আসানসোল, 24 মার্চ : কোরোনা সংক্রমণের জেরে আতঙ্ক ছড়িয়েছে বিশ্বজুড়ে ৷ এই পরিস্থিতিতে শহরের একটি বৃদ্ধাশ্রমে মাস্ক, সাবানসহ অন্য সামগ্রি নিয়ে অসহায় বৃদ্ধ-বৃদ্ধাদের পাশে দাঁড়ালেন আসানসোল পৌরনিগমের মেয়র পারিষদ পূর্ণশশী রায় ৷ আশ্বস্ত করেছেন, আগামী দিনে যে কোনও প্রয়োজনে তাঁদের পাশে থাকবেন ৷
আসানসোলের হিরাপুরের প্রান্তিক বৃদ্ধাশ্রম ৷ দামোদরের পাড়ে ওই বৃদ্ধাশ্রমে রয়েছেন মোট 40 জন আবাসিক ৷ প্রত্যেকেরই বয়স 60 বছরের উপরে । বর্তমানে প্রায় গোটা বিশ্বেই ছড়িয়ে পড়েছে কোরোনা ৷ আতঙ্কিত ওই বৃদ্ধাশ্রমের আবাসিকরাও ৷ কিন্তু ছেলে মেয়েরা খোঁজ রাখে না ৷ এই অবস্থায় তাঁদের কাছে মাস্ক বা স্যানিটাইজ়ার পৌঁছে দেবেন কে ? বিষয়টি নিয়ে ভেবেছিলেন আসানসোল পৌরনিগমের মেয়র পারিষদ পূর্ণশশী রায় । আজ তিনি নিজে গিয়ে আবাসিকদের হাতে তুলে দিয়ে আসেন মাস্ক, সাবান ও অন্য প্রয়োজনীয় সামগ্রী ৷
পূর্ণশশীবাবু বলেন, "আমাদের নম্বর দেওয়া আছে বৃদ্ধাশ্রমের পরিচালন কমিটির কাছে । যদি কোনও রকম সাহায্যের দরকার হয় আমরা নিশ্চয়ই পাশে আছি ।" মেয়র পারিষদের সহযোগিতায় আশ্বস্ত আবাসিকরা ৷