ETV Bharat / city

Asansol Murder Case: সালানপুরে এক ব্যক্তিকে খুনের পর মাটিতে পুঁতে দেওয়ার অভিযোগ, গ্রেফতার 2 মহিলা সহ-তিন - বিবাহ বহির্ভূত সম্পর্ক

সালানপুরে এক ব্যক্তিকে খুন করে মাটিতে পুঁতে দেওয়ার অভিযোগ ৷ ঘটনায় মৃতের প্রেমিকা সহ 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ (Police Arrests Three People in Asansol for Alleged Murder) ৷ প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণেই ওই ব্যক্তিকে মারা হয়েছে ৷

Man Murdered by Lover and Her Other Partners in Asansol Police Arrests Three Accused
Man Murdered by Lover and Her Other Partners in Asansol Police Arrests Three Accused
author img

By

Published : Jul 30, 2022, 3:56 PM IST

সালানপুর, 30 জুলাই: মাথায় আঘাত করে খুনের পর বস্তাবন্দি করে দেহ পুঁতে দেওয়ার অভিযোগ ৷ হাড়হিম করা এই ঘটনাটি ঘটেছে আসানসোলের সালানপুরের কালীপাথর গ্রাম সংলগ্ন এলাকায় (Police Arrests Three People in Asansol for Alleged Murder) ৷ মৃতের নাম রাজেশ বাউড়ি ৷ পুলিশ সূত্রে খবর, মৃত রাজেশ বাউড়ির বিবাহ বহির্ভূত একটি সম্পর্ক ছিল ৷ সেই প্রেমিকা এবং তাঁর আরও 2 সঙ্গী মিলে গত 25 জুলাই রাজেশ বাউড়িকে খুন করেছেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন ৷ ওই ঘটনায় 2 মহিলা এবং এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সালানপুর পুলিশ ৷

পুলিশ সূত্রে খবর, গত 25 জুলাই বাড়ি থেকে বাইক সারানোর নাম করে বেরিয়ে ছিলেন রাজেশ বাউড়ি ৷ কিন্তু, আর ফিরে আসেননি তিনি ৷ পরিবারের লোকজন খোঁজখুজি করেও সন্ধান না পাওয়ার পর সালানপুর থানায় নিখোঁজ ডায়েরি করে ৷ রাজেশ বাউড়ির স্ত্রী বন্দনা বাউড়ির অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে ৷ পুলিশ তদন্তে নেমে নিখোঁজ রাজেশ বাউড়ির মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করে ৷ পুলিশ জানতে পারে জেমারি গ্রামে শেষবার তাঁর মোবাইল লোকেশন দেখাচ্ছে ৷ অর্থাৎ, গ্রামেই তাঁর ফোন বন্ধ হয়ে যায় ৷

পুলিশ বাইকটির সন্ধান করেও কোনও খোঁজ পায়নি ৷ এর পরেই রাজেশের পরিবারের কাছে পুলিশ জানতে পারে, তাঁর বিবাহ বহির্ভূত একটি সম্পর্ক (Extra Marital Affairs) রয়েছে ৷ সেই সূত্র ধরে পাশের ভাগরা গ্রামের এক মহিলাকে আটক করে সালানপুর পুলিশ ৷ তাঁকে জিজ্ঞাসাবাদ করে আরও এক মহিলা এবং ব্যক্তিকে আটক করা হয় ৷ লাগাতার জিজ্ঞাসাবাদের মুখে ভেঙে পড়েন তিনজন ৷ তাঁরা স্বীকার করেন, রাজেশকে খুন করে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে ৷

সালানপুরে এক ব্যক্তিকে খুনের পর মাটিতে পুঁতে দেওয়ার অভিযোগ

আরও পড়ুন: স্বামীর মদ ও নারী আসক্তি! প্রতিবাদ করায় অন্তঃসত্ত্বাকে খুনের অভিযোগ

জিজ্ঞাসাবাদে পুলিশকে তাঁরা জানিয়েছেন, 25 জুলাই সন্ধেয় জেমারি গ্রামের প্রান্তে ডেকে পাঠানো হয় রাজেশ বাউড়িকে ৷ আগের থেকেই সেখানে লোহার রড নিয়ে প্রস্তুত ছিল ওই 3 জন ৷ রাজেশ সেখানে যাওয়ার পর কথা বলার ফাঁকে লোহার রড দিয়ে তাঁর মাথায় সজোরে মারা হয় ৷ তৎক্ষণাত মাটিতে লুটিয়ে পড়েন রাজেশ ৷ মৃত্যু নিশ্চিত করতে বারবার লোহার রড দিয়ে তাঁকে আঘাত করা হয় ৷ এর পর দেহটি বস্তায় ভরে গ্রামের পরিত্যক্ত এলাকায় নিয়ে গিয়ে পুঁতে দেয় অভিযুক্তরা ৷

ধৃতদের জিজ্ঞাসাবাদ করে রাজেশ বাউড়ির দেহ উদ্ধার করা হয়েছে ৷ দেহটি ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে ৷ পুলিশ জানতে পেরেছে, রাজেশের বাইক একটি পরিত্যক্ত খাদানে ফেলে দেওয়া হয়েছে ৷ জায়গাটি চিহ্নিত করা গেলেও, বাইকটি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি ৷ 2 মহিলা সহ 3 জনকে পুলিশ গ্রেফতার করেছে ৷ তবে, প্রণয় ঘটিত কারণে মৃত্যু, নাকি এর পিছনে অন্যকোনও কারণ রয়েছে, তা তদন্ত করে দেখছে পুলিশ ৷

সালানপুর, 30 জুলাই: মাথায় আঘাত করে খুনের পর বস্তাবন্দি করে দেহ পুঁতে দেওয়ার অভিযোগ ৷ হাড়হিম করা এই ঘটনাটি ঘটেছে আসানসোলের সালানপুরের কালীপাথর গ্রাম সংলগ্ন এলাকায় (Police Arrests Three People in Asansol for Alleged Murder) ৷ মৃতের নাম রাজেশ বাউড়ি ৷ পুলিশ সূত্রে খবর, মৃত রাজেশ বাউড়ির বিবাহ বহির্ভূত একটি সম্পর্ক ছিল ৷ সেই প্রেমিকা এবং তাঁর আরও 2 সঙ্গী মিলে গত 25 জুলাই রাজেশ বাউড়িকে খুন করেছেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন ৷ ওই ঘটনায় 2 মহিলা এবং এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সালানপুর পুলিশ ৷

পুলিশ সূত্রে খবর, গত 25 জুলাই বাড়ি থেকে বাইক সারানোর নাম করে বেরিয়ে ছিলেন রাজেশ বাউড়ি ৷ কিন্তু, আর ফিরে আসেননি তিনি ৷ পরিবারের লোকজন খোঁজখুজি করেও সন্ধান না পাওয়ার পর সালানপুর থানায় নিখোঁজ ডায়েরি করে ৷ রাজেশ বাউড়ির স্ত্রী বন্দনা বাউড়ির অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে ৷ পুলিশ তদন্তে নেমে নিখোঁজ রাজেশ বাউড়ির মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করে ৷ পুলিশ জানতে পারে জেমারি গ্রামে শেষবার তাঁর মোবাইল লোকেশন দেখাচ্ছে ৷ অর্থাৎ, গ্রামেই তাঁর ফোন বন্ধ হয়ে যায় ৷

পুলিশ বাইকটির সন্ধান করেও কোনও খোঁজ পায়নি ৷ এর পরেই রাজেশের পরিবারের কাছে পুলিশ জানতে পারে, তাঁর বিবাহ বহির্ভূত একটি সম্পর্ক (Extra Marital Affairs) রয়েছে ৷ সেই সূত্র ধরে পাশের ভাগরা গ্রামের এক মহিলাকে আটক করে সালানপুর পুলিশ ৷ তাঁকে জিজ্ঞাসাবাদ করে আরও এক মহিলা এবং ব্যক্তিকে আটক করা হয় ৷ লাগাতার জিজ্ঞাসাবাদের মুখে ভেঙে পড়েন তিনজন ৷ তাঁরা স্বীকার করেন, রাজেশকে খুন করে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে ৷

সালানপুরে এক ব্যক্তিকে খুনের পর মাটিতে পুঁতে দেওয়ার অভিযোগ

আরও পড়ুন: স্বামীর মদ ও নারী আসক্তি! প্রতিবাদ করায় অন্তঃসত্ত্বাকে খুনের অভিযোগ

জিজ্ঞাসাবাদে পুলিশকে তাঁরা জানিয়েছেন, 25 জুলাই সন্ধেয় জেমারি গ্রামের প্রান্তে ডেকে পাঠানো হয় রাজেশ বাউড়িকে ৷ আগের থেকেই সেখানে লোহার রড নিয়ে প্রস্তুত ছিল ওই 3 জন ৷ রাজেশ সেখানে যাওয়ার পর কথা বলার ফাঁকে লোহার রড দিয়ে তাঁর মাথায় সজোরে মারা হয় ৷ তৎক্ষণাত মাটিতে লুটিয়ে পড়েন রাজেশ ৷ মৃত্যু নিশ্চিত করতে বারবার লোহার রড দিয়ে তাঁকে আঘাত করা হয় ৷ এর পর দেহটি বস্তায় ভরে গ্রামের পরিত্যক্ত এলাকায় নিয়ে গিয়ে পুঁতে দেয় অভিযুক্তরা ৷

ধৃতদের জিজ্ঞাসাবাদ করে রাজেশ বাউড়ির দেহ উদ্ধার করা হয়েছে ৷ দেহটি ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে ৷ পুলিশ জানতে পেরেছে, রাজেশের বাইক একটি পরিত্যক্ত খাদানে ফেলে দেওয়া হয়েছে ৷ জায়গাটি চিহ্নিত করা গেলেও, বাইকটি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি ৷ 2 মহিলা সহ 3 জনকে পুলিশ গ্রেফতার করেছে ৷ তবে, প্রণয় ঘটিত কারণে মৃত্যু, নাকি এর পিছনে অন্যকোনও কারণ রয়েছে, তা তদন্ত করে দেখছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.