ETV Bharat / city

নিজের দলকেই ভয় পাচ্ছেন তৃণমূল নেতা দাশু

author img

By

Published : Aug 28, 2019, 12:20 PM IST

Updated : Aug 28, 2019, 1:21 PM IST

অন্যদল নয় ভয় নিজের দলকেই ৷ বিতর্কিত মন্তব্য তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা চেয়ারম্যান ভি শিবদাসন দাশুর ৷

ভি শিবদাসন দাশু

আসানসোল, 28 অগাস্ট : BJP, CPI(M) বা কংগ্রেস নয় শত্রু আপনজনেরাই ৷ ভয় নিজের দলকেই ৷ মন্তব্য, তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলা চেয়ারম্যান ভি শিবদাসন দাশুর ৷ আসানসোলের মৃত তৃণমূল কাউন্সিলর খালিদ খানের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে বিতর্কিত এই মন্তব্য করেন তিনি ৷ এই সংক্রান্ত একটি ভিডিয়ো সম্প্রতি সামনে আসেতেই ভাইরাল হয়ে যায় ৷

ভিডিয়োয় দেখুন...

আসানসোল পৌরনিগমের 66 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন খালিদ ৷ তাঁকে খুনের ঘটনায় ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয় শেখ টিঙ্কুকে ৷ ঘটনায় অভিযুক্ত শেখ কাদের আসানসোল মহকুমা আদালতে আত্মসমর্পণ করেছে ৷ খালিদ সম্পর্কে শিবদাসনবাবু বলেন,"মাঝেমধ্যেই আমার কাছে আসতেন । আমি যতদূর জানি দুই-তিনবার ওঁর সঙ্গে ঝামেলা হয়েছিল । পুলিশে অভিযোগ করা হয়েছিল ৷ কিন্তু পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি । আমি পুলিশকে ফোন করে ব্যবস্থা নিতে বলেছিলাম । দল প্রসঙ্গে বলেন, "আমি আগে দলের জেলা সভাপতি ছিলাম ৷ এখন জেলার চেয়ারম্যান হয়েছি । তৃণমূল কংগ্রেসের জন্মের সময় থেকে ছিলাম । কিন্তু আজকের হালচালে আমি নিজে খুশি নই । আমাদের শত্রু আপনজনেরাই । BJP, CPI(M) বা কংগ্রেসের সঙ্গে কোনও ঝগড়া নেই ৷ তারা আমাদের মারতে আসবে না । আমাদের ভয় আমাদের নিজেদের পার্টিকেই । এমন দিন চলে এসেছে । নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে দল ৷ " তিনি আরও বলেন "আমি মিটিং করতে আসিনি ৷ গতকাল হাসপাতালেও গিয়েছি ।"

আসানসোল, 28 অগাস্ট : BJP, CPI(M) বা কংগ্রেস নয় শত্রু আপনজনেরাই ৷ ভয় নিজের দলকেই ৷ মন্তব্য, তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলা চেয়ারম্যান ভি শিবদাসন দাশুর ৷ আসানসোলের মৃত তৃণমূল কাউন্সিলর খালিদ খানের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে বিতর্কিত এই মন্তব্য করেন তিনি ৷ এই সংক্রান্ত একটি ভিডিয়ো সম্প্রতি সামনে আসেতেই ভাইরাল হয়ে যায় ৷

ভিডিয়োয় দেখুন...

আসানসোল পৌরনিগমের 66 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন খালিদ ৷ তাঁকে খুনের ঘটনায় ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয় শেখ টিঙ্কুকে ৷ ঘটনায় অভিযুক্ত শেখ কাদের আসানসোল মহকুমা আদালতে আত্মসমর্পণ করেছে ৷ খালিদ সম্পর্কে শিবদাসনবাবু বলেন,"মাঝেমধ্যেই আমার কাছে আসতেন । আমি যতদূর জানি দুই-তিনবার ওঁর সঙ্গে ঝামেলা হয়েছিল । পুলিশে অভিযোগ করা হয়েছিল ৷ কিন্তু পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি । আমি পুলিশকে ফোন করে ব্যবস্থা নিতে বলেছিলাম । দল প্রসঙ্গে বলেন, "আমি আগে দলের জেলা সভাপতি ছিলাম ৷ এখন জেলার চেয়ারম্যান হয়েছি । তৃণমূল কংগ্রেসের জন্মের সময় থেকে ছিলাম । কিন্তু আজকের হালচালে আমি নিজে খুশি নই । আমাদের শত্রু আপনজনেরাই । BJP, CPI(M) বা কংগ্রেসের সঙ্গে কোনও ঝগড়া নেই ৷ তারা আমাদের মারতে আসবে না । আমাদের ভয় আমাদের নিজেদের পার্টিকেই । এমন দিন চলে এসেছে । নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে দল ৷ " তিনি আরও বলেন "আমি মিটিং করতে আসিনি ৷ গতকাল হাসপাতালেও গিয়েছি ।"

Intro:

“বিজেপি, সিপিএম বা কংগ্রেসের সঙ্গে কোন ঝগড়া নেই, তারা আমাদের মারতেও আসবে না। আমাদের শত্রু আপনজনেরাই, আমাদের ভয় নিজের পার্টিকেই।” হতাশার সুর তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলা চেয়ারম্যান ভি শিবদাশন দাশুর গলায়। আসানসোলের মৃত তৃণমূল কাউন্সিলর খালিদ খানের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে এমনই হতাশাব্যাঞ্জক কথা বললেন ভি শিবদাশন দাশু। শুধু তাই নয় দাশু বলেন “দলের বর্তমান এই সময়ে আমি একেবারেই খুশি নই। দল নিয়ন্ত্রনের বাইরে চলে গেছে।” আর ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
গত শনিবার কুলটি থানার বরাকর মনবেড়িয়া এলাকায় নিজের বাড়ির সামনেই গুলিবিদ্ধ হয়ে মারা যান আসানসোল পুরনিগমের ৬৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর খালিদ খান। ঘটনার তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত টিঙ্কু শেখকে গ্রেপ্তার করেছে। আরও এক অভিযুক্ত কাদির খান আসানসোল মহকুমা আদালতে আত্মসমর্পন করেছে। কিন্ত তারপরেও মৃত খালিদের বাড়িতে গিয়ে তার পরিবার ও স্থানীয় তৃণমূলকর্মীদের কাছে দল নিয়ে হতাশার সুর শুনিয়ে এলেন খোদ পশ্চিম বর্ধমান জেলার তৃণমূলের চেয়ারম্যান ভি শিবদাশন দাশু।
দাশু এদিন খালিদ সম্পর্কে বলতে গিয়ে বলেন, “মাঝেমধ্যেই আমার কাছে আসত। আমি যতদূর জানি দুতিনবার ওর সঙ্গে এরকম ঝামেলা হয়েছে। পুলিশে অভিযোগ করা হয়েছে পুলিশ কোন ব্যবস্থা নেয়নি। আমি পুলিশকে ফোন করে ব্যবস্থা নিতে বলেছিলাম। আমার মনে হয় তখন পুলিশ একবার ব্যবস্থা নিয়েছিল। এক-দুমাস আগেও আরও কিছু হয়, সেটা নিয়েও আমার কাছে এসেছিল।”
এরপরেই দল সম্পর্কে বলে গিয়ে ভি শিবদাশন দাশু বলেন “আমি আগে দলের জেলার সভাপতি ছিলাম, এখন জেলার চেয়ারম্যান হয়েছি। এতদিন ধরে পার্টি করছি। খারাপ সময়ে ছিলাম, তৃণমূল কংগ্রেসের জন্মের সময় বা তার আগের থেকেও ছিলাম। কিন্তু আজকের হালচালে আমি নিজে খুশি নই। আমি একেবারেই খুশি নই। আমাদের শত্রু আমাদের আপনজনেরাই। বিজেপির সাথে ঝগড়া নেই, না বিজেপি আমাকে মারতে আসবে। আমাদের সাথে সিপিএমেরও কোনও ঝগড়া নেই, সিপিএমও আমাকে মারতে আসবে না, কংগ্রেসের সাথেও কোনও ঝগড়া নেই, কংগ্রেসও আমাকে মারতে আসবে না। আমাদের ভয় আমাদের নিজেদের পার্টিকেই। এমন দিন চলে এসেছে। নিয়ন্ত্রনের বাইরে চলে গেছে।”
দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন “আমি মিটিং করতে আসিনি, আমাদের সাথীর মৃত্যু হয়েছে। গতকাল হাসপাতালেও গিয়েছি। অনেক মিডিয়াও আমার কাছে জানতে চাইছিলেন। আমি কি জবাব দেব মিডিয়াকে? জবাব দিতে গেলেই পুলিশের উপর দোষ দিতে হবে।”
Body:..Conclusion:
Last Updated : Aug 28, 2019, 1:21 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.