ETV Bharat / city

সংখ্যালঘু মহিলাদের বিকল্প রোজগার এনে দিয়েছে মাশরুম চাষ - আসানসোলের সালানপুর ব্লকের আল্লাডি গ্রাম পঞ্চায়েত

আসানসোলের সালানপুর ব্লকের আল্লাডি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বৃন্দাবনী গ্রাম । চাষবাস হয় না ।  রুক্ষ অঞ্চল । দিনমজুরি করে পুরুষদের সংসার টানা ছিল অসম্ভব । নিত্য অভাব ছিল সঙ্গী । দিন আনতে পান্তা ফুরোয় অবস্থা । সংসারে টান পড়ছে দেখে এগিয়ে এসেছেন মহিলারাই । সালানপুর ব্লক অফিসের সহযোগিতায় বৃন্দাবনী গ্রামে গড়ে উঠেছে সংখ্যালঘু মহিলাদের নিয়ে স্বয়ম্ভর গোষ্ঠী । বিকল্প রোজগার সংসারে স্বচ্ছলতা এনেছে ।

mashroom cultivation
সংখ্যালঘু মহিলাদের বিকল্প রোজগার
author img

By

Published : Feb 9, 2020, 12:10 AM IST


আসানসোল,8 ফেব্রুয়ারি : এতদিন তাঁরা থাকতেন অন্দরমহলে । এবার তাঁরাই বাড়ি থেকে বেরিয়ে এলেন । বিকল্প রোজগার করে নিজের পায়ে দাঁড়াতে শিখলেন । সংসারে স্বামীর পাশেই বিকল্প রোজগারের ব্যবস্থা করলেন । স্বনির্ভর হয়ে আজ খুশি সালমা বিবি, সাইনা বিবিরা । স্কুল ছাত্রী আনিমা পরভিন বা অঞ্জুনা খাতুনরা এখন নিজের পড়ার খরচ নিজেরাই চালাতে পারেন ।

mashrum cultivation
যারা থাকতেন অন্দরমহলে,বিকল্প রোজগার করে তাঁরাও সংসারে স্বামীর পাশে

কিন্তু কীভাবেই এক প্রত্যন্ত গ্রামে এই নতুন দিন দেখলেন সংখ্যালঘু মহিলারা ?

mashroom cultivation
রুক্ষ অঞ্চলে সংখ্যালঘু মহিলাদের বিকল্প রোজগার

আসানসোলের সালানপুর ব্লকের আল্লাডি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বৃন্দাবনী গ্রাম । গ্রামে সংখ্যালঘু দিনমজুর শ্রেণির মানুষের বাস । চাষবাস হয়না । রুক্ষ অঞ্চল । দিনমজুরি করে পুরুষদের পক্ষে সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছিল । দিন আনতে পান্তা ফুরোয় অবস্থা । স্বামীর একা রোজগারে সংসারে টান পড়ছে দেখে এগিয়ে এসেছেন মহিলারাই । সালানপুর ব্লক অফিসের সহযোগিতায় বৃন্দাবনী গ্রামে গড়ে উঠেছে সংখ্যালঘু মহিলাদের নিয়ে স্বয়ম্ভর গোষ্ঠী । রাজ্য সরকারের আত্মা প্রকল্প দ্বারা এই গোষ্ঠী পরিচালিত হচ্ছে । স্থানীয় এক যুবক আলম আনসারি উদ্যোগ নিয়ে ব্লক অফিসের সহযোগিতায় এই রুক্ষ গ্রামীন এলাকায় এই বিকল্প রোজগারের সুযোগ এনে দিয়েছেন ।

mashroom cultivation
মহিলাদের বিকল্প রোজগার

বৃন্দাবনী গ্রামে গড়ে ওঠা স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলাদের মাশরুম চাষে নিয়োজিত করে বিকল্প রোজগারের পথ বের করেছে ব্লক অফিস । মহিলাদের প্রথমে এই প্রকল্পে মাশরুম চাষের ট্রেনিং দেওয়া হয় । তারপর প্রয়োজনীয় সহায়তা করা হয় । এখন প্রায় ২৫ জন মহিলা মিলে স্বয়ম্ভর গোষ্ঠী তৈরি করে মাশরুম চাষ করছেন । সেই মাশরুম রুপনারায়নপুর বাজার, ডাবর মোড় বাজার প্রভৃতি এলাকায় বিক্রি হচ্ছে । স্বরোজগারে এখন সংসারেও সচ্ছলতা এসেছে । আগামী দিনে আরও অনেক কিছু করার স্বপ্ন দেখছেন তাঁরা ।

mashroom
সংসারে টান পড়ছে দেখে এগিয়ে এসেছেন মহিলারাই
mushroom cultivation
রোজগারে সংসারে টান পড়ছে দেখে এগিয়ে এসেছেন মহিলারাই
বৃন্দাবনী গ্রামের বাসিন্দা সালমা বিবি, সাইনা বিবিরা জানালেন রোজগারের এই পথ তাঁদের কাছে নতুন দিন এনে দিয়েছে ।ছাত্রী আনিমা পরভিন কিমবা অঞ্জুনা খাতুনরা এখন নিজেদের পড়ার খরচ নিজেরাই চালান এই মাশরুম চাষ করে ।
ছাত্রীরা নিজেরাই স্বনির্ভর হয়ে নিজেদের পড়াশোনার খরচ তুলছে


আসানসোল,8 ফেব্রুয়ারি : এতদিন তাঁরা থাকতেন অন্দরমহলে । এবার তাঁরাই বাড়ি থেকে বেরিয়ে এলেন । বিকল্প রোজগার করে নিজের পায়ে দাঁড়াতে শিখলেন । সংসারে স্বামীর পাশেই বিকল্প রোজগারের ব্যবস্থা করলেন । স্বনির্ভর হয়ে আজ খুশি সালমা বিবি, সাইনা বিবিরা । স্কুল ছাত্রী আনিমা পরভিন বা অঞ্জুনা খাতুনরা এখন নিজের পড়ার খরচ নিজেরাই চালাতে পারেন ।

mashrum cultivation
যারা থাকতেন অন্দরমহলে,বিকল্প রোজগার করে তাঁরাও সংসারে স্বামীর পাশে

কিন্তু কীভাবেই এক প্রত্যন্ত গ্রামে এই নতুন দিন দেখলেন সংখ্যালঘু মহিলারা ?

mashroom cultivation
রুক্ষ অঞ্চলে সংখ্যালঘু মহিলাদের বিকল্প রোজগার

আসানসোলের সালানপুর ব্লকের আল্লাডি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বৃন্দাবনী গ্রাম । গ্রামে সংখ্যালঘু দিনমজুর শ্রেণির মানুষের বাস । চাষবাস হয়না । রুক্ষ অঞ্চল । দিনমজুরি করে পুরুষদের পক্ষে সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছিল । দিন আনতে পান্তা ফুরোয় অবস্থা । স্বামীর একা রোজগারে সংসারে টান পড়ছে দেখে এগিয়ে এসেছেন মহিলারাই । সালানপুর ব্লক অফিসের সহযোগিতায় বৃন্দাবনী গ্রামে গড়ে উঠেছে সংখ্যালঘু মহিলাদের নিয়ে স্বয়ম্ভর গোষ্ঠী । রাজ্য সরকারের আত্মা প্রকল্প দ্বারা এই গোষ্ঠী পরিচালিত হচ্ছে । স্থানীয় এক যুবক আলম আনসারি উদ্যোগ নিয়ে ব্লক অফিসের সহযোগিতায় এই রুক্ষ গ্রামীন এলাকায় এই বিকল্প রোজগারের সুযোগ এনে দিয়েছেন ।

mashroom cultivation
মহিলাদের বিকল্প রোজগার

বৃন্দাবনী গ্রামে গড়ে ওঠা স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলাদের মাশরুম চাষে নিয়োজিত করে বিকল্প রোজগারের পথ বের করেছে ব্লক অফিস । মহিলাদের প্রথমে এই প্রকল্পে মাশরুম চাষের ট্রেনিং দেওয়া হয় । তারপর প্রয়োজনীয় সহায়তা করা হয় । এখন প্রায় ২৫ জন মহিলা মিলে স্বয়ম্ভর গোষ্ঠী তৈরি করে মাশরুম চাষ করছেন । সেই মাশরুম রুপনারায়নপুর বাজার, ডাবর মোড় বাজার প্রভৃতি এলাকায় বিক্রি হচ্ছে । স্বরোজগারে এখন সংসারেও সচ্ছলতা এসেছে । আগামী দিনে আরও অনেক কিছু করার স্বপ্ন দেখছেন তাঁরা ।

mashroom
সংসারে টান পড়ছে দেখে এগিয়ে এসেছেন মহিলারাই
mushroom cultivation
রোজগারে সংসারে টান পড়ছে দেখে এগিয়ে এসেছেন মহিলারাই
বৃন্দাবনী গ্রামের বাসিন্দা সালমা বিবি, সাইনা বিবিরা জানালেন রোজগারের এই পথ তাঁদের কাছে নতুন দিন এনে দিয়েছে ।ছাত্রী আনিমা পরভিন কিমবা অঞ্জুনা খাতুনরা এখন নিজেদের পড়ার খরচ নিজেরাই চালান এই মাশরুম চাষ করে ।
ছাত্রীরা নিজেরাই স্বনির্ভর হয়ে নিজেদের পড়াশোনার খরচ তুলছে
Intro:
এতদিন যারা থাকতেন বাড়ির অন্দরমহলে, এবার তারাই বাড়ি থেকে বেরিয়ে এলেন। বিকল্প রোজগার করে তারাও সংসারে স্বামীর পাশেই বন্ধুর মত দাঁড়ালেন। ছাত্রীরা নিজেরাই স্বনির্ভর হয়ে নিজেদের পড়াশুনোর খরচ তুলছে। কিন্তু কিভাবেই বা প্রত্যান্ত গ্রামে এই নতুন দিন দেখলেন সংখ্যালঘু নারীরা?

Body:আসানসোলের সালানপুর ব্লকের আল্লাডি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বৃন্দাবনী গ্রাম। গ্রামে সংখ্যালঘু দিনমজুর শ্রেনীর মানুষদের বাস। চাষবাস হয়না এই রুক্ষ অঞ্চলে। তাই স্বামীর একা রোজগারে সংসারে টান পড়ছে দেখে এগিয়ে এসেছেন মহিলারাই। সালানপুর ব্লক অফিসেরর সহযোগিতায় বৃন্দাবনী গ্রামে গড়ে উঠেছে সংখ্যালঘু মহিলাদের নিয়ে স্বয়ম্ভর গোষ্ঠী। রাজ্য সরকারের আত্মা প্রকল্প দ্বারা এই গোষ্ঠী পরিচালিত হচ্ছে। স্থানীয় এক যুবক আলম আনসারি উদ্যোগ নিয়ে ব্লক অফিসের সহযোগিতায় এই রুক্ষ গ্রামীন এলাকায় এই বিকল্প রোজগারের সুযোগ এনে দিয়েছেন।

বৃন্দাবনী গ্রামে গড়ে ওঠা স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলাদের মাশরুম চাষে নিয়োজিত করে বিকল্প রোজগারের পথ বের করেছে ব্লক অফিস। মহিলাদের প্রথমে এই প্রকল্পে মাশরুম চাষের ট্রেনিং দেওয়া হয়। তারপর প্রয়োজনীয় সহায়তা করা হয়। এখন প্রায় ২৫ জন মহিলা মিলে স্বয়ম্ভর গোষ্ঠী তৈরি করে মাশরুম চাষ করছেন। সেই মাশরুম রুপনারায়নপুর বাজার, ডাবর মোড় বাজার প্রভৃতি এলাকায় বিক্রি হচ্ছে। স্বরোজগারে এখন সংসারেও সচ্ছলতা এসেছে। আগামী দিনে আরও অনেক কিছু করার স্বপ্ন দেখছেন তাঁরা।
বৃন্দাবনী গ্রামের বাসিন্দা সালমা বিবি, সাইনা বিবিরা জানালেন রোজগারের এই পথ তাদের কাছে নতুন দিন এনে দিয়েছে।
ছাত্রী আনিমা পরভিন কিমবা অঞ্জুনা খাতুনরা এখন নিজেদের পড়ার খরচ নিজেরাই চালান এই মাশরুম চাষ করে।
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.