ETV Bharat / city

LGBTQ Community: সমকামী ও রূপান্তরকামীদের পাশে দাঁড়াতে আসানসোলের সুমনের 'দিদিগিরি' - এলজিবিটিকিউ কমিউনিটি

ছোট থেকেই অভিনয়কেই প্যাশন হিসাবে ধরে নিয়েছিলেন সুমন চৌধুরী। বর্তমানে বেশ কয়েকটি টিভি চ্যানেলের মেগা সিরিয়ালে অভিনয় করছেন তিনি । একদিন এক বন্ধু মেকআপ আর্টিস্টের অনুরোধে ফটোশুটে নারী সেজেছিলেন সুমন । আর সেই ছবি ফেসবুকে পোস্ট করতেই ট্রোলের বন্যা বয়ে যায় (LGBTQ Community)।

Man dressed up like woman to support LGBTQ Community
LGBTQ Community
author img

By

Published : Jul 7, 2022, 7:17 PM IST

Updated : Jul 7, 2022, 7:54 PM IST

আসানসোল, 7 জুলাই: একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে প্রযুক্তিগত উন্নতি ঘটলেও সমাজ যেন এখনও কোথায় পিছিয়ে রয়েছে ৷ সমকামী কিংবা রূপান্তরকামীদের জন্য এই সমাজে এখনও নেই সঠিক সম্মান (LGBTQ Community)। তাই তাঁদের থাকতে হয় লুকিয়ে ৷ ভুগতে হয় হীনমন্যতায় । কারণ জানাজানি হলেই তাঁদের কপালে জোটে উপেক্ষা, কটাক্ষ ৷ থাকে ট্রোল হওয়ার সম্ভাবনা ৷ আর এই সব মানুষের পাশে দাঁড়াতেই এবার অভিনব উদ্যোগ নিয়েছেন আসানসোলের এক অভিনেতা । আসানসোলের হিরাপুর এলাকার বাসিন্দা সুমন চৌধুরী নিজে পুরুষ হয়েও নারী সেজে সমাজকে বার্তা দিচ্ছেন রূপান্তরকামী কিংবা সমকামীদের পাশে থাকার ও তাদেরকে বন্ধু ভাবার ।

ছোট থেকেই অভিনয়কেই প্যাশন হিসাবে ধরে নিয়েছিলেন সুমন । বর্তমানে বেশ কয়েকটি টিভি চ্যানেলের মেগা সিরিয়ালে অভিনয় করছেন তিনি । জনপ্রিয়ও হয়ে উঠেছেন । একদিন এক বন্ধু মেকআপ আর্টিস্টের অনুরোধে ফটোশুটে নারী সেজেছিলেন সুমন । আর সেই ছবি ফেসবুকে পোস্ট করতেই ট্রোলের বন্যা বয়ে যায় । বন্ধু, আত্মীয় এমনকী পরিচিতদের কাছ থেকে কটু কথা শুনতে হয় তাঁকে । এই ঘটনাই সুমনের জীবনের মোড় ঘুরিয়ে দেয় । সুমন ভাবতে শুরু করে পুরুষ হয়ে নারী সেজে যদি তাঁকে এতটা উপেক্ষার শিকার হতে হয়, তাহলে যারা পুরুষ হয়েও মানসিকভাবে নারী কিংবা যারা সমকামী তাদেরকে কীভাবে থাকতে হয় । অসম্মানিত হতে হয় ।

Man dressed up like woman to support LGBTQ Community
সুমনের এই অভিনব ভাবনাকে স্বাগত জানিয়েছেন এলাকার কাউন্সিলর শিবানন্দ বাউড়ি

আর এরপরই সুমন চ্যালেঞ্জ গ্রহণ করে ৷ তিনি ভাবেন পুরুষ হয়েই নারী সাজবেন । এরপর প্রতিটা ফটোশুটেই তিনি নারী সেজে মডেলিং করতে শুরু করে । পাশাপাশি সুমন বার্তা দিতে থাকে এলজিবিটিকিউ কমিউনিটিও মানুষ । এই সমাজে তাদের থাকার পূর্ণ অধিকার রয়েছে । বিভিন্ন সংগঠন থেকে সেমিনারে এরপর ডাক পড়ে সুমনের ৷ তিনি সেখানে এলজিবিটিকিউ কমিউনিটির হয়ে কথা বলেন । ধীরে ধীরে সুমন এলজিবিটিকিউ কমিউনিটির মানুষদেরও বন্ধু হয়ে ওঠে । নিজে পুরুষ হয়েও এই কমিউনিটির মানুষদের পাশে দাঁড়ায় এই অভিনব উপায়ে । বর্তমানে তাঁকে ট্রোল করা অনেকটাই কমে এসেছে । সুমনের অভিনয় পেশার পাশাপাশি নারীর সাজে তাঁর মডেলিং এখন অনেকটাই গ্রহণযোগ্য । এখন অনেকেই সুমনের ফ্যান (Man dressed up like woman to support LGBTQ Community)।

আসানসোলের সুমনের 'দিদিগিরি'

আরও পড়ুন: ইটিভি ভারতের খবরের জের, স্বাধীনতার 75 বছর 'অন্ধকার ঘুচল' নামো জামডোবা গ্রামের

সুমন বলেন, "হেরে গিয়ে পিছিয়ে এলে চলবে না ৷ সমাজকে সচেতন করতে হবে ।" আর তাঁর এই অভিনব ভাবনাকে স্বাগত জানিয়েছেন এলাকার কাউন্সিলর শিবানন্দ বাউড়ি । তিনি নিজে শুটিংয়ে এসে সুমনের পাশে থাকেন বেশিরভাগ সময় । তাঁর এই কাজে সহযোগিতা করেন শিবানন্দ ৷ তিনি বলেন, "সুমনের এই সমাজ সচেতনামূলক কাজকে আমরা সবসময় স্বাগত জানাই ।"

আসানসোল, 7 জুলাই: একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে প্রযুক্তিগত উন্নতি ঘটলেও সমাজ যেন এখনও কোথায় পিছিয়ে রয়েছে ৷ সমকামী কিংবা রূপান্তরকামীদের জন্য এই সমাজে এখনও নেই সঠিক সম্মান (LGBTQ Community)। তাই তাঁদের থাকতে হয় লুকিয়ে ৷ ভুগতে হয় হীনমন্যতায় । কারণ জানাজানি হলেই তাঁদের কপালে জোটে উপেক্ষা, কটাক্ষ ৷ থাকে ট্রোল হওয়ার সম্ভাবনা ৷ আর এই সব মানুষের পাশে দাঁড়াতেই এবার অভিনব উদ্যোগ নিয়েছেন আসানসোলের এক অভিনেতা । আসানসোলের হিরাপুর এলাকার বাসিন্দা সুমন চৌধুরী নিজে পুরুষ হয়েও নারী সেজে সমাজকে বার্তা দিচ্ছেন রূপান্তরকামী কিংবা সমকামীদের পাশে থাকার ও তাদেরকে বন্ধু ভাবার ।

ছোট থেকেই অভিনয়কেই প্যাশন হিসাবে ধরে নিয়েছিলেন সুমন । বর্তমানে বেশ কয়েকটি টিভি চ্যানেলের মেগা সিরিয়ালে অভিনয় করছেন তিনি । জনপ্রিয়ও হয়ে উঠেছেন । একদিন এক বন্ধু মেকআপ আর্টিস্টের অনুরোধে ফটোশুটে নারী সেজেছিলেন সুমন । আর সেই ছবি ফেসবুকে পোস্ট করতেই ট্রোলের বন্যা বয়ে যায় । বন্ধু, আত্মীয় এমনকী পরিচিতদের কাছ থেকে কটু কথা শুনতে হয় তাঁকে । এই ঘটনাই সুমনের জীবনের মোড় ঘুরিয়ে দেয় । সুমন ভাবতে শুরু করে পুরুষ হয়ে নারী সেজে যদি তাঁকে এতটা উপেক্ষার শিকার হতে হয়, তাহলে যারা পুরুষ হয়েও মানসিকভাবে নারী কিংবা যারা সমকামী তাদেরকে কীভাবে থাকতে হয় । অসম্মানিত হতে হয় ।

Man dressed up like woman to support LGBTQ Community
সুমনের এই অভিনব ভাবনাকে স্বাগত জানিয়েছেন এলাকার কাউন্সিলর শিবানন্দ বাউড়ি

আর এরপরই সুমন চ্যালেঞ্জ গ্রহণ করে ৷ তিনি ভাবেন পুরুষ হয়েই নারী সাজবেন । এরপর প্রতিটা ফটোশুটেই তিনি নারী সেজে মডেলিং করতে শুরু করে । পাশাপাশি সুমন বার্তা দিতে থাকে এলজিবিটিকিউ কমিউনিটিও মানুষ । এই সমাজে তাদের থাকার পূর্ণ অধিকার রয়েছে । বিভিন্ন সংগঠন থেকে সেমিনারে এরপর ডাক পড়ে সুমনের ৷ তিনি সেখানে এলজিবিটিকিউ কমিউনিটির হয়ে কথা বলেন । ধীরে ধীরে সুমন এলজিবিটিকিউ কমিউনিটির মানুষদেরও বন্ধু হয়ে ওঠে । নিজে পুরুষ হয়েও এই কমিউনিটির মানুষদের পাশে দাঁড়ায় এই অভিনব উপায়ে । বর্তমানে তাঁকে ট্রোল করা অনেকটাই কমে এসেছে । সুমনের অভিনয় পেশার পাশাপাশি নারীর সাজে তাঁর মডেলিং এখন অনেকটাই গ্রহণযোগ্য । এখন অনেকেই সুমনের ফ্যান (Man dressed up like woman to support LGBTQ Community)।

আসানসোলের সুমনের 'দিদিগিরি'

আরও পড়ুন: ইটিভি ভারতের খবরের জের, স্বাধীনতার 75 বছর 'অন্ধকার ঘুচল' নামো জামডোবা গ্রামের

সুমন বলেন, "হেরে গিয়ে পিছিয়ে এলে চলবে না ৷ সমাজকে সচেতন করতে হবে ।" আর তাঁর এই অভিনব ভাবনাকে স্বাগত জানিয়েছেন এলাকার কাউন্সিলর শিবানন্দ বাউড়ি । তিনি নিজে শুটিংয়ে এসে সুমনের পাশে থাকেন বেশিরভাগ সময় । তাঁর এই কাজে সহযোগিতা করেন শিবানন্দ ৷ তিনি বলেন, "সুমনের এই সমাজ সচেতনামূলক কাজকে আমরা সবসময় স্বাগত জানাই ।"

Last Updated : Jul 7, 2022, 7:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.