অন্ডাল , 5 নভেম্বর : প্রতিদিনের মতো ভোরবেলা উঠে গরু দুটোকে খড় দিতে গিয়েছিলেন ফুলমুনি ৷ আর তাতেই ঘটল বিপত্তি ৷ হঠাৎই ফাটল বোমা ৷ ঘটনাটি অন্ডালের বনবহাল ফাঁড়ির অন্তর্গত ডায়মন্ড মাঝি পাড়া এলাকার ৷ গুরুতর অবস্থায় আহতকে রানিগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷
মেয়ে সীতামণি জানান, গরুকে মা খড় দিচ্ছিল ৷ পরিত্যক্ত একটি ঘরে সেই খড় মজুত থাকে ৷ সেখান থেকে খড় এনে দেওয়ার সময় বিপত্তি ঘটে ৷ সেই সময় তাঁরা ঘুমাচ্ছিলেন ৷ হঠাৎ বিকট শব্দে তাদের ঘুম ভাঙে ৷ বাইরে এসে দেখেন মা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে ৷ চারদিক ধোঁয়ায় ঢেকে গেছে ৷ এ ঘটনায় তাদের দুটো গরুও জখম হয়েছে ৷
ঘটনাস্থল পরিদর্শনে আসে বনবহাল থানার পুলিশ ৷ এই ঘটনায় স্বাভাবিক ভাবেই আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ৷ একজন সাধারণ মানুষের ঘরের মধ্যে কোথা থেকে এই বোমা এল? এর পিছনে কি কোনও দুষ্কৃতীর হাত আছে, এই নিয়ে প্রশ্ন উঠছে সকলের মনে ৷ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ৷