ETV Bharat / city

আসন সংরক্ষণে বিপত্তি, আসানসোলে নিজের ওয়ার্ডে দাঁড়াতে পারবেন না মেয়র ও চেয়ারম্যান - নিজের ওয়ার্ড হাতছাড়া মেয়র জিতেন্দ্র তিওয়ারির

আসানসোল পৌরনিগমের আসন সংরক্ষণের তালিকা প্রকাশ করা হয়েছে । আসন সংরক্ষণে মুশকিলে পড়েছেন মেয়র জিতেন্দ্র তিওয়ারি , চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি সহ আরও অনেক তৃণমূল নেতা । মেয়র জিতেন্দ্র তিওয়ারি, চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী, মেয়র পরিষদ পূর্ণশশী রায় নিজেদের ওয়ার্ডে দাঁড়াতে পারবেন না।

Mayor and chairman can not nomination file
নিজের ওয়ার্ডে দাঁড়াতে পারবেন না মেয়র
author img

By

Published : Jan 18, 2020, 1:09 PM IST

Updated : Jan 18, 2020, 3:25 PM IST

আসানসোল, 18 জানুয়ারি : সামনেই আসানসোল পৌরনিগমের নির্বাচন । অথচ নিজের ওয়ার্ডে দাঁড়াতে পারবেন না মেয়র জিতেন্দ্র তেওয়ারি । নির্বাচনের তারিখ এখনও ঘোষণা হয়নি । তবে আসন সংরক্ষণের তালিকা প্রকাশ করা হয়েছে । আসন সংরক্ষণের ফলে মুশকিলে পড়েছেন মেয়র জিতেন্দ্র তিওয়ারি , চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, মেয়র পারিষদ পূর্ণশশী রায় ৷ তাঁরা কেউ নিজেদের ওয়ার্ডে দাঁড়াতে পারবেন না । আসন সংরক্ষণের তালিকায় সেই ওয়ার্ডগুলি মহিলা, তপশিলি জাতি (মহিলা) ও তপশিলি উপজাতি (মহিলা) আসনে সংরক্ষিত হয়েছে।

মেয়র জিতেন্দ্র তিওয়ারি

আসানসোল পুরনিগমের 106 টি ওয়ার্ডের আসন সংরক্ষণের তালিকা প্রকাশ পেয়েছে । এই তালিকায় উঠে এসেছে এমন কিছু ওয়ার্ডের সংরক্ষণ যা নিয়ে তৃণমূলের অন্দরে বেশ শোরগোল । আসানসোল পুরনিগমের মেয়র জিতেন্দ্র তিওয়ারি। তিনি গত নির্বাচনে 38 নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছিলেন। এবারে সেই 38 নম্বর ওয়ার্ডটি তপশিলি উপজাতি মহিলা আসনে সংরক্ষিত হয়েছে । মেয়র জিতেন্দ্র তিওয়ারি নিজের ওয়ার্ডে আর দাঁড়াতে পারছেন না । একইভাবে আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী দীর্ঘদিন ধরেই 30 নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হয়ে আসছেন । এবারে সেই 30 নম্বর ওয়ার্ড তপশিলি জাতি মহিলা আসনে সংরক্ষিত হয়েছে। একইভাবে পৌরনিগমের মেয়র পারিষদ পূর্ণশশী রায় নিজের ওয়ার্ড ৩২ নম্বরে দাঁড়াতে পারবেন না। ওয়ার্ডটি তপশিলি জাতি আসনে সংরক্ষিত হয়েছে। তবে বাকি মেয়র পারিষদ যেমন লক্ষণ ঠাকুর, অভিজিৎ ঘটক, অঞ্জনা শর্মা, দিব্যেন্দু ভগত, মির হাসিম কিংবা শ্যাম সরেনের ওয়ার্ডগুলি সংরক্ষিত হয়নি। বলা যেতেই পারে দল চাইলে সেইসব মেয়র পারিষদ আবার নিজের নিজের ওয়ার্ডেই প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।

বিষয়টি নিয়ে এখনও তৃণমূল শিবির শিবির থেকে কোন উচ্চবাচ্য করা হয়নি । এখানকার তৃণমূলের নেতারা দলের শীর্ষস্থানীয় নেতাদের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন ।

আসানসোল, 18 জানুয়ারি : সামনেই আসানসোল পৌরনিগমের নির্বাচন । অথচ নিজের ওয়ার্ডে দাঁড়াতে পারবেন না মেয়র জিতেন্দ্র তেওয়ারি । নির্বাচনের তারিখ এখনও ঘোষণা হয়নি । তবে আসন সংরক্ষণের তালিকা প্রকাশ করা হয়েছে । আসন সংরক্ষণের ফলে মুশকিলে পড়েছেন মেয়র জিতেন্দ্র তিওয়ারি , চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, মেয়র পারিষদ পূর্ণশশী রায় ৷ তাঁরা কেউ নিজেদের ওয়ার্ডে দাঁড়াতে পারবেন না । আসন সংরক্ষণের তালিকায় সেই ওয়ার্ডগুলি মহিলা, তপশিলি জাতি (মহিলা) ও তপশিলি উপজাতি (মহিলা) আসনে সংরক্ষিত হয়েছে।

মেয়র জিতেন্দ্র তিওয়ারি

আসানসোল পুরনিগমের 106 টি ওয়ার্ডের আসন সংরক্ষণের তালিকা প্রকাশ পেয়েছে । এই তালিকায় উঠে এসেছে এমন কিছু ওয়ার্ডের সংরক্ষণ যা নিয়ে তৃণমূলের অন্দরে বেশ শোরগোল । আসানসোল পুরনিগমের মেয়র জিতেন্দ্র তিওয়ারি। তিনি গত নির্বাচনে 38 নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছিলেন। এবারে সেই 38 নম্বর ওয়ার্ডটি তপশিলি উপজাতি মহিলা আসনে সংরক্ষিত হয়েছে । মেয়র জিতেন্দ্র তিওয়ারি নিজের ওয়ার্ডে আর দাঁড়াতে পারছেন না । একইভাবে আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী দীর্ঘদিন ধরেই 30 নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হয়ে আসছেন । এবারে সেই 30 নম্বর ওয়ার্ড তপশিলি জাতি মহিলা আসনে সংরক্ষিত হয়েছে। একইভাবে পৌরনিগমের মেয়র পারিষদ পূর্ণশশী রায় নিজের ওয়ার্ড ৩২ নম্বরে দাঁড়াতে পারবেন না। ওয়ার্ডটি তপশিলি জাতি আসনে সংরক্ষিত হয়েছে। তবে বাকি মেয়র পারিষদ যেমন লক্ষণ ঠাকুর, অভিজিৎ ঘটক, অঞ্জনা শর্মা, দিব্যেন্দু ভগত, মির হাসিম কিংবা শ্যাম সরেনের ওয়ার্ডগুলি সংরক্ষিত হয়নি। বলা যেতেই পারে দল চাইলে সেইসব মেয়র পারিষদ আবার নিজের নিজের ওয়ার্ডেই প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।

বিষয়টি নিয়ে এখনও তৃণমূল শিবির শিবির থেকে কোন উচ্চবাচ্য করা হয়নি । এখানকার তৃণমূলের নেতারা দলের শীর্ষস্থানীয় নেতাদের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন ।

Intro:সামনেই আসানসোল পুরনিগমের পুরনির্বাচন। নির্বাচনের তারিখ এখনো ঘোষণা না হলেও আসন সংরক্ষণের তালিকা প্রকাশ হয়েছে। আর তা নিয়ে ব্যাপক শোরগোল পড়েছে রাজনৈতিক মহলে। আসন সংরক্ষণ তালিকায় উঠে এসেছে মেয়র জিতেন্দ্র তিওয়ারি , চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী, মেয়র পরিষদ পূর্ণশশী রায় নিজেদের ওয়ার্ডে দাঁড়াতে পারবেন না। আসন সংরক্ষণের তালিকায় সেই ওয়ার্ডগুলি মহিলা, তপশিলি জাতি মহিলা, তপশিলি উপজাতি মহিলা আসনে সংরক্ষিত হয়েছে।


Body:প্রকাশ হয়েছে আসানসোল পুরনিগমের 106 টি ওয়ার্ডের আসন সংরক্ষণের তালিকা। এই তালিকায় উঠে এসেছে এমন কিছু ওয়ার্ডের সংরক্ষণ যা নিয়ে তৃণমূলের অন্দরে বেশ শোরগোল।
যেমন আসানসোল পুরনিগমের মেয়র জিতেন্দ্র তিওয়ারি। তিনি গত নির্বাচনে 38 নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছিলেন। এবারে সেই 38 নম্বর ওয়ার্ডটি তপশিলি উপজাতি মহিলা আসনে সংরক্ষিত হয়েছে অর্থাৎ মেয়র জিতেন্দ্র তিওয়ারি নিজের ওয়ার্ডে আর দাঁড়াতে পারছেন না। একইভাবে আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী দীর্ঘদিন ধরেই 30 নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হয়ে আসছেন। এবারে সেই 30 নম্বর ওয়ার্ড তপশিলি জাতি মহিলা আসনে সংরক্ষিত হয়েছে। অমরনাথ বাবু নিজের ওয়ার্ডে এবছর আর দাঁড়াতে পারবেন না। একইভাবে পুরো নিগমের মেয়র পারিষদ পূর্ণশশী রায় নিজের ওয়ার্ড ৩২ নম্বরে দাঁড়াতে পারবেন না। ওয়ার্ডটি তপসিলি জাতি আসনে সংরক্ষিত হয়েছে। তবে বাকি মেয়র পারিষদ যেমন লক্ষণ ঠাকুর, অভিজিৎ ঘটক, অঞ্জনা শর্মা, দিব্যেন্দু ভগত, মীর হাসিম কিংবা শ্যাম সরেনের ওয়ার্ডগুলো কিন্তু সংরক্ষিত হয়নি। বলা যেতেই পারে দল চাইলে সেই মেয়র পারিষদ আবার নিজের নিজের ওয়ার্ডেই প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।
বিষয়টি নিয়ে এখনও তৃণমূল শিবির শিবির থেকে কোন উচ্চবাচ্য করা হয়নি। তৃণমূলের দলীয় নেতাদের মতে দলে যা সিদ্ধান্ত হবে সেই ওয়ার্ড থেকেই তৃণমূল প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন।


Conclusion:
Last Updated : Jan 18, 2020, 3:25 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.