ETV Bharat / city

ফের সংক্রমণ সালানপুরে ? বাড়ছে আতঙ্ক - সালানপুরে কোরোনা সংক্রমণ

কিছুদিন আগেই দিল্লি থেকে রাজ্যে ফিরেছিলেন ওই যুবক । এবার তাঁর শরীরে ধরা পড়ল ভাইরাসের সংক্রমণ ।

কোরোনা আপডেট
কোরোনা আপডেট
author img

By

Published : Jun 10, 2020, 10:29 PM IST

আসানসোল, 10 জুন : স্বস্তিতেই ছিল সালানপুরবাসী । যাঁরা কোরোনায় আক্রান্ত হয়েছিলেন তাঁরা সুস্থ হয়ে ফিরে এসেছিলেন । বলা চলে কোরোনা শুন্য হয়ে গেছিল আসানসোলের সালানপুর ব্লক । কিন্তু আজ ফের নতুন করে কোরোনা আক্রান্তের খবরে আতঙ্ক ছড়িয়েছে ব্লকে । সরকারি কোয়ারানটিনে থাকা ভিনরাজ্য থেকে ফেরা এক শ্রমিকদেরও আক্রান্ত হওয়ার খবর মিলেছে । তার লালারসের নমুনা পজ়িটিভ হতেই তাঁকে দুর্গাপুরের সনকা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে সূত্রের খবর । যদিও সরকারিভাবে এবিষয়ে কোনও তথ্য এখনও দেওয়া হয়নি ।

সূত্রের খবর, 6 জুন দিল্লি থেকে রাজ্যে ফিরেছিলেন সালানপুরের ওই শ্রমিক । সরকারি নিয়ম অনুযায়ী আসানসোলের বেসরকারি হাসপাতালে যুবকের সোয়াবের নমুনা পরীক্ষা করা হয় । তারপর তাঁকে সালানপুরের রুপনারায়নপুর ITI-এ সরকারি কোয়ারানটিন সেন্টারে রাখা হয় । আজ তাঁর রিপোর্ট পজ়িটিভ আসে । এরপরই তাঁকে সালানপুরের পিঠাইকেয়ারী স্বাস্থ্যকেন্দ্রের কর্মীরা ও সালানপুর থানার পুলিশ দুর্গাপুরের বিশেষ COVID হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন ।

অন্যদিকে সূত্র মারফত জানা যায়, সরকারি যে কোয়ারানটিন সেন্টারে ওই যুবক থাকতেন, সেখানে তাঁর সঙ্গে আরও কয়েকজন ছিলেন । তাঁদের শারীরিক গতিবিধির উপরেও নজর রাখা হচ্ছে ।কোয়ারানটিন সেন্টারে যাঁরা খাবার দিতেন বা অন্যান্য কাজ করতেন তাঁদের স্বাস্থ্যের দিকেও নজর রাখা হচ্ছে ।

এদিকে, রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে প্রকাশ করা সর্বশেষ বুলেটিন অনুযায়ী পশ্চিম বর্ধমান জেলায় মোট 90 জনের শরীরে ভাইরাসের সংক্রমণের হদিস মিলেছে । শেষ 24 ঘণ্টায় 6 জনের শরীরে নতুন করে ভাইরাসের সংক্রমণ ঘটেছে । জেলায় এখনও পর্যন্ত কোরোনামুক্ত হয়ে উঠেছেন 44 জন । কোরোনা আক্রান্ত হয়ে পশ্চিম বর্ধমানে এখনও পর্যন্ত দু'জনের মৃত্যু হয়েছে ।

আসানসোল, 10 জুন : স্বস্তিতেই ছিল সালানপুরবাসী । যাঁরা কোরোনায় আক্রান্ত হয়েছিলেন তাঁরা সুস্থ হয়ে ফিরে এসেছিলেন । বলা চলে কোরোনা শুন্য হয়ে গেছিল আসানসোলের সালানপুর ব্লক । কিন্তু আজ ফের নতুন করে কোরোনা আক্রান্তের খবরে আতঙ্ক ছড়িয়েছে ব্লকে । সরকারি কোয়ারানটিনে থাকা ভিনরাজ্য থেকে ফেরা এক শ্রমিকদেরও আক্রান্ত হওয়ার খবর মিলেছে । তার লালারসের নমুনা পজ়িটিভ হতেই তাঁকে দুর্গাপুরের সনকা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে সূত্রের খবর । যদিও সরকারিভাবে এবিষয়ে কোনও তথ্য এখনও দেওয়া হয়নি ।

সূত্রের খবর, 6 জুন দিল্লি থেকে রাজ্যে ফিরেছিলেন সালানপুরের ওই শ্রমিক । সরকারি নিয়ম অনুযায়ী আসানসোলের বেসরকারি হাসপাতালে যুবকের সোয়াবের নমুনা পরীক্ষা করা হয় । তারপর তাঁকে সালানপুরের রুপনারায়নপুর ITI-এ সরকারি কোয়ারানটিন সেন্টারে রাখা হয় । আজ তাঁর রিপোর্ট পজ়িটিভ আসে । এরপরই তাঁকে সালানপুরের পিঠাইকেয়ারী স্বাস্থ্যকেন্দ্রের কর্মীরা ও সালানপুর থানার পুলিশ দুর্গাপুরের বিশেষ COVID হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন ।

অন্যদিকে সূত্র মারফত জানা যায়, সরকারি যে কোয়ারানটিন সেন্টারে ওই যুবক থাকতেন, সেখানে তাঁর সঙ্গে আরও কয়েকজন ছিলেন । তাঁদের শারীরিক গতিবিধির উপরেও নজর রাখা হচ্ছে ।কোয়ারানটিন সেন্টারে যাঁরা খাবার দিতেন বা অন্যান্য কাজ করতেন তাঁদের স্বাস্থ্যের দিকেও নজর রাখা হচ্ছে ।

এদিকে, রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে প্রকাশ করা সর্বশেষ বুলেটিন অনুযায়ী পশ্চিম বর্ধমান জেলায় মোট 90 জনের শরীরে ভাইরাসের সংক্রমণের হদিস মিলেছে । শেষ 24 ঘণ্টায় 6 জনের শরীরে নতুন করে ভাইরাসের সংক্রমণ ঘটেছে । জেলায় এখনও পর্যন্ত কোরোনামুক্ত হয়ে উঠেছেন 44 জন । কোরোনা আক্রান্ত হয়ে পশ্চিম বর্ধমানে এখনও পর্যন্ত দু'জনের মৃত্যু হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.