আসানসোল, 28 অগাস্ট : BJP, CPI(M) বা কংগ্রেস নয় শত্রু আপনজনেরাই ৷ ভয় নিজের দলকেই ৷ মন্তব্য, তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলা চেয়ারম্যান ভি শিবদাসন দাশুর ৷ আসানসোলের মৃত তৃণমূল কাউন্সিলর খালিদ খানের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে বিতর্কিত এই মন্তব্য করেন তিনি ৷ এই সংক্রান্ত একটি ভিডিয়ো সম্প্রতি সামনে আসেতেই ভাইরাল হয়ে যায় ৷
আসানসোল পৌরনিগমের 66 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন খালিদ ৷ তাঁকে খুনের ঘটনায় ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয় শেখ টিঙ্কুকে ৷ ঘটনায় অভিযুক্ত শেখ কাদের আসানসোল মহকুমা আদালতে আত্মসমর্পণ করেছে ৷ খালিদ সম্পর্কে শিবদাসনবাবু বলেন,"মাঝেমধ্যেই আমার কাছে আসতেন । আমি যতদূর জানি দুই-তিনবার ওঁর সঙ্গে ঝামেলা হয়েছিল । পুলিশে অভিযোগ করা হয়েছিল ৷ কিন্তু পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি । আমি পুলিশকে ফোন করে ব্যবস্থা নিতে বলেছিলাম । দল প্রসঙ্গে বলেন, "আমি আগে দলের জেলা সভাপতি ছিলাম ৷ এখন জেলার চেয়ারম্যান হয়েছি । তৃণমূল কংগ্রেসের জন্মের সময় থেকে ছিলাম । কিন্তু আজকের হালচালে আমি নিজে খুশি নই । আমাদের শত্রু আপনজনেরাই । BJP, CPI(M) বা কংগ্রেসের সঙ্গে কোনও ঝগড়া নেই ৷ তারা আমাদের মারতে আসবে না । আমাদের ভয় আমাদের নিজেদের পার্টিকেই । এমন দিন চলে এসেছে । নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে দল ৷ " তিনি আরও বলেন "আমি মিটিং করতে আসিনি ৷ গতকাল হাসপাতালেও গিয়েছি ।"