ETV Bharat / city

Asansol Murder: ধারের টাকা শোধ না করায় মা ও ভাইকে খুন, স্বীকারোক্তি অভিযুক্তের

ধার শোধ না করায় মা ও মেজো ভাইকে খুন ৷ গতকাল আসানসোলের ঘটনায় এমনটাই জানতে পেরেছে পুলিশ ৷ অভিযুক্ত আনোয়ার আলম তাঁর মাকে জলের বালতিতে ডুবিয়ে খুন করেছে বলে অভিযোগ ৷ আর মেজো ভাইকে গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে খুন করে সে ৷

Man Killed Mother and brother for not get back his Money in Asansol
ধার দেওয়া টাকা শোধ না করায় মা ও ভাইকে হত্যা, আসানসোলের খুনে স্বীকারক্তি অভিযুক্তের
author img

By

Published : Sep 17, 2021, 4:24 PM IST

আসানসোল, 17 সেপ্টেম্বর : বার্নপুর আজাদগড়ে মা এবং মেজো ভাইকে নৃশংসভাবে খুন করার অভিযোগ ওঠে আনোয়ার আলম নামে এক ব্যক্তির বিরুদ্ধে ৷ গতকালই সে আসানসোলের হীরাপুর থানায় গিয়ে আত্মসমর্পণ করেছিল ৷ এবার খুন করার কারণও জানাল অভিযুক্ত ৷ আনোয়ারের দাবি, মা ও ভাইকে এক লাখ টাকা ধার দিয়েছিল সে ৷ কিন্তু, সেই টাকা বারবার ফেরত চেয়ে পাচ্ছিল না ৷ তাই মা ও ভাইকে খুনের পরিকল্পনা করে আনোয়ার ৷ অভিযোগ, গতকাল দুপুরে ছোট ভাইয়ের বাড়িতে গিয়ে প্রথমে মেজো ভাইকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে সে ৷ তার পর মাকে বাথরুমে নিয়ে গিয়ে হাত-পা বেঁধে জলের বালতিতে ডুবিয়ে মেরে ফেলে অভিযুক্ত ৷

পুলিশ সূত্রে খবর, বার্নপুরের হীরাপুর থানা এলাকায় ছোট ছেলের সঙ্গে থাকতেন আখতারি বেগম ৷ তাঁর বড় ছেলে আনোয়ার আলম এবং মেজো ছেলে মহম্মদ আফতাব আলম নিজেদের আলাদা বাড়িতে থাকতেন ৷ গতকাল মা ও মেজো ভাইকে খুন করে আনোয়ার আলম পুলিশের কাছে আত্মসমর্পণ করেছিল ৷ পুলিশকে সে জানিয়েছে, খুনের বেশ কয়েকদিন আগে থেকে ছোট ভাইয়ের বাড়িতে নজর রাখছিল আনোয়ার ৷ মূলত কোন সময়ে ছোট ভাই বাড়িতে থাকে না, সেটা জানাই তার উদ্দেশ্য ছিল ৷ এর পর গতকাল দুপুরে একটি কাগজে সই করানোর নাম করে মেজো ভাই আফতাবকে মায়ের কাছে ডেকে পাঠায় আনোয়ার ৷

আরও পড়ুন : Child Fever : আতঙ্কের কারণ নেই, মালদা মেডিক্যালে চিকিৎসাধীন শিশুরা করোনা আক্রান্ত নয়, বলছে হাসপাতাল কর্তৃপক্ষ

অভিযোগ, ছোট ভাইয়ের বাড়িতে গিয়ে সব দরজা-জানালা ভিতর থেকে বন্ধ করে দেয় আনোয়ার ৷ এমনকি ছোট ভাইয়ের পরিবারকে একটি ঘরে বন্ধ করে দেয় সে ৷ এর পর মেজো ভাইকে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে খুন করে আনোয়ার ৷ পাশাপাশি বৃদ্ধা মায়ের হাত পা বেঁধে বাথরুমে নিয়ে গিয়ে জলের বালতিতে ডুবিয়ে হত্যা করে সে ৷ আজ আনোয়ার পুলিশকে জানিয়েছে, সে মা ও মেজো ভাইকে 1 লাখ টাকা ধার দিয়েছিল ৷ কিন্তু, দীর্ঘদিন হয়ে গেলেও সেই টাকা চেয়ে পাচ্ছিল না ৷ তাই সেই কারণেই মা ও ভাইকে খুন করেছে বলে জানিয়েছে আনোয়ার ৷

আরও পড়ুন : Shorts Controversy : শর্টস পরে পরীক্ষাকেন্দ্রে, পর্দায় ছাত্রীর পা ঢেকে পরীক্ষা দেওয়ালেন পরীক্ষক

যদিও, আনোয়ারের দাবি মানতে চায়নি তার ছোট ভাইয়ের পরিবার ৷ তাঁরা জানিয়েছে, প্রায় এক ঘণ্টা ধরে বাড়ির মধ্যে তাণ্ডব চালায় সে ৷ একজনের পক্ষে আখতারি বেগমকে হাত পা বেঁধে ডুবিয়ে খুন এবং একজন সবল মানুষকে ধারালো অস্ত্র দিয়ে খুন করা সম্ভব নয় ৷ এই ঘটনায় অন্য কোনও রহস্য রয়েছে বলে দাবি তাঁদের ৷ এ নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে ৷

আসানসোল, 17 সেপ্টেম্বর : বার্নপুর আজাদগড়ে মা এবং মেজো ভাইকে নৃশংসভাবে খুন করার অভিযোগ ওঠে আনোয়ার আলম নামে এক ব্যক্তির বিরুদ্ধে ৷ গতকালই সে আসানসোলের হীরাপুর থানায় গিয়ে আত্মসমর্পণ করেছিল ৷ এবার খুন করার কারণও জানাল অভিযুক্ত ৷ আনোয়ারের দাবি, মা ও ভাইকে এক লাখ টাকা ধার দিয়েছিল সে ৷ কিন্তু, সেই টাকা বারবার ফেরত চেয়ে পাচ্ছিল না ৷ তাই মা ও ভাইকে খুনের পরিকল্পনা করে আনোয়ার ৷ অভিযোগ, গতকাল দুপুরে ছোট ভাইয়ের বাড়িতে গিয়ে প্রথমে মেজো ভাইকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে সে ৷ তার পর মাকে বাথরুমে নিয়ে গিয়ে হাত-পা বেঁধে জলের বালতিতে ডুবিয়ে মেরে ফেলে অভিযুক্ত ৷

পুলিশ সূত্রে খবর, বার্নপুরের হীরাপুর থানা এলাকায় ছোট ছেলের সঙ্গে থাকতেন আখতারি বেগম ৷ তাঁর বড় ছেলে আনোয়ার আলম এবং মেজো ছেলে মহম্মদ আফতাব আলম নিজেদের আলাদা বাড়িতে থাকতেন ৷ গতকাল মা ও মেজো ভাইকে খুন করে আনোয়ার আলম পুলিশের কাছে আত্মসমর্পণ করেছিল ৷ পুলিশকে সে জানিয়েছে, খুনের বেশ কয়েকদিন আগে থেকে ছোট ভাইয়ের বাড়িতে নজর রাখছিল আনোয়ার ৷ মূলত কোন সময়ে ছোট ভাই বাড়িতে থাকে না, সেটা জানাই তার উদ্দেশ্য ছিল ৷ এর পর গতকাল দুপুরে একটি কাগজে সই করানোর নাম করে মেজো ভাই আফতাবকে মায়ের কাছে ডেকে পাঠায় আনোয়ার ৷

আরও পড়ুন : Child Fever : আতঙ্কের কারণ নেই, মালদা মেডিক্যালে চিকিৎসাধীন শিশুরা করোনা আক্রান্ত নয়, বলছে হাসপাতাল কর্তৃপক্ষ

অভিযোগ, ছোট ভাইয়ের বাড়িতে গিয়ে সব দরজা-জানালা ভিতর থেকে বন্ধ করে দেয় আনোয়ার ৷ এমনকি ছোট ভাইয়ের পরিবারকে একটি ঘরে বন্ধ করে দেয় সে ৷ এর পর মেজো ভাইকে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে খুন করে আনোয়ার ৷ পাশাপাশি বৃদ্ধা মায়ের হাত পা বেঁধে বাথরুমে নিয়ে গিয়ে জলের বালতিতে ডুবিয়ে হত্যা করে সে ৷ আজ আনোয়ার পুলিশকে জানিয়েছে, সে মা ও মেজো ভাইকে 1 লাখ টাকা ধার দিয়েছিল ৷ কিন্তু, দীর্ঘদিন হয়ে গেলেও সেই টাকা চেয়ে পাচ্ছিল না ৷ তাই সেই কারণেই মা ও ভাইকে খুন করেছে বলে জানিয়েছে আনোয়ার ৷

আরও পড়ুন : Shorts Controversy : শর্টস পরে পরীক্ষাকেন্দ্রে, পর্দায় ছাত্রীর পা ঢেকে পরীক্ষা দেওয়ালেন পরীক্ষক

যদিও, আনোয়ারের দাবি মানতে চায়নি তার ছোট ভাইয়ের পরিবার ৷ তাঁরা জানিয়েছে, প্রায় এক ঘণ্টা ধরে বাড়ির মধ্যে তাণ্ডব চালায় সে ৷ একজনের পক্ষে আখতারি বেগমকে হাত পা বেঁধে ডুবিয়ে খুন এবং একজন সবল মানুষকে ধারালো অস্ত্র দিয়ে খুন করা সম্ভব নয় ৷ এই ঘটনায় অন্য কোনও রহস্য রয়েছে বলে দাবি তাঁদের ৷ এ নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.