠানী গ্রামের রাস্তায় জলের পাত্র নিয়ে বসে পড়েন বাসিন্দারা ।

মহিলাদের সঙ্গে বাড়ির পুরুষেরাও এই অবরোধে সামিল হন । বন্ধ হয়ে যায় আসানসোল থেকে চিনাকুড়ি রুটের বাস চলাচল । এছাড়াও ওই অঞ্চলে প্রায় পাঁচটি খনি আছে । ওই খনি অঞ্চলে যাওয়ার রাস্তা এই একটিই । খনি শ্রমিকরা কাজে যাওয়ার সময় বাধার মুখোমুখি হন । ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছান পৌরনিগমের ইঞ্জিনিয়াররা । বাসিন্দাদের সঙ্গে কথা বলেন । শেষ পর্যন্ত তাঁদের সঙ্গে আলোচনার পর ওঠে অবরোধ ।

কুলটি, 24 জানুয়ারি : পানীয় জল নেই ১০ দিন ধরে । কাউন্সিলর থেকে রাজনৈতিক নেতা সকলের দ্বারস্থ হয়েছেন বাসিন্দারা । কেউ কথা রাখেননি বলে অভিযোগ । তাই পানীয় জলের পাত্র নিয়ে পথ অবরোধে নামলেন তাঁরা । আজ সকাল থেকে আসানসোল পৌরনিগমের 74 নম্বর ওয়ার্ডের অন্তর্গত মিঠানী গ্রামে চলে এই পথ অবরোধ । শেষমেশ পৌর আধিকারিকের আশ্বাসে বেলা দেড়টার পর পথ অবরোধ ওঠে ।

পথ অবরোধের খবর পেয়ে কুলটি থানার পুলিশ ঘটনাস্থানে আসে । কিন্তু পুলিশের আশ্বাসে কোনও কাজ হয়নি । স্থানীয় কাউন্সিলর গেলেও তাঁর কথাও শুনতে নারাজ বাসিন্দারা। বাসিন্দাদের দাবি, কাউন্সিলর মিথ্যা প্রতিশ্রতি দিয়ে যাচ্ছেন । কোনও কাজ হয়নি । অবিলম্বে জলের স্থায়ী সমাধান করতে হবে তবেই পথ অবরোধ উঠবে । প্রায় সাড়ে চার ঘণ্টা অবরোধের পর পৌর আধিকারিকের আশ্বাস পেয়ে বাসিন্দারা অবরোধ তুলে নেন ।

জলের পাত্র নিয়ে রাস্তায় বিক্ষোভ বাসিন্দাদের


দীর্ঘদিন ধরে এই 74 নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে । বর্তমানে কুলটিতে নতুন জল প্রকল্প হওয়ার পর বিভিন্ন এলাকায় জলের নতুন লাইনের সংযোগ দেওয়া হচ্ছে । সেই সংযোগ দেওয়ার কাজ মিঠানী গ্রামেও চলছে । অনুমান করা হচ্ছে, সংযোগ দেওয়ার সময় কোনও পাইপলাইনের কাজে সমস্যা হয়েছে। আর সেই কারণেই 10 দিন ধরে পানীয় জল পাওয়া যাচ্ছে না মিঠানী গ্রামে । আর তাই আজ সকাল থেকে মিঠানী গ্রামের রাস্তায় জলের পাত্র নিয়ে বসে পড়েন বাসিন্দারা ।

মহিলাদের সঙ্গে বাড়ির পুরুষেরাও এই অবরোধে সামিল হন । বন্ধ হয়ে যায় আসানসোল থেকে চিনাকুড়ি রুটের বাস চলাচল । এছাড়াও ওই অঞ্চলে প্রায় পাঁচটি খনি আছে । ওই খনি অঞ্চলে যাওয়ার রাস্তা এই একটিই । খনি শ্রমিকরা কাজে যাওয়ার সময় বাধার মুখোমুখি হন । ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছান পৌরনিগমের ইঞ্জিনিয়াররা । বাসিন্দাদের সঙ্গে কথা বলেন । শেষ পর্যন্ত তাঁদের সঙ্গে আলোচনার পর ওঠে অবরোধ ।

Intro:কুলটি: ১০ দিন ধরে এলাকায় পানীয় জল আসেনি। এবার তাই পানীয় জলের পাত্র নিয়ে পথ অবরোধ নামলেন বাসিন্দারা। আজ সকাল থেকে আসানসোল পুরনিগমের ৭৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত মিঠানী গ্রামে চলছে পথ অবরোধ। কুলটি থানার পুলিশ ঘটনার খবর পেয়ে আসে আসে। কিন্তু পুলিশের আশ্বাসে কোনো কাজ হয়নি কোনো কাজ হয়নি কাজ হয়নি। স্থানীয় কাউন্সিলর গেলেও তার কথা শুনতে নারাজ বাসিন্দারা। বাসিন্দাদের দাবি অবিলম্বে জলের স্থায়ী সমাধান করতে হবে তবেই পথ অবরোধ উঠবে অবরোধ উঠবে।
বহু বছর ধরেই এই 74 নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে। বর্তমানে কুলটিতে নতুন জল প্রকল্প হওয়ার পর বিভিন্ন এলাকায় জলের নতুন লাইনের সংযোগ দেওয়া হচ্ছে। সেই সংযোগ দেওয়ার কাজ মিঠানি গ্রামে চলছে। অনুমান করা হচ্ছে সংযোগ দেওয়ার সময় কোন পাইপলাইনের কাজে বিঘ্নিত হয়েছে। আর সেই কারণেই গত ১০ দিন ধরে পানীয় জল পাওয়া যাচ্ছে না মিঠানি গ্রামে। আর তাই একাংশের মানুষ আজ সকাল থেকে মিঠানি গ্রামের রাস্তায় জলের পাত্র নিয়ে বসে পড়ে। মহিলাদের সঙ্গে বাড়ির পুরুষেরাও এই অবরোধে সামিল হয়। বন্ধ হয়ে যায় আসানসোল থেকে চিনাকুড়ি রুটের বাস চলাচল। এছাড়াও ওই অঞ্চলে প্রায় পাঁচটি খনি আছে। ওই খনি অঞ্চলে যাওয়ার রাস্তা কিন্তু এই একটিই। খনি শ্রমিকরা কাজে যাওয়ার সময় বাধার মুখোমুখি হয়। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছায় পুরো নিগমের ইঞ্জিনিয়ার। তিনি বাসিন্দাদের সঙ্গে কথা বলছেন। যদিও শেষ পর্যন্ত সমাধান সুত্র কিছু বেরোয়নি। অবরোধ চলছে।Body:..Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.