ETV Bharat / city

Coal Mine Accident : কয়লাখনিতে মৃত্যুর ঘটনায় নিরাপত্তার অব্যবস্থাকে দায়ী করছে শাসক-বিরোধী সবাই

নিরাপত্তার অভাব কয়লা খনি দুর্ঘটনার প্রধান কারণ বলে মনে করছে স্থানীয় বাসিন্দা থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব সবাই (Lack of Security Main Reason Behind Coal Mine Accident) ৷ মাধাইপুরে খোলামুখ খনি থেকে কয়লা চুরি করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একই পরিবারের 4 সদস্য-সহ পাঁচ জনের ৷ সেই ঘটনায় কোলিয়ারিতে নিরাপত্তা না থাকায় ইসিএল’কে কাঠগড়ায় তুলেছে শাসক তৃণমূল (Pandaveshwar MLA Blames ECL for Coal Mine Accident) ৷ একই অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির ৷

author img

By

Published : Jan 26, 2022, 8:44 PM IST

Lack of Security Main Reason Behind Coal Mine Accident
Lack of Security Main Reason Behind Coal Mine Accident

দুর্গাপুর, 26 জানুয়ারি : আসানসোলের দুর্গাপুর-ফরিদপুর ব্লকের মাধাইপুরে খোলামুখ খনি থেকে কয়লা চুরি করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একই পরিবারের 4 সদস্য-সহ পাঁচ জনের ৷ তবে, এই ঘটনার জন্য ইসিএল কর্তৃপক্ষকেই দায়ী করেছে স্থানীয়রা (Lack of Security Main Reason Behind Coal Mine Accident) ৷ এমনকি পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীও ইসিএল কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ করেছেন ৷ তিনি অভিযোগ করেন, ঠিকঠাক নিরাপত্তা ব্যবস্থা থাকলে এই ঘটনা এড়ানো যেত ৷

স্থানীয়দের দাবি কোলিয়ারি অঞ্চলের বেশির ভাগ মানুষই গরীব ৷ সেখানকার বাসিন্দাদের আয় বলতে খনিতে অস্থায়ী কুলির কাজ ৷ আর কিছু মানুষ কষ্ট করে চাষবাস করেন ৷ তাতেও সংসার চলে না ৷ তাই বাধ্য হয়েই খোলামুখ খনি থেকে কয়লা চুরি করতে নামেন স্থানীয়রা ৷ কিন্তু, অভাবের অজুহাতে জাতীয় সম্পদ চুরির অপরাধকে মান্যতা দেওয়া যায় না ৷ যা নিয়ে পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ইসিএল কর্তৃপক্ষ দায়ী করেছেন (Pandaveshwar MLA Blames ECL for Coal Mine Accident) ৷ তাঁর মতে, মৃতরা কয়লা চুরি করতে গিয়ে মারা গিয়েছেন ৷ কিন্তু, ইসিএল কর্তৃপক্ষ যে কয়লাখনির নিরাপত্তায় গা-ছাড়া মনোভাব দেখায় তা এই দুর্ঘটনায় প্রমাণিত ৷

কয়লাখনিতে মৃত্যুর ঘটনায় নিরাপত্তার অব্যবস্থাকে দায়ী করছে শাসক-বিরোধী সবাই

আরও পড়ুন : Accident at Laudoha coal Mine : লাউদোহায় বেআইনিভাবে কয়লা কাটতে গিয়ে দুর্ঘটনা, ধস নেমে 4 জনের মৃত্যু

তাঁর অভিযোগ, খোলামুখ খনিগুলিতে যথেষ্ঠ নিরাপত্তা থাকে না ৷ ফলে যে কেউ সহজেই খনিতে ঢুকে পড়ে ৷ তাঁর মতে, বাচ্চারাও এই খনির মধ্যে পড়ে যেতে পারে ৷ ইসিএল কেন্দ্রীয় সংস্থা হলেও, কার্যত একই অভিযোগ করেছেন স্থানীয় বিজেপি নেতা তথা আসানসোল পৌরনিগমের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি ৷ তাঁর অভিযোগ, এই সমস্যা বহুদিনের ৷ তা সত্ত্বেও ইসিএল আধিকারিকরা কোনও ব্যবস্থা নেয়নি ৷ তাঁর প্রশ্ন, কেন ইসিএল কর্তৃপক্ষ খনি এলাকা কাঁটাতার দিয়ে ঘিরে দিচ্ছে না ? যাতে বাইরের কেউ ওই এলাকায় ঢুকতে না পারে ৷ যার জবাব ইসিএল কর্তৃপক্ষের কাছেও নেই ৷

দুর্গাপুর, 26 জানুয়ারি : আসানসোলের দুর্গাপুর-ফরিদপুর ব্লকের মাধাইপুরে খোলামুখ খনি থেকে কয়লা চুরি করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একই পরিবারের 4 সদস্য-সহ পাঁচ জনের ৷ তবে, এই ঘটনার জন্য ইসিএল কর্তৃপক্ষকেই দায়ী করেছে স্থানীয়রা (Lack of Security Main Reason Behind Coal Mine Accident) ৷ এমনকি পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীও ইসিএল কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ করেছেন ৷ তিনি অভিযোগ করেন, ঠিকঠাক নিরাপত্তা ব্যবস্থা থাকলে এই ঘটনা এড়ানো যেত ৷

স্থানীয়দের দাবি কোলিয়ারি অঞ্চলের বেশির ভাগ মানুষই গরীব ৷ সেখানকার বাসিন্দাদের আয় বলতে খনিতে অস্থায়ী কুলির কাজ ৷ আর কিছু মানুষ কষ্ট করে চাষবাস করেন ৷ তাতেও সংসার চলে না ৷ তাই বাধ্য হয়েই খোলামুখ খনি থেকে কয়লা চুরি করতে নামেন স্থানীয়রা ৷ কিন্তু, অভাবের অজুহাতে জাতীয় সম্পদ চুরির অপরাধকে মান্যতা দেওয়া যায় না ৷ যা নিয়ে পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ইসিএল কর্তৃপক্ষ দায়ী করেছেন (Pandaveshwar MLA Blames ECL for Coal Mine Accident) ৷ তাঁর মতে, মৃতরা কয়লা চুরি করতে গিয়ে মারা গিয়েছেন ৷ কিন্তু, ইসিএল কর্তৃপক্ষ যে কয়লাখনির নিরাপত্তায় গা-ছাড়া মনোভাব দেখায় তা এই দুর্ঘটনায় প্রমাণিত ৷

কয়লাখনিতে মৃত্যুর ঘটনায় নিরাপত্তার অব্যবস্থাকে দায়ী করছে শাসক-বিরোধী সবাই

আরও পড়ুন : Accident at Laudoha coal Mine : লাউদোহায় বেআইনিভাবে কয়লা কাটতে গিয়ে দুর্ঘটনা, ধস নেমে 4 জনের মৃত্যু

তাঁর অভিযোগ, খোলামুখ খনিগুলিতে যথেষ্ঠ নিরাপত্তা থাকে না ৷ ফলে যে কেউ সহজেই খনিতে ঢুকে পড়ে ৷ তাঁর মতে, বাচ্চারাও এই খনির মধ্যে পড়ে যেতে পারে ৷ ইসিএল কেন্দ্রীয় সংস্থা হলেও, কার্যত একই অভিযোগ করেছেন স্থানীয় বিজেপি নেতা তথা আসানসোল পৌরনিগমের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি ৷ তাঁর অভিযোগ, এই সমস্যা বহুদিনের ৷ তা সত্ত্বেও ইসিএল আধিকারিকরা কোনও ব্যবস্থা নেয়নি ৷ তাঁর প্রশ্ন, কেন ইসিএল কর্তৃপক্ষ খনি এলাকা কাঁটাতার দিয়ে ঘিরে দিচ্ছে না ? যাতে বাইরের কেউ ওই এলাকায় ঢুকতে না পারে ৷ যার জবাব ইসিএল কর্তৃপক্ষের কাছেও নেই ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.