ETV Bharat / city

Legal Notice to Asansol Mayor : শপথ গ্রহণের দু’মাস পার, পারিষদ বাছাই না করায় আসানসোলের মেয়রকে আইনি নোটিস - Asansol Municipality Corporation

10 দিনের মধ্যে পারিষদ বাছাইয়ের সময়সীমা বেঁধে দিয়ে আইনি নোটিস আসানসোলের মেয়রকে (Legal Notice to Asansol Mayor for Not Selecting MIC After Two Months of Oath Taking) ৷ নোটিস পাঠালেন আসানসোলের বিজেপি কাউন্সিলর চৈতালী তিওয়ারি ৷ 10 দিনের মধ্যে পারিষদ বাছাই না হলে, আদালতে মামলা করা হবে বলে জানিয়েছেন তিনি ৷

Legal Notice to Asansol Mayor for Not Select MNC After Two Months of Oath Taking
Legal Notice to Asansol Mayor for Not Select MNC After Two Months of Oath Taking
author img

By

Published : May 3, 2022, 3:30 PM IST

আসানসোল, 3 মে : আসানসোল পৌরনিগম নির্বাচনের ফলপ্রকাশের পর তৃণমূলের বোর্ড গঠনের দু’মাস অতিক্রান্ত হয়ে গিয়েছে ৷ কিন্তু, এখনও পর্যন্ত মেয়র পারিষদদের বাছাই করে পূর্ণাঙ্গ পৌরবোর্ড গঠন হয়নি সেখানে ৷ বারবার চিঠি দিয়ে বোর্ড গঠনের কথা বলা হলেও, তাতে আমল দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন বিজেপি কাউন্সিলর চৈতালী তিওয়ারি ৷ তাই এবার 10 দিনের সময়সীমা বেঁধে দিয়ে মেয়রকে আইনি নোটিস পাঠালেন তিনি (Legal Notice to Asansol Mayor for Not Selecting MIC After Two Months of Oath Taking) ৷

চৈতালী তিওয়ারি প্রথমে আসানসোলের মেয়রকে (Legal Notice to Asansol Mayor) চিঠি দেন এ নিয়ে ৷ তার পর রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রীকে চিঠি দিয়েছিলেন তিনি ৷ আর সবশেষে রাজ্যপালকে চিঠি দেন পূর্ণাঙ্গ পৌরবোর্ড গঠনের দাবি জানিয়ে ৷ কিন্তু, কোনও দিক থেকেই তিনি সাড়া পাননি বলে অভিযোগ করেছেন ৷ আর তাই মেয়র বিধান উপাধ্যায়কে সরাসরি আইনি নোটিস পাঠালেন চৈতালি তেওয়ারি ৷

Legal Notice to Asansol Mayor for Not Select MNC After Two Months of Oath Taking
আসানসোলের মেয়রকে পাঠানো আইনি নোটিস

গত 25 ফেব্রুয়ারি আসানসোল পৌরনিগমের (Asansol Municipal Corporation) মেয়র হিসাবে শপথ নিয়েছিলেন বিধান উপাধ্যায় ৷ তাঁর শপথ নেওয়ার পর দু’মাস কেটে গিয়েছে ৷ কিন্তু, এখনও পর্যন্ত মেয়র পারিষদ নির্বাচন করে পূর্ণাঙ্গ পৌরবোর্ড গঠন করা হয়নি আসানসোল পৌরনিগমে ৷ আর তা নিয়েই পশ্চিমবঙ্গ সরকারের পৌর ও নগরোন্নয়ন দফতরের সচিবকে চিঠি লিখেছিলেন আসানসোল পৌরনিগমের বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারি ৷ কিন্তু, সরকারের তরফে কোনও সাড়া না মেলায় তিনি রাজ্যপালকেও চিঠি লেখেন ৷ কিন্তু, কোনও সদুত্তর পাননি তিনি ৷

আরও পড়ুন : AMC Election Result 2022 : বিরোধীদের তুড়ি মেরে উড়িয়ে আসানসোল পৌরনিগম দখল তৃণমূলের

এ নিয়ে আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় জানিয়েছিলেন, কয়েকদিনের মধ্যেই মেয়র পারিষদের বেছে নেওয়া হবে ৷ কিন্তু, তার পরেও মেয়র পারিষদ বাছাই করা হয়নি ৷ আর না গঠিত হয়েছে পূর্ণাঙ্গ বোর্ড ৷ আর তাই বাধ্য হয়েই মেয়রকে আইনি নোটিস পাঠিয়েছেন বলে জানান চৈতালী তেওয়ারি ৷ এক্ষেত্রে কাউন্সিলরের পাশাপাশি একজন আইনজীবী হিসাবে তিনি নিজে সেই নোটিস পাঠিয়েছেন ৷

আরও পড়ুন : Asansol Municipal Corporation : সবসময় খোলা থাকবে অফিসের দরজা, আসানসোলের মেয়রের অভিনব সিদ্ধান্ত

নোটিসে তিনি উল্লেখ করেছেন, পৌর আইন মোতাবেক বোর্ড গঠনের এক মাসের মধ্যে মেয়র পারিষদদের নির্বাচন করতে হবে ৷ আর আগামী 10 দিনের মধ্যে মেয়র পারিষদ নির্বাচিত করে পূর্ণাঙ্গ পৌরবোর্ড গঠিত না হলে, আইনের দরজায় কড়া নাড়বেন তিনি ৷ জনস্বার্থেই তিনি সেই কাজ করবেন ৷ এই আইনি নোটিস নিয়ে আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়ের কোনও প্রতিক্রিয়া এখনও পর্যন্ত পাওয়া যায়নি ৷

আসানসোল, 3 মে : আসানসোল পৌরনিগম নির্বাচনের ফলপ্রকাশের পর তৃণমূলের বোর্ড গঠনের দু’মাস অতিক্রান্ত হয়ে গিয়েছে ৷ কিন্তু, এখনও পর্যন্ত মেয়র পারিষদদের বাছাই করে পূর্ণাঙ্গ পৌরবোর্ড গঠন হয়নি সেখানে ৷ বারবার চিঠি দিয়ে বোর্ড গঠনের কথা বলা হলেও, তাতে আমল দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন বিজেপি কাউন্সিলর চৈতালী তিওয়ারি ৷ তাই এবার 10 দিনের সময়সীমা বেঁধে দিয়ে মেয়রকে আইনি নোটিস পাঠালেন তিনি (Legal Notice to Asansol Mayor for Not Selecting MIC After Two Months of Oath Taking) ৷

চৈতালী তিওয়ারি প্রথমে আসানসোলের মেয়রকে (Legal Notice to Asansol Mayor) চিঠি দেন এ নিয়ে ৷ তার পর রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রীকে চিঠি দিয়েছিলেন তিনি ৷ আর সবশেষে রাজ্যপালকে চিঠি দেন পূর্ণাঙ্গ পৌরবোর্ড গঠনের দাবি জানিয়ে ৷ কিন্তু, কোনও দিক থেকেই তিনি সাড়া পাননি বলে অভিযোগ করেছেন ৷ আর তাই মেয়র বিধান উপাধ্যায়কে সরাসরি আইনি নোটিস পাঠালেন চৈতালি তেওয়ারি ৷

Legal Notice to Asansol Mayor for Not Select MNC After Two Months of Oath Taking
আসানসোলের মেয়রকে পাঠানো আইনি নোটিস

গত 25 ফেব্রুয়ারি আসানসোল পৌরনিগমের (Asansol Municipal Corporation) মেয়র হিসাবে শপথ নিয়েছিলেন বিধান উপাধ্যায় ৷ তাঁর শপথ নেওয়ার পর দু’মাস কেটে গিয়েছে ৷ কিন্তু, এখনও পর্যন্ত মেয়র পারিষদ নির্বাচন করে পূর্ণাঙ্গ পৌরবোর্ড গঠন করা হয়নি আসানসোল পৌরনিগমে ৷ আর তা নিয়েই পশ্চিমবঙ্গ সরকারের পৌর ও নগরোন্নয়ন দফতরের সচিবকে চিঠি লিখেছিলেন আসানসোল পৌরনিগমের বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারি ৷ কিন্তু, সরকারের তরফে কোনও সাড়া না মেলায় তিনি রাজ্যপালকেও চিঠি লেখেন ৷ কিন্তু, কোনও সদুত্তর পাননি তিনি ৷

আরও পড়ুন : AMC Election Result 2022 : বিরোধীদের তুড়ি মেরে উড়িয়ে আসানসোল পৌরনিগম দখল তৃণমূলের

এ নিয়ে আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় জানিয়েছিলেন, কয়েকদিনের মধ্যেই মেয়র পারিষদের বেছে নেওয়া হবে ৷ কিন্তু, তার পরেও মেয়র পারিষদ বাছাই করা হয়নি ৷ আর না গঠিত হয়েছে পূর্ণাঙ্গ বোর্ড ৷ আর তাই বাধ্য হয়েই মেয়রকে আইনি নোটিস পাঠিয়েছেন বলে জানান চৈতালী তেওয়ারি ৷ এক্ষেত্রে কাউন্সিলরের পাশাপাশি একজন আইনজীবী হিসাবে তিনি নিজে সেই নোটিস পাঠিয়েছেন ৷

আরও পড়ুন : Asansol Municipal Corporation : সবসময় খোলা থাকবে অফিসের দরজা, আসানসোলের মেয়রের অভিনব সিদ্ধান্ত

নোটিসে তিনি উল্লেখ করেছেন, পৌর আইন মোতাবেক বোর্ড গঠনের এক মাসের মধ্যে মেয়র পারিষদদের নির্বাচন করতে হবে ৷ আর আগামী 10 দিনের মধ্যে মেয়র পারিষদ নির্বাচিত করে পূর্ণাঙ্গ পৌরবোর্ড গঠিত না হলে, আইনের দরজায় কড়া নাড়বেন তিনি ৷ জনস্বার্থেই তিনি সেই কাজ করবেন ৷ এই আইনি নোটিস নিয়ে আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়ের কোনও প্রতিক্রিয়া এখনও পর্যন্ত পাওয়া যায়নি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.