ETV Bharat / city

Asansol Murder : মদের আসরে বিবাদ, দুই শ্যালককে খুনে অভিযুক্ত জামাই - দুই শ্য়ালককে খুন

মদের আসরে বচসার জের ৷ দুই শ্যালককে খুনের অভিযোগ জামাইবাবুর বিরুদ্ধে ৷ পশ্চিম বর্ধমানের আসানসোল উত্তর থানার নুনি গ্রামের ঘটনা ৷ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷ তবে অভিযুক্ত নিজেও হাসপাতালে চিকিৎসাধীন ৷

man arrested for murder in-laws in asansol
Asansol Murder : মদের আসরে বিবাদ, দুই শ্যালককে খুনে অভিযুক্ত জামাই
author img

By

Published : Oct 17, 2021, 1:30 PM IST

আসানসোল, 17 অক্টোবর : মদের আসরে গন্ডগোলের জেরে দুই ভাইকে পিটিয়ে এবং জলে ডুবিয়ে খুনের অভিযোগ উঠল পরিবারের জামাইয়ের বিরুদ্ধে ৷ শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটে পশ্চিম বর্ধমানের আসানসোল উত্তর থানার নুনি গ্রামে ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত দুই যুবকের নাম অশোক বাউড়ি (27) এবং বুধন বাউড়ি (40) ৷ সম্পর্কে তাঁরা দুই ভাই ৷ তাঁদের জামাইবাবু হারু বাউড়ির বিরুদ্ধে দুই ভাইকে খুনের অভিযোগ উঠেছে ৷

আরও পড়ুন : Murder : জমি বিবাদের জেরে যুবক খুন, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ পুলিশের বিরুদ্ধে

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার গভীর রাতে নুনি গ্রামের বাউড়িপাড়ায় মদ খাওয়াকে কেন্দ্র করে একই পরিবারে তিনজনের মধ্যে বচসা ও মারামারি শুরু হয় ৷ অভিযোগ, অশোক বাউড়ি ও তাঁর দাদা বুধন বাউড়িকে বেধড়ক মারধরকে একটি ছোট ডোবার মধ্যে ডুবিয়ে খুন করা হয় ৷ নিহতদের জামাইবাবু হারু বাউড়ি এই কাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ ৷ রাতের ঝামেলায় অভিযুক্তও গুরুতর জখম হয় ৷ পরে তাকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয় ৷ পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করলেও আপাতত হাসপাতালেই তার চিকিৎসা চলছে ৷

অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে সরব পরিবারের সদস্যরা ৷

এই পরিবারের সদস্য মিঠুন বাউড়ি জানিয়েছেন, ‘‘হারু আমাদের বাড়ির জামাই ৷ ওঁর বাড়ি বাঁকুড়ার গঙ্গাজলঘাঁটি এলাকায় ৷ তবে বিয়ের পর থেকে শ্বশুরবাড়িতেই থাকে ৷ শনিবার রাতে দুই শ্যালক অশোক ও বুধনের সঙ্গে বাড়ির কাছেই একটি ফাঁকা মাঠে মদের আসর বসায় হারু ৷ এরপর গভীর রাতে তিনজনের মধ্যে বচসা বাঁধে ৷ শুরু হয় তিনজনের মধ্যে মারামারি ৷ হারু বাউড়ি অশোক ও বুধনকে মাঠের কাছেই একটি ডোবার মধ্যে ডুবিয়ে খুন করেছে ৷ গন্ডগোলের আওয়াজ পেয়ে আমরা, মানে পরিবারের বাকি সদস্যরা ছুটে আসি ৷ আমরা দেখি, তিনজনই বেহুঁশ হয়ে পড়ে রয়েছে ৷’’

আরও পড়ুন : Life Imprisonment: আসানসোলে পোস্টমাস্টার খুনের ঘটনায় 2 জনের যাবজ্জীবন কারাদণ্ড

এরপর পুলিশের খবর দেওয়া হয় ৷ আসানসোল উত্তর থানার পুলিশ তিনজনকেই উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠায় ৷ সেখানেই দুই ভাই অশোক বাউড়ি ও বুধন বাউড়িকে মৃত বলে ঘোষণা করা হয় ৷ হারু বাউরি গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন ৷ অভিযুক্তের স্ত্রী তুলসী বাউড়ি স্বীকার করেছেন, তাঁর স্বামী হারু বাউরিই খুন করেছেন তাঁর দুই দাদাকে ৷ হারুর কঠোর শাস্তির দাবি করেছেন পরিবারের সদস্যরা ৷

আসানসোল, 17 অক্টোবর : মদের আসরে গন্ডগোলের জেরে দুই ভাইকে পিটিয়ে এবং জলে ডুবিয়ে খুনের অভিযোগ উঠল পরিবারের জামাইয়ের বিরুদ্ধে ৷ শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটে পশ্চিম বর্ধমানের আসানসোল উত্তর থানার নুনি গ্রামে ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত দুই যুবকের নাম অশোক বাউড়ি (27) এবং বুধন বাউড়ি (40) ৷ সম্পর্কে তাঁরা দুই ভাই ৷ তাঁদের জামাইবাবু হারু বাউড়ির বিরুদ্ধে দুই ভাইকে খুনের অভিযোগ উঠেছে ৷

আরও পড়ুন : Murder : জমি বিবাদের জেরে যুবক খুন, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ পুলিশের বিরুদ্ধে

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার গভীর রাতে নুনি গ্রামের বাউড়িপাড়ায় মদ খাওয়াকে কেন্দ্র করে একই পরিবারে তিনজনের মধ্যে বচসা ও মারামারি শুরু হয় ৷ অভিযোগ, অশোক বাউড়ি ও তাঁর দাদা বুধন বাউড়িকে বেধড়ক মারধরকে একটি ছোট ডোবার মধ্যে ডুবিয়ে খুন করা হয় ৷ নিহতদের জামাইবাবু হারু বাউড়ি এই কাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ ৷ রাতের ঝামেলায় অভিযুক্তও গুরুতর জখম হয় ৷ পরে তাকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয় ৷ পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করলেও আপাতত হাসপাতালেই তার চিকিৎসা চলছে ৷

অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে সরব পরিবারের সদস্যরা ৷

এই পরিবারের সদস্য মিঠুন বাউড়ি জানিয়েছেন, ‘‘হারু আমাদের বাড়ির জামাই ৷ ওঁর বাড়ি বাঁকুড়ার গঙ্গাজলঘাঁটি এলাকায় ৷ তবে বিয়ের পর থেকে শ্বশুরবাড়িতেই থাকে ৷ শনিবার রাতে দুই শ্যালক অশোক ও বুধনের সঙ্গে বাড়ির কাছেই একটি ফাঁকা মাঠে মদের আসর বসায় হারু ৷ এরপর গভীর রাতে তিনজনের মধ্যে বচসা বাঁধে ৷ শুরু হয় তিনজনের মধ্যে মারামারি ৷ হারু বাউড়ি অশোক ও বুধনকে মাঠের কাছেই একটি ডোবার মধ্যে ডুবিয়ে খুন করেছে ৷ গন্ডগোলের আওয়াজ পেয়ে আমরা, মানে পরিবারের বাকি সদস্যরা ছুটে আসি ৷ আমরা দেখি, তিনজনই বেহুঁশ হয়ে পড়ে রয়েছে ৷’’

আরও পড়ুন : Life Imprisonment: আসানসোলে পোস্টমাস্টার খুনের ঘটনায় 2 জনের যাবজ্জীবন কারাদণ্ড

এরপর পুলিশের খবর দেওয়া হয় ৷ আসানসোল উত্তর থানার পুলিশ তিনজনকেই উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠায় ৷ সেখানেই দুই ভাই অশোক বাউড়ি ও বুধন বাউড়িকে মৃত বলে ঘোষণা করা হয় ৷ হারু বাউরি গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন ৷ অভিযুক্তের স্ত্রী তুলসী বাউড়ি স্বীকার করেছেন, তাঁর স্বামী হারু বাউরিই খুন করেছেন তাঁর দুই দাদাকে ৷ হারুর কঠোর শাস্তির দাবি করেছেন পরিবারের সদস্যরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.